কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা ক্যাপশন

কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা ক্যাপশন

আপনারা যারা কাশফুল পছন্দ করেন এবং কাশফুলের পরিবেশে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলে এসেছেন তাদেরকে বলব যে এই ছবিগুলো আপলোড করার ক্ষেত্রে ক্যাপশন হিসেবে কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা গুলো আপলোড করতে পারেন। কাশফুলের যে সাদা অংশ রয়েছে সেটা আমাদের মনের ভেতরে অনাবিল আনন্দের সৃষ্টি করে এবং একত্রে কাশফুল ফুটে থাকে বলে সেটা দেখতে অনেক ভালো লাগে। তবে যাই হোক আপনারা যারা কাশফুল পছন্দ করেন এবং কাশফুল এর পরিবেশ বেড়াতে গিয়ে সেখানে সুন্দর সুন্দর ছবি তুলে এসেছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটের আয়োজন হলো কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা। কবিতা মানে সুন্দর এবং কবিতা যদি আমরা পরী তাহলে আমাদের মনের বিভিন্ন ধরনের বিকাশ ঘটে থাকে বলে আজকের এই পোষ্টের মাধ্যমে কাজ করলে রোমান্টিক কবিতা প্রদান করা হলো। আপনারা শুধু আমাদের ওয়েবসাইটের এই পোস্টের নিচের দিকে গিয়ে কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা গুলো পড়বেন এবং চাইলে সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারেন।

সাধারণত আমরা যখন কোন কবিতা পড়ি তখন সেই কবিতা আমাদের মনের ভেতরে আনন্দের খোরাক জোগাতে সাহায্য করে। তাছাড়া কবিতার অর্থ উপলব্ধি যখন আমরা করতে পারব তখন বুঝতে পারব সাহিত্যের একটি আদি নিদর্শন আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং সেটা পড়ে আমাদের অনেক ভালো লাগবে। আর বিশেষ করে যখন কাশফুল নিয়ে কোন রোমান্টিক কবিতা পড়বো তখন সেটা সকলের কাছেই ভালো লাগবে। কারণ গন্ধহীন এই কাশফুল দেখলেই আমাদের অনেক ভালো লাগে এবং কাশফুল যখন একসাথে একত্রে অনেক জায়গা জুড়ে ফুটে থাকে তখন আমাদের দেখতে সেটা অনেক ভালো লেগে থাকে বলে আমরা সেখানে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকে।

তাই আপনি যখন কাশফুল দেখবেন অথবা কাশফুল ফুটেছে এমন কোন জায়গায় বেড়াতে যাবেন তখন সেখানে ছবি তোলাটা স্বাভাবিক। সাধারণত যারা কাশফুলের ক্যাপশন ব্যবহার করছে এবং একই রকমের ব্যবহার করার কারণে আপনার ভেতরে বিরক্তি চলে এসেছে তখন আপনি একটু আলাদাভাবে কাশফুলওয়ালা ছবি আপলোড করতে পারেন নতুন কোন ক্যাপশনে। আর এই ক্ষেত্রে আপনাকে বলব যে ক্যাপশন নির্বাচন করার ব্যাপারে আপনাকে একটু চিন্তাশীল হতে হবে এবং আপনি যখন ক্যাপশন প্রদান করবেন তখন কাশফুল নিয়ে কোন রোমান্টিক কবিতা যদি আপলোড করতে পারেন তাহলে সবচাইতে ভালো হবে। ছবি আপলোড করার জন্য যারা ক্যাপশন খুঁজে পান না তারা আমাদের ওয়েবসাইট থেকে কাজ ফুল নিয়ে রোমান্টিক সকল কবিতার ক্যাপশন জুড়ে দিতে পারলে সেই ছবিটা মাধুর্যপূর্ণ হবে।

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

 

  • নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা, তোমায় দেখতে নেই কো আমার কোনো বাধা।
  •  হে কাশফুল তোমার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। তুমি কি বলতে পারো এত সৌন্দর্য তুমি পেয়েছো কোথায়?
  •  
  •  কাশ ফুলের সুগন্ধে আমি মেতে রই, আমায় বলো তুমি এত সুগন্ধ পেলে কই?
  •  কাশফুল হচ্ছে মেয়েদের ব্যবহৃত গহনার মত। যে গহনা পরে নদীর দুধার সৌন্দর্যে পরিপূর্ণ হয়।
  •  
  •  তুমি হয়তো অসংখ্য সুন্দর্য্যে পরিপূর্ণ ফুল দেখেছো। তবে মন কেড়ে নিতে কাশফুল অন্যতম।
  •  
  • প্রেম নিবেদন করতে গোলাপ ফুল ব্যবহৃত হয়। কিন্তু প্রেমে পড়তে কাশফুলের প্রয়োজন হয়।
  • একমাত্র কাশফুল তার প্রেমে পর্তে তোমাকে বাধ্য করবেই।
  • কাশফুলের মাঝে আমরা দুজন হারিয়ে যেতে চাই। আর বলতে চাই তুমি আমার, আমি তোমার পার করব এই যুগ।
  •  
  •  একমাত্র কাশফুল তার প্রেমে পড়তে আমাকে বারবার বাধ্য করে। কেননা তাঁর সৌন্দর্যে আমি বিমোহিত।
  • নীল আকাশে সাদা মেঘের মাঝে কাশফুল যেন প্রকৃতির অপরূপ সুন্দর্য্যে পরিপূর্ণ করে তোলে

তাছাড়া আপনারা যখন কাশফুলের বাগানে বেড়াতে যাবেন তখন সেখানকার পরিবেশ দেখে ভালো লাগবে বলে হয়তো আপনার কোন কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করবে। তাই কাশফুল পেছনে রেখে আপনারা যদি কোন কারণেই তা আবৃত্তি করতে চান তাহলে কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা গুলো আবৃত্তি করতে পারেন। যেহেতু আলাদাভাবে রোমান্টিক কবিতাগুলো খুঁজে পাওয়াটা মুশকিল সেহেতু আপনাদের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে কাশফুল নিয়ে রোমান্টিক কবিতাগুলো সংগ্রহ করেছি এবং এই পোষ্টের মাধ্যমে তা প্রদান করতে চলেছি। তাই আপনি যখন কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তখন বলব যে এখান থেকে আপনারা তা সংগ্রহ করে নিয়ে আপনারা ব্যক্তিগত প্রয়োজনে অথবা বিভিন্ন ছবির ক্যাপশনে ব্যবহার করতে পারেন।

কাশফুল নিয়ে ক্যাপশন

  1.  কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়_ তাহলে আর কখনো ছেরে যাব না তোমায় ।
  2.  কাশফুল হলো পৃথিবীর গহনা_ সে গহনা কে পরিধান করেই এই পৃথিবী এত সুন্দর।
  3. নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।
  4.  কাশফুল কে ভালোবেসে একবার কাছে টেনে নাও। দেখবে তোমার সব দুঃখ-কষ্ট এক নিমেষেই পুড়ে ছাই ।
  5.  কাশ ফুল মানে শরতের একটি সুন্দর কাল ।
  6.  কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আমার আড়ি।
  7.  কাশফুল প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার ।
  8.  ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।
  9. কাশফুল মানেই শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা ।
  10.  ওগো,! তোমার ছোঁয়া পেলে কাশফুল যেন নতুন রূপে সজ্জিত হয় ।
  11.  কাশফুলেদের যত্নে স্নেহে বেড়ে তুলি। তোমায় ছুঁবে বলে তারা মহানন্দে বেড়ে ওঠে।
  12.  কাশফুলের এই শুভ্রতা দিগ্বিদিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা দুঃখ যত, ঘুঁচে যাক, মুক্তি পাক।
  13.  প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
  14. কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।

কাশফুল নিয়ে প্রেমের কবিতা

  1. ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখবো _
  2. তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লিখব।
  3. তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে_
  4. ভেবেছিলাম কদিন আরো যাবে তোমার ফুটতে।
  5. সবে তো এই বর্ষা গেল শরৎ এলো মাত্র_
  6. এরই মধ্যে শুভ্রর কাশে ভরলো তোমার গাত্র।
  7. ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড় টাই_
  8. হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধার টাই।
  9. আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে শুয়ে_
  10. দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।
  11. কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে_
  12. সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে।
  13. উচ্চ দোলা পাখির মতো কাশবনে এক কন্যে_
  14. তুলছে কাশ এর ময়ূর চূড়া কালো খোপার জন্য।
  15. শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে_
  16. কাশবনের ওই আড়াল থেকে নাচসে দুলে দুলে।
  17. প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে_
  18. তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে।
  19. ইচ্ছে করে ডেকে বলি, “ওগো কাশের মেয়ে_
  20. আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে।
  21. তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ_
  22. তাইতো আমি এই শহরে তোমার কৃত দাস।

তাছাড়া যে কোনো ধরনের কবিতা শিখে রাখলে মন ভালো করার জন্য অথবা কারো সামনে আবৃতি করার মধ্য দিয়ে তাকে খুশি করতে পারেন। কাশফুলের কোন একটা স্থানে বেড়াতে গিয়েছেন এবং সেখানকার বেড়ানোর পরে যখন কারো সামনে বর্ণনা প্রদান করবেন তখন সেখানে রোমান্টিক কোন কাশফুলের কবিতা আবৃত্তি করতে পারলে আপনার আলোচনা এবং বক্তৃতা সবচাইতে ভালো হবে। তাই আমরা সকল দিক বিবেচনা করে এবং সকল ধরনের ভিজিটরদের চাহিদার উপরে নির্ভর করে কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা গুলো সংগ্রহ করেছে এবং আমাদের ওয়েবসাইটে তা আপলোড করেছি। আপনারা শুধু আমাদের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে নিবেন এবং ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবেন।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*