
আবার অনেকে ভালোবাসাকে একটি ভয়ংকর হৃদরোগ বলেও অভিহিত করেন৷ আসলে অনেক সময় এটা মারাত্মক হৃদরোগের মতোই আকার ধারণ করতে পারে। আপনি যদি কাউকে ককনো মন থেকে ভালোবেসে থাকেন, কিন্তু কোন কারণে আপনার বিচ্ছেদ হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা কতটা কষ্টের আর ভয়ংকর অনুভূতি৷ যা হৃদরোগের চেয়েও অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে৷ এমনি নিজের জীবনটাও শেষ হয়ে যেতে পারে এই ভালোবাসার মানুশটির সাথে কোন কারণে বিচ্ছেদ হওয়ার কারনে। এরকম উদাহরন আমাদের চারপাশে অসংখ্য।
ভালোবাসা হলো পবিত্র এক অনুভূতির নাম৷ যেখানে থাকবে না কোন চাওয়া-পাওয়া। আর না থাকবে কোন স্বার্থপরতা। একটি সম্পর্ক তৈরি এবং শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। ভালোবাসা ছাড়া ককনো কোন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে এবঙ সুন্দরভাবে টিকিয়ে রাখতে ভালোবাসার কোন কমতি রাখা যাবে না। কোন স্বার্থ হাসিল করার জন্য যদি কেউ কাউকে পছন্দ করে বা ভালোবাসে, তবে তা কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসা অবশ্যই নিস্বার্থ হয়। তাই ভালোবাসার মধ্যে কখনো কোন স্বার্থ খুঁজতে নেই।
ভালোবাসা এমন এক মায়া জালের নাম, যেখানে আপনার হৃদয় বেঙে টুকরো টুকরো হয়ে গেলেও হৃদয়ের সেই প্রতিটা ভাঙা টুকরো দিয়েই তাকে ভালোবাসবেন। কারণ এটা এমন একটা অনুভূতি যা কখনো ভোলা সম্ভব নয়। শত ব্যস্ততার পরেও মানুষ তার প্রিয় মানুষটির কাছে ফিরতে পারলেই যেন সমস্ত ক্লান্তি দুর হয়ে যায়৷ আর ভালোবাসার মানুষটির জন্য সব কিছু হাসি মুখে সহ্য করাও যেন কোন কষ্টের না এমন মনে হয়৷
ভালোবাসার মানুষের জন্য মানুষ সব কিছু করতে পারে। যেকোন কঠিন কাজও কঠিন মনে হয় না যদি ভালোবাসার মানুসটি পাশে থাকে। আবার ভালোবাসার মানুষটির একটি কথায় যেকোন সিন্ধান্ত নিতেও পিছপা হয় না মানুষ। শুধুমাত্র ভালোবাসার মানুষটিকে সুখি করার জন্য কত কিছুই না মানুষ করে। এই যে এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ এসব কিছু করার মূল কারণ হলো ভালোবাসা। ভেবে দেখরে দেখা যাবে মানুষের সকল কাজের মূল উৎসই হলো ভালোবাসা।
ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসা না থাকলে পৃথিবীটা হয়তো এতদিন টিকে থাকতো না। ভালোবাসা আছে বলেই সুখ- শান্তি পৃথিবীতে বিরাজ করে। তবে যখন কেউ কাউকে বিশ্বাস করে, তার উপর আস্থা স্থাপন করে কেবল তখনই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাকার জন্য একে -অপরকে যেমন ভালোবাসতে হবে, তেমনিভাবে একে -অপরের প্রতি বিশ্বাসও রাখতে হবে। আর একে -অপরকে সম্মানও করতে হবে। তাহলেই ভালোবাসা পূর্ণতা পাবে।
প্রতিটি পরিবার টিকে থাকে ভালোবাসার জোরে। ভালোবাসার মাধ্যমে যেমন পরিবারকে ভালো রাখা যায়। তেমনিভাবে এই সমাজ, এই দেশকে সুন্দর রাখতে হলেও ভালোবাসার বিকল্প নেই। সর্বোপরি এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করতে, শান্তিপূর্ণ করতে ভালোবাসা প্রয়োজন, খুব করে প্রয়োজন।
Leave a Reply