ভালোবাসা নিয়ে কিছু কথা

ভালোবাসা নিয়ে কিছু কথা

পৃথিবীতে সবচেয়ে দরকারি একটি কথা হলো ভালোবাসা৷ ভালোবাসার দিয়ে সব কিছু করা যায়৷ বলানহযে থাকে ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার মাধ্যমে৷ তাই যেকোন সম্পর্কেের শুরুতেই ভালোবাসা দরকার। এবং শেষ পর্যন্তও এই ভালোবাসার মাধ্যমেই সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব। ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র একটি বিষয়। মূলত ভালোবাসার মাধ্যমেই পৃথিবী টিকে আছে। ভালোবাসা ছাড়া কখনো এত সুন্দর পৃথিবী টিকে থাকতো না। এই সুন্দর পৃথিবীটা আরো সুন্দর করে তোলা সম্ভব হতো না ভালোবাসা ছাড়া।

প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার মাধ্যমে। একটি পরিবার গড়ে উঠে ভালোবাসার মাধ্যমে। স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসার দ্বারাই একটি পরিবার টিকে থাকে। ভালোবাসা ছাড়া কোনভাবেই কোন সম্পর্ক গড়ে উঠতে পারে না, টিকে থাকতেও পারে না। আর পরিবারও গড়ে উঠতে পারে না।

ভালোবাসার আসলে কোন রং হয় না। কোন আকার – আকৃতি, গন্ধ কিছুই নেই ভালোবাসার। ভালোবাসা পরিমাপ করাও যায় নান।ভালোবাসা আসলে দৃশ্যমান কোন বিষয় না। ভালোবাসা হলো অদৃশ্য মাযার বাধন৷ ভালোবাসা হলো অনুভবের বিষয়। আর ভালোবাসার জন্য প্রথমেই দরকার সুন্দর একটি মন আর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা গড়ে উঠতে পারে না। তাই ভালোবাসতে হলে বিশ্বাস করতে জানতে হবে৷

ভালোবাসা হলো পবিত্র সম্পর্ক। ভালোবাসার জন্য মানুস সব করতে পারে৷ এমনকি ভালোবাসার জন্য মানুষ জীবন দিতেও পারে৷ আবার জীবন নিতেও পারে। দেশকে ভালোবেসে দেশপ্রেমিকরা দেশের জন্য সব করতে পারে। জীবন দিতে পারে। তার বাস্তব উদাহরন দেখতে পাওয়া যায় ১৯৭১ সালের যুদ্ধে৷ দেশকে রক্ষা করার জন্য, স্বাধীন করার জন্য নিজের জীবনের মায়া তুচ্ছ করে শত্রুদের মোকাবেলা করেছে সাহসী সেনারা৷ প্রাণ দিয়েছে প্রায় ত্রিশ লক্ষ মানুষ। এতকিচুর পেছনে একটাই কারণ তা হলো দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা৷

আবার একজন মা একজন বাবা তাদের সন্তানকে কতটা ভালোবাসে। তাদের সন্তানকে ভালোবেসে সন্তানের মঙ্গলের জন্য তারা সবকিছু করতে পারে৷ তারা নিজেদের স্বার্থ না দেখে সন্তাের স্বার্থ দেখে শুধুমাত্র সন্তানকে ভালোবাসে বলে। স্বামী -স্ত্রী, মা- বাবা, ভাই – বোন, দাদা- দাদি, নানা-নানিসহ পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার মাধ্যমে। একটি পবিত্র ভালোবাসার মায়ার বাধনের মাধ্যমে সব সম্পর্ক আরো সুন্দরভাবে টিকে থাকে।

এই যে পৃথিবী, এত এত কাজ, এত পরিশ্রম সবকিছুর পেছনে রয়েছে ভালোবাসা। ভালোবাসার মানুষগুলো সুখি রাখার জন্য, ভালো রাখার জন্য মানুষ এত কিছু করে। যদি ভালোবাসা না থাকতো, তাহলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না। এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো তৈরি হতো না আর টিকেও থাকতো না। তাই সব কিছুর জন্য, ভালো কিছুর জন্য ভালোবাসা দরকার, খুব করে ভালোবাসাটার দরকার৷

ভালোবাসার স্বাদ বন্ঞ্চিত মানুষেরা খুব সহজে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেসব পরিবারের বাচ্চারা তাদের পরিবার থেকে ভালোবাসা, স্নেহ, মমতা পায় না, তারা ভালো মানুষ হয়ে গড়ে উঠে পারে না। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। তাই ভালো মানুষ হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে পরিবার থেকে ভালোবাসা পাওয়াটা একজন মানুষের জীবনে খুব করে দরকার। ভালোবাসা ছাড়া আসলে জীবন অর্থহীন।

একজন মানুষকে সুন্দরভাবে তৈরি করার জন্য ভালোবাসা দরকার। একটি পরিবারকে টিকিয়ে রাখার জন্য ভালোবাসা দরকার। একটি দেশকে ভালো রাখতে ভালোবাসা প্রয়োজন। সর্বোপরি এই পৃথিবীতে টিকে থাকতে এবং এই পৃথিবীটাকে টিকিয়ে রাখতে হলে ভালোবাসা খুব করে প্রয়োজন। তাই আমাদের উচিত হিংসা -বিদ্বেষ, অহংকার, মারামারি ভুলে গিয়ে ধণী- গরিব নির্বিশেষে সবাইকে ভালোবাসা৷ দেশকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা। তাহলে এই সুন্দর পৃথিবীটা আরো সুন্দর হবে৷ আর সুন্দর সম্পর্কগুলো হবে আরো মজবুজ আর মধুর।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*