কৃষি প্রধান বাংলাদেশের ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শস্য এবং বলতে গেলে বাংলাদেশে কৃষি প্রাণ হচ্ছে এই ধান। ধান থেকে উৎপাদন হওয়া চাল এবং চাল থেকে রান্না করা ভাত আমাদের প্রধান খাদ্য এবং এমন বহু বাঙ্গালী খুজে পাওয়া যাবে যারা একটি দিন ভাত না খেতে পারলে পাগল হয়ে যাবে।
এত প্রিয় খাবারের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধান এবং সেই ধান যারা চাষ করে তারা আমাদের প্রাণের চাষী মাটির চাষী। আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমানে ধানের বিভিন্ন ধরনের রোগের বিপরীতে আপনারা কোন কোন ভিটামিন এবং কোন কোন ঔষধ দিতে পারবেন। তাহলে চলুন জানার চেষ্টা করি ধানের বিভিন্ন ধরনের রোগে কোন কোন ভিটামিন এবং কোন কোন কীটনাশক দিতে হবে।
ধানের ব্লাস্ট রোগের ঔষধ
বর্তমানে ধানের সবথেকে বড় যে রোগ সেটা হচ্ছে ব্লাস্ট রোগ এবং এই জাতীয় রোগ এর ফলে ধানের অনেক বেশি ক্ষতি হয়ে থাকে। বাংলাদেশের বড় বড় কোম্পানি এই রোগ প্রতিরোধে বহু ঔষধ বাজারে বের করেছে। অ্যাজক্সিটবিন এর সঙ্গে তাই আজলস ও অথবা ইষ্টবিলিওরিন্স জাতীয় শতকনাশক বীজতলায় কুশি পর্যায়ে এবং থোর আসার সময় স্প্রে করে ধানের ব্লাস্ট রোগ দমন করা যায়। এই ধরনের ঔষধ আপনি যেকোন বড় বড় কোম্পানির কাছে পেয়ে যাবেন তবে অবশ্যই ভালো মানের কোম্পানিগুলোর ঔষধ ব্যবহার করা সবথেকে ভালো।
ধানের শীষ সাদা রোগের ঔষধ
স্বপ্নের ফসল ধানের শীষ যখন বের হয় তখন সত্যি কৃষকের হাসি ফুটে ওঠে। তার কারণ হলো এই শিসেই ধান তৈরি হয় এবং সেই শিষে যদি কোন ধরনের রোগ হয় তাহলে দুশ্চিন্তার শেষ থাকে না। বর্তমানে দেখা যাচ্ছে যে ধানের শীষে সাদা রোগ ধরা দিচ্ছে এবং সেই রোগ থেকে উদ্ধার হওয়ার জন্য অবশ্যই কি প্রতিকার রয়েছে সেটা আপনাকে জানতে হবে। ধানের শীষে সাদা রোগ অবশ্যই একটি সমস্যার কারণ এর প্রধান সমস্যা হচ্ছে তাপমাত্রার বিরূপ প্রভাব এর ফলে ধানের শীষ সাদা হয়ে যেতে পারে। এছাড়াও ছত্রারজনিত কারণেও ধানের শীষ সাদা হয়ে যেতে পারে।
এর জন্য অবশ্যই আপনারা ছত্রাক জনিত কারণে যে ওষুধ ব্যবহার করেন সেগুলো ব্যবহার করতে পারেন এবং বইটি তাপমাত্রাও ধান ক্ষেতের ছত্রাকের কারণে ধান ছিটানো সম্ভব না দেখা দিলে আপনারা ছত্রাক নাশক স্প্রে নিয়মিত করতে পারেন যার কারণে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবেন। এছাড়াও মাজরা পোকার আক্রমণ দমনে আপনি এই প্রকার যে বিষগুলো রয়েছে সেগুলো দিতে পারেন।
ধানের রোগ প্রতিরোধে করণীয়
www.google.com এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ধানের রোগ প্রতিরোধের সকল তথ্য পেয়ে যাবেন। এখন আমরা আপনাদের কিছু রোগ সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং এই রোগগুলো থেকে মুক্তির জন্য কি প্রতিরোধ আপনি গড়ে তুলতে পারেন সেগুলো জানানোর চেষ্টা করব।
ধানের খোল পচা রোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য। এই রোগটি সাধারণত শ্যাডো ক্লোরোডিয়াম ও রাইজি নামক ছত্রাক থেকে হয়ে থাকে। এটা সাধারনত বীজ বাহিত একটি রোগ এবং বীজের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। এ রোগ থেকে বাঁচতে হলে সবার প্রথমে আপনাকে সুস্থ বিষ ব্যবহার করতে হবে এবং কার্বন-ডাজিন অথবা কার্বক্সিন প্লাস সিরাম প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে। জমির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হবে।
ধানের খোল পড়া রোগ অত্যন্ত ক্ষতিকারক রোগ এবং রায়যুক্তোনিয়া সোলানি নামক ছত্রাক থেকে এ রোগ হয়ে থাকে। এই রোগের প্রতিকারে আপনাকে সহনশীল জাত ব্যবহার করতে হবে এবং সঠিক দুরুতে চারা রোপন করতে হবে। এবং আক্রান্ত জমির খরকুটো জমিতে পুড়িয়ে ফেলতে হবে এবং সুষম সারের ব্যবহার ও অতিরিক্ত ইউরিয়াসার ব্যবহার পরিহার করতে হবে। এইভাবে ধানের এই ধরনের রোগ থেকে আপনারা সহজে মুক্তি পেতে পারেন এবং বেশি জানতে আমাদের দেখানো লিংক ব্যবহার করুন।
Leave a Reply