
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ওয়েবসাইটে বাংলা দ্বিতীয় পত্রের ভাব-সম্প্রসারণ সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনমতো সকল প্রকার ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে।
ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনার প্রথমেই আমরা ভাব-সম্প্রসারণ টা কি সেটি সম্পর্কে একটু জানবো। মানুষ কখনো কখনো অল্প কথায় মনের ভাব প্রকাশ করে। এই ভাবকে ঠিক রেখেই এর সম্প্রসারণ করতে হয়। ভাব-সম্প্রসারণ অনেকটা ভাবার্থের বিপরীত। কোন একটি বিষয়ের বিস্তৃতভাবে প্রকাশ করার নামই ভাব সম্প্রসারণ।
আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক তাদের ভাব সম্প্রসারণ সাজানো হয়েছে। আপনি যে ভাব সম্প্রসারণ টি খুজতেছেন, সেটি আমাদের ওয়েবসাইটে লিখে সার্চ দিলেই আপনি তা পেয়ে যাবেন। আজ আমরা যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হল: বিদ্বানের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।
আজকের ভাব-সম্প্রসারণ টি বিশেষ করে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ।।
ভাব সম্প্রসারণ:
বিদ্বানের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।
মূলভাব: বিদ্যা তথা জ্ঞানের চেয়ে মূল্যবান জিনিস আর নেই। জাতীয় মুক্তিতে শহীদের অবদান এর চেয়ে জ্ঞানীর অবদান কম নয়।
সম্প্রসারিত ভাব: স্বাধীনতা-সার্বভৌমত্বও স্বধর্ম রক্ষার জন্য যারা অকুণ্ঠচিত্তে জীবন উৎসর্গ করেন তাদের শহীদ বলে। শাহাদত বরণ পরম গৌরবের, শহীদের রক্ত পবিত্র। শহীদেরা জীবন বিসর্জন দেয় জাতির মুক্তির লক্ষ্যে। একটি দেশ এবং জাতিকে পরাধীনতার হাত থেকে ছিনিয়ে নিতে অনেক ব্যক্তি শহীদ হয়ে থাকেন। সত্য ও কল্যাণের ধারাকে নিরবচ্ছিন্ন রাখাই শহীদের ব্রত। ধারালো অস্ত্রের সামনে শহীদ তার বক্ষ উন্মুক্ত করে দেয়। কিন্তু মুক্তি বলতে শুধুমাত্র ভৌগোলিক বা রাষ্ট্রীয় মুক্তি বোঝায় না।
মানুষের প্রকৃত মুক্তি কটে তার চেতনার জাগরণ, জ্ঞানের স্ফুরণে। একটি জাতি যদি শিক্ষা-দীক্ষা ও জ্ঞান- বিজ্ঞানে অগ্রগতি অর্জন করতে না পারে তাহলে তাঁর স্বাধীনতা-সার্বভৌমত্ব মূল্যহীন হয়ে পড়ে। চেতনার মুক্তি ছাড়া প্রকৃত মুক্তি অর্জন সম্ভব হয় না। আর জাতিকে প্রকৃত মুক্তির গৌরব এনে দিতে পারে শুধুমাত্র বিদ্বানরাই।
যারা বিদ্বান বা জ্ঞানী তারা তাদের লেখনি দ্বারা জাতির মাঝে জ্ঞান বিতরণ করেন। বিতরিত জ্ঞানের আলোকে জাতির সামাজিক সত্তার জাগরণ ঘটে। শহীদ তার রক্ত দিয়ে জাতিকে ঋণপাশে আবদ্ধ করে। অপরদিকে বিদ্বান তার লেখনি দিয়ে জাতিকে মুক্তির-পথ নির্দেশ করে। বুকের রক্তের মত পবিত্র ও মূল্যবান হয়তো কিছুই নেই। কিন্তু প্রকৃত বিচারে বিদ্বানের ব্যবহৃত কালি সে রক্তের চেয়েও অনেক বেশি পবিত্র।
মন্তব্য: শিক্ষার মর্যাদা প্রতিপন্ন করার জন্য আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। তবে প্রচলিত সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার কথা এখানে অবশ্যই বলা হয়নি।
আপনারা যারা আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত শিক্ষা বিষয়ের ওপর বিভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করলাম, এখানে চেষ্টা করেছি প্রতিটি ভাব-সম্প্রসারণ সুন্দর এবং সাবলীল ভাষায় প্রকাশ করার । এতে করে আপনারা সহজেই অল্প সময়ে ভাব সম্প্রসারণ গুলো পড়াশোনার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন।
আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র চেষ্টা করে গেছি, ভালো কিছু উপহার দেয়ার জন্য। বাকিটা আপনাদের ওপর নির্ভর করছে। তাই বেশি বেশি করে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং শিক্ষা বিষয়ক তথ্য ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্য খুব অল্প সময়ে আপনারা দেখে নিতে পারবেন অথবা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন।
আমরা চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইটের শিক্ষার প্রতিটি বিষয় সর্বপ্রথমে আপডেট করে দেওয়ার। শিক্ষার ওপর প্রতিটা বিষয়ে আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। আপনারা নিজেরা এই ওয়েবসাইট ভিজিট করুন এবং অপরকে ভিজিট করার জন্য সহযোগিতা করুন।
Leave a Reply