ঈদের শুভেচ্ছা মেসেজ, ঈদ মোবারক SMS (এসএমএস), Message (ম্যাসেজ) ২০২৪ ডাউনলোড

ঈদের শুভেচ্ছা মেসেজ, ঈদ মোবারক SMS (এসএমএস), Message (ম্যাসেজ) 2021 ডাউনলোড

মুসলিমদের জীবনে একটি উল্লেখযোগ্য এবং বিশেষ দিন হচ্ছে ঈদের দিন। একজন মুসলিমের জীবনে দুইটি ঈদ আসে। সে দুইটি ঈদ হল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। যে কোন ঈদেই হোক না কেন, এই দিন দুটিকে মুসলিমরা খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

একে অন্যের সঙ্গে কোলাকুলি কর অতীতের যত দুঃখ ভারাক্রান্ত স্মৃতি থাকুক না কেন, সকল কিছু ভুলে গিয়ে সবাই আবার একত্রিত হয়। সকলের ভেতরে ঐক্য গড়ে ওঠে। সকলের ভেতরে সম্প্রীতি গড়ে ওঠে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনাকে ঈদ পালন করতে হয়।

আপনি লক্ষ্য করবেন যে, আপনার আশেপাশের অনেক মানুষজন আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। আপনার ফোনের এসএমএস এ হোক অথবা অনলাইনের ইনবক্সে হোক। আপনি বিভিন্ন ধরনের এসএমএস এবং মেসেজ পাচ্ছেন, অবশ্যই তা ঈদের শুভেচ্ছা সম্পর্কিত। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছে ঈদের দিন ভাল কাটুক, সেই কামনা করছে।

Eid Mubarak ২০২৪ Wishes, SMS, Pictures, Photo

ঈদের শুভেচ্ছা মেসেজ, ঈদ মোবারক SMS (এসএমএস), Message (ম্যাসেজ) ২০২৪ ডাউনলোড

তাহলে বন্ধুরা আপনারা কেন থেমে থাকবেন? আপনারা তো তাদেরকে সৌজন্যতাবোধ থেকে উত্তর দিতে পারেন। তাদের কেউ আপনি মেসেজ এবং এসএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন তাদের দিনটি ভালো কাটুক। সে মনে করতে পারেন। তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে এসে ভালো করেছেন।

কারণ আমাদের ওয়েবসাইটে ঈদের এসএমএস এবং মেসেজ দিয়ে দেওয়া আছে। এগুলো আপনারা এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন নিচে যায় এবং সেখান থেকে ঈদের মেসেজ এবং এসএমএস ডাউনলোড করে নিন।

ঈদের শুভেচ্ছা মেসেজ

১. আমার পক্ষ থেকে তোমাকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার দাবার ও অনেক ঘোরাঘুরি। তবে শুধু এসব করলেই চলবে না। তোমার আশে পাশের গরিব-দুঃখী ও ও অভাবি মানুষ দের খোঁজখবর নিয়ে তাদের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে ও রাজ্যের হাত বাড়িয়ে দিতে হবে তবেই না প্রকৃত ঈদের আনন্দ আমরা পেতে পারি।

ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস  ঈদ মোবারক স্ট্যাটাস  ফেসবুক পোস্ট, ক্যাপশন

ঈদ মোবারক  শুভেচ্ছা বার্তা, ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, পোস্টার, কার্ড ডাউনলোড

২. মুসলিম উম্মাহর জন্য ঈদ একটি অনেক বড় আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে এসে উপস্থিত হয় পবিত্র ঈদুল ফিতর। মহান আল্লাহর তরফ থেকে এটি একটি অনেক বড় নিয়ামত। এ নিয়ামত ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য। তাই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে হবে আমাদের। আজ আমার পক্ষ থেকে তোমাকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

৩. ঐদেখা যায় ঈদের চাঁদ, শেষ হলো মাহে রমজান। এই মহান মাসটি আমাদের মাঝে এসে আবার চলেও গেল। কিন্তু আমাদের ত্যাগ, সংযম ও নৈতিকতার শিক্ষা দিয়ে গেল। মাস না থাকলে আমরা গরিব দুঃখীদের ক্ষুধার কষ্ট বুঝতেই পারতাম না। চলো ঈদের দিন টিকে ছোট-বড় সবার সাথে উদযাপন করি এবং গরিব-দুঃখীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সামাজিক বৈষম্য দূর করি। ঈদ মোবারক।

৪. প্রিয় বন্ধু রাত পোহালেই ঈদের দিন শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে আর নতুন চাঁদ আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। আজকে শুধু আমাদের নয় সারা পৃথিবীর মুসলিম উম্মাহর একটি অনেক বড় আনন্দ উৎসবের দিন। চলো আজকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে এ-আনন্দের দিনটি পালন করি এবং সবার মাঝে ঈদের আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেই। ঈদ মোবারক।

৫. প্রিয় কাছের মানুষ আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই তোমাকে। ঈদের নতুন চাঁদ দেখা গেছে সেই সাথে অনেক আনন্দ ও খুশি লাগছে যে আগামীকাল ঈদ তুমি ও তোমার পরিবার সবাই মিলে অনেক আনন্দে ঈদের দিন পালন করো এবং সবাইকে নিয়ে অনেক খুশি ও আনন্দে থাকো।

ঈদ মোবারক sms

আপনি একজন মুসলিম হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠেছে আপনার অনেক বন্ধু-বান্ধব আছে অর্থাৎ আপনি একটি বড়সড় পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। আপনার বন্ধু বান্ধবেরা আপনাকে ঈদ মোবারক এর এসএমএস পাঠাচ্ছে। আপনিও তাদেরকে ঈদ মোবারক এসএমএস পাঠান।

ঈদ মোবারক  পিকচার ঈদের পিক, ফটো, ছবি ২০২৪ ডাউনলোড

ঈদ মোবারক ২০২৪ শুভেচ্ছা, পিকচার, SMS, স্ট্যাটাস

আপনার বন্ধুকে এসএমএস পাঠিয়েছে। আপনি তাকে হয়তো সেই এসএমএস পাঠাতে পারবেন না। আপনি তাকে ভিন্নধর্মী কোন এসএমএস পাঠাতে পারবেন। অবশ্যই তা ঈদের মোবারক সম্পর্কিত। বন্ধুরা আপনারা যারা লিখতে পারছেন না, ঈদ মোবারক সম্পর্কিত এসএমএস, তারা আমাদের ওয়েবসাইটের সহায়তা গ্রহণ করতে পারেন।

  1. Valobasar Sukher Nire Tomar Hok Bosobas.

Shopno Gulo Sorti Hoye Jak Baro Mas.

Icche Gulo Dana Meluk Projaprotir Moto Muche Jak Jibone Dukkho Ache Joto.

Ei Kamonay Eid Mubarak.

2.

আকাশের বুকে চাঁদ উঠেছে

সেজেছে নগরী সড়ক

সবার আগে জানাই তোমায়

পবিত্র ঈদ মোবরক

চারিদিকে আজ খুশির জোয়ার

হৃদয় মিলে হবে একাকার।

***** ঈদ মোবারাক ****

3. Meghla Akash Meghla Din, Eider Baki 15 din,

Ashbe Shobar Kusir Din,

Goru Sagol Kine Nin,

Notun Jama Notun Sari,
Daowat Roylo Amar Bari.

………Eid Mubarak……..

4. কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।

5. May the blessings of Allah fill your life with happiness and open all the doors of success now and always. Eid Mubarok

আমাদের ওয়েবসাইটে ঈদ মোবারক এসএমএস দিয়ে দেওয়া আছে। আপনারা সেগুলো আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারবেন। আপনারা আমাদের এখানে ঈদ মোবারক এসএমএস সুন্দর সুন্দর ভাষায় লেখা আছে। আপনারা সেগুলো কপি করে নিয়ে আপনাদের প্রয়োজনীয় মানুষদেরকে পাঠিয়ে দিতে পারেন।

ইসলামিক ঈদ এসএমএস

ঈদ মুসলমানদের একটি ইসলামিক ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবের জন্য মুসলমানরা দুইভাবে পালন করে থাকে। ঈদুল ফিতর এর জন্য একমাস সিয়াম সাধনা করা লাগে। আর ঈদুল আযহার জন্য জীবনের প্রিয় বস্তুকে ত্যাগ করা লাগে। সকল কিছুই ইসলামিক পরিমণ্ডলে সম্পন্ন হয়ে থাকে।

আপনি যেহেতু একজন মুসলিম মানুষ, তাই বন্ধুদের ইসলামিক এসএমএস দিতে পারেন। ইসলামের সাথে সম্পর্কিত কথাবাত্রা লিখে পাঠাতে পারেন। হয়তো আপনি এ সম্পর্কিত কথাবার্তা নিজের থেকে লিখতে পারছেন না। সে ক্ষেত্রে আপনি চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে ইসলামিক এসএমএস পাঠাবো।

যা বন্ধুদের মনে ইসলামের আলো নিয়ে আসবে। তাহলে কোন সমস্যা নেই। কারণ আমাদের ওয়েবসাইটে ইসলামিক এসএমএস দিয়ে দেওয়া আছে আপনারা এগুলো নিচে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যাদেরকে ইসলামের আলোয় আলোকিত করতে চান, তাদেরকে ইসলামিক এসএমএস পাঠিয়ে দিতে পারেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

ঈদ মানেই সকল কিছুর মধ্যে হাসি আনন্দ খুঁজে পাওয়া, ঈদের দিনে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করাম আপনি হয়তো অনেক বন্ধু-বান্ধবদের মধ্যে বেড়ে উঠেছেন। আপনি একটি পরিবেশে বেড়ে উঠেছেন যে পরিবেশ খুবই সুশীল। আপনাকে আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

বর্তমানে অনলাইনের যুগে আপনারাও তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন তা দেরকে অল্প শব্দে সুন্দর করে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠিয়ে দিতে পারেন। সে ক্ষেত্রে আপনারা কোনো কার্পণ্য করবেন না। কারণ আমাদের ওয়েবসাইটে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা দিয়ে দেওয়া আছে। আপনার এখনও এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নেবেন।

আপনাদের বন্ধুবান্ধব যারা আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে, তাদেরকে পাঠিয়ে দিবেন। আর যারা আপনাকে শুভেচ্ছা এখনো পাঠাইনি, তাদেরকেও পাঠিয়ে দিবেন। এতে করে একে অন্যের মধ্যে সম্প্রতি গড়ে উঠবে মসম্পর্কটা আরো দৃঢ় হবে। সকলের ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এই কামনা করি। ঈদ মোবারক।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*