১. মা দুর্গার আগমনের সাথে সবার দুঃখ,কষ্ট দূর হয়ে যাক।শান্তির বার্তা নিয়ে আসুক প্রতি ঘরে ঘরে, সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা।
২. চারিদিকে শুভ্র কাশফুলের মেলা, শিউলি ফুল ফুটেছে গাছে গাছে,শরতের আগমন এ সবকিছু যেনো দুর্গা মায়ের আগমনী জানান দেয়। মায়ের আগমনে প্রকৃতিও যেনো উৎসবে মেতে উঠেছে, সবাইকে জানাই শুভ শারদীয় ।
৩. আশ্বীন মাসে মা এসেছে,বরণ করো সবাই।ঢাকের তালে মন নেচেছে, ছোট বড় সবাই মিলে আজ উৎসবে মেতেছে। শুভ শারদীয়।
৪. ঢাকের গুড়গুড় আওয়াজ, শিউলি ফুলের গন্ধ, চারিদিকে লাল পদ্ম আর সম্পূর্ণ ভক্তি দিয়ে দুর্গা মাকে বরণ করবো। মায়ের আগমনে পৃথিবীর সকল জঞ্জাল যেন দূর হয়ে যায়,হ্যাপি দুর্গা পূজা।
৫. শুভ শারদীয় দুর্গোৎসব, মায়ের আগমনের সাথে সাথে সবার জীবন নতুনে ভরে উঠুক।সবাই উৎসবে মেতে উঠি, আশ্বিনের এই শরৎ প্রাতে বরণ করি মা দুর্গা দেবী অন্নপূর্ণা কে।
৬. অন্ঞ্জলী, খাওয়া-দাওয়া, ঘুরোঘুরি, আনন্দ,উৎসবে কেটে যাক পূজার দিনগুলো। পূজার দিনে মা দর্গার প্রতিমা দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরার মজাই আলাদা, দুর্গাপূজার দিনগুলো সবার আনন্দে কাটুক। সবাইকে শুভ শারদীয়া।
৭. মা দুর্গার আশীর্বাদে সবার জীবন সাফল্যে ভরে উঠুক, মহিষাসুরমর্দিনী রূপে পৃথিবীর সকল অসুরকে বধ করে পৃথিবীকে আবার বাসযোগ্য করে তুলুক। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।
৮. নীল আকাশের মেঘের খেলা, হিমশীতল বাতাস, শিউলি ফুলের সুগন্ধ মায়ের আগমনী বার্তা জানান দেয়। দুর্গা মায়ের আশীর্বাদে ভরে উঠুক আমাদের এই পৃথিবী। সবার মাঝে শান্তি ফিরে আসুক, হ্যাপি দুর্গাপূজা।
৯. ঢাকির ঢাকে কাঠি পরেছে, কুমোরের রং তুলির কাজ শেষ হয়েছে,এবার সবার প্রতিমা দেখার পালা। মায়ের ত্রিশূলে অসুর বধ হোক, পৃথিবীর শান্তি ফিরে আসুক। সবার জীবন দেবী দুর্গার আশীর্বাদে ভরে উঠুক,সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
১০. ষষ্ঠীর নতুন আমেজ, সপ্তমীর খাওয়া-দাওয়া, অষ্টমীর অঞ্জলি আর দশমীতে মায়ের বিদায়ের পালা। মায়ের আগমনে পৃথিবীর সকল অপশক্তি দূর হয়ে যাক, শুভশক্তির বারবার জয় হোক। সবাইকে শুভ বিজয়া।
Leave a Reply