ব্রাজিল নিয়ে ফেসবুক স্ট্যাটাস পোস্ট ক্যাপশন

ব্রাজিল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

ব্রাজিল দল ইতিমধ্যেই 2022 ফিফা বিশ্বকাপ খেলতে কাতার পৌঁছে গেছে। ২৬জনের শক্তিশালী স্কোয়াড নিয়ে তারা কাতার এসেছে বিশ্বকাপ জয়ের উদ্দেশ্যে। প্রতিবারের মতো এবারও ব্রাজিল দলের লক্ষ্য থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। ২০০২ সালে শেষবার ব্রাজিল পঞ্চম বারের মতো বিশ্বকাপ জিতেছিল। সেবার অনেক শক্তিশালী একটি দল ছিল ব্রাজিলের।

২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবার‌ কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আবারও এশিয়া মহাদেশে একটি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেহেতু শেষবার এশিয়াতেই ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল তাই এবারও তারা খুব করে চাইবে এশিয়া থেকে আরও একটি শিরোপা ঘরে তুলতে।

এবছর কাতারে ৩২ টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা নিয়মিত ফুটবল খেলা দেখেন এবং ফুটবল সম্বন্ধে খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করে জানেন যে এই ৩২ টি দল কতটা শক্তিশালী। এই ৩২ টি দলের মধ্যে ইউরোপ ও আমেরিকার বেশ কিছু শক্তিশালী দল রয়েছে যে দলগুলোতে বড় বড় ক্লাবে খেলা তারকারা রয়েছে। আগে থেকেই বুঝে উঠার উপায় নেই কোন দল বিশ্বকাপ জেতার জন্য সবচেয়ে এগিয়ে থাকবে। এর আগের বিশ্বকাপগুলোতে আমরা ইউরোপের দলগুলোর রাজত্ব দেখেছি। ল্যাটিন আমেরিকার দলগুলো সেমিফাইনাল পর্যন্ত আসতে পারলেও শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি। তাই এ বছর ল্যাটিন আমেরিকার দেশগুলো চাইবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে।

শুভ কামনা রইল প্রিয় দল ব্রাজিল✌️🇧🇷🇧🇷
আজকে দেখিয়ে দেও তোমরা কি জিনিস💪💪🇧🇷🇧🇷
শুভ কামনা সবসময় 🥰😍🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
#ব্রাজিল

২০২১ সালে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে ঘরের মাঠে হারিয়ে সেবার দীর্ঘদিন পর কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছিল তারা। কোপা জেতার পর ইউরোপ সেরা ইতালি কে হারায় তারা। ইতালি সেবার ইউরো জিতেছিল। ইউরো জিতলেও ইতালির বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। তাই ইতালিকা হারালেও আর্জেন্টিনা ইউরোপের দলগুলোর সাথে বিশ্বকাপে কেমন খেলবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এবছর ব্রাজিল কে নিয়ে অনেক বড় স্বপ্ন রয়েছে সমর্থকদের। ২০১৪ সালের স্বাগতিক দল হিসেবে তারা ভালো কিছু করতে পারেনি। ২০১৮ সালে শক্তিশালী একটি স্কোয়াড গড়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। এবছর বিশ্বকাপ জিতেই তারা পুরনো ব্যর্থতা ভুলতে চাইবে। ব্রাজিলের সমর্থক সারা বিশ্বব্যাপী রয়েছে। প্রায় প্রতিটি দেশের মানুষ ব্রাজিলের খেলা পছন্দ করে। একটা সময় ফুটবল বিশ্বে ব্রাজিল একা রাজত্ব করত। পেলে রোনালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তি ফুটবলাররা ব্রাজিলে জন্মেছিলেন। বর্তমান সময়েও ব্রাজিলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখেন। এইসব তারকারা যদি সঠিক সময় জ্বলে উঠতে পারেন তাহলে হয়তো এবছর শিরোপা নিয়েই বাড়ি ফিরতে পারবে ব্রাজিলিয়ান ফুটবলাররা।

ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডে দুজন খেলোয়াড়কে ভীষণ মিস করবে সমর্থকরা। একজন হলেন ফিরমিনো এবং অপরজন হলেন কুতিনহো। ফিরমিনো লিভারপুলের অনেক বড় একজন তারকা। ফিরমিনোর মত খেলোয়াড় স্কোয়াডের এর বাইরে থাকা সত্যিই দুঃখজনক। কুতিনহোর মতো প্রতিভাবান খেলোয়াড় কে স্কোয়াডের বাইরে দেখাটা একটা কথাই মনে করিয়ে দেয় যে ব্রাজিলের পাইপলাইন কতটা শক্তিশালী। ব্রাজিলের পাইপ লাইনে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং এরা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।

রক্ষণভাগে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম হচ্ছে থিয়াগো সিলভা। আপনারা জানলে অবাক হবেন যে থিয়াগো সিলভা এটি চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে চলেছে। থিয়াগো সিলভার সাথে রক্ষণভাগে প্রতিনিধিত্ব করবেন দানি আলভেজ। দানি আলভেজ ও থিয়াগো সিলভা ব্রাজিল দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়।

কাতার কোন ভাবেই থামছে না
একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিল ফ্যানরা

– একমাত্র দল যারা বিশ্বকাপের প্রতিটি আসর অংশগ্রহণ করেছে।
– ৫ টি বিশ্বকাপ (সর্বোচ্চ)
– ৪ টি কনফেডারেশন কাপ (সর্বোচ্চ)
– ৯ টি কোপা আমেরিকা
– ২ টি অলিম্পিক গোল্ড মেডেল
– ৩ টে পরপর বিশ্বকাপ ফাইনাল খেলা দল
– বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ
– বিশ্বকাপে সর্বাধিক জয়
– বিশ্বকাপে সর্বাধিক গোল

– ব্রাজিল মানেই আগুন 🔥😎🔥

সুন্দর মনের মানুষ গুলো সবসময় ব্রাজিল সাপোর্টার হয়!🇧🇷❤️

কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

🔥🇧🇷 দানি আলভেজ 🇧🇷🔥
~ ফুটবলে এমন কোন ট্রফি নেই যেটা তিনি জেতেননি শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া। এবার বিশ্বকাপটা ও জয় করার একটা সুযোগ এসেছে। আশা করা যায় এখানে ও‌ ভাল কিছু একটা হবে। ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ ট্রফি জয়ী খেলোয়ার তিনি 🥰

কথা একটাই ব্রাজিল 🇧🇷
দল একটাই ব্রাজিল 🇧🇷

খালি ব্রাজিল 🔥খালি ব্রাজিল 🔥খালি ব্রাজিল 🔥🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥
🤘🤟🤟🤘🤟🤘🤟

ইদানিং দেখছি আর্জেন্টিনা🇦🇷 আর ব্রাজিল🇧🇷 এই ২ দল এর সাপোর্টার রা একজন আরেক জন কে নিয়ে অনেক খুটা দিয়ে পোস্ট করছে।
আর্জেন্টিনা🇦🇷 কে সাপোর্ট করি তার মানে এই না যে ব্রাজিল🇧🇷 কে খুটা দিয়ে কথা বলবো বা পোস্ট করবো।
বা ব্রাজিল🇧🇷 কে সাপোর্ট করি তার মানে এই না যে আর্জেন্টিনা🇦🇷 কে খুটা দিয়ে কথা বলবো বা পোস্ট করবো।
আমরা আমাদের মতো থাকবো ওরা ওদের মতো থাকবে বা পোস্ট করবে ।
কিন্তু এক জন আরেক জন কে খুটা দিয়ে কথা বলবে এর এ থেকেই তো শত্রুতা বা মারা মারি শুরু হয়।
যে,যে দল সাপোর্ট করবে তার সে দল নিয়েই পোস্ট করা উচিত,অন্যকে খুটা দিয়ে না।

সবসময় ব্রাজিল, ভবিষ্যতেও ব্রাজিল
হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল💞🇧🇷

ব্রাজিল দলের আক্রমণ ভাগের নেতৃত্ব দিবেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রের সাথে থাকবেন রিচার্লিসন ও গ্যাবরিয়েল জেসুসের মত স্ট্রাইকার। এছাড়াও ভিনিসিয়াস জুনিয়র এর মত অসাধারণ স্ট্রাইকার রয়েছে ব্রাজিলের এই স্কোয়াডে। গোলবারের নিচে যে মানুষটির বিশ্বস্ত দুটি হাতের দিকে সবাই চেয়ে থাকবে তিনি হলেন আলিসন বেকার। আলিসন বেকার দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচে নিজের দক্ষতা দেখিয়ে আসছেন।। এবারও সবার বিশ্বাস আলিসন বেকার নিজের দক্ষতা দিয়ে ব্রাজিলকে রক্ষা করবেন।

মিশন হেক্সা। 💥
অফিশিয়াল ফটোশুটে টিম ব্রাজিল৷ 🔥🇧🇷

ব্রাজিল দলের সমর্থকদের জন্য আনন্দের খবর এই যে আপনারা যদি ব্রাজিল দল নিয়ে ফেসবুকে কোন ধরনের স্ট্যাটাস দিতে চান তাহলে তার সকল ক্যাপশন আমাদের আর্টিকেল থেকে সংগ্রহ করতে পারবেন। তাই এমন কার্যকরী ও উপকারী পোস্ট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমরা এমন তথ্যবহুল আর্টিকেল আপনাদের জন্য দিতে থাকব।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*