
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে সকল দুঃখ-কষ্ট ভূলে গিযে ধনী-গরিব নির্বিশেষে আনন্দে মাখামাখি। মুসলিম জাতির কাছে ঈদের দিনটি একটি বিশেষ দিন। প্রতি বছর মুসলমানেরা দুইটি ঈদের দিন পালন করে। এই ঈদের দিনে সকলে বিভিন্ন রকম আনন্দ -উৎসব পালন করে৷ ছোট-বড় সকলে বিভিন্ন ভাবে আনন্দ করে, মজা করে।
অনেক সময় দেখা যায় অনেকে ঈদের দিন নিয়ে বিভিন্ন কথা সার্চ করে। আপনি কি ঈদ নিয়ে বিভিন্ন কথা খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আর আজকের পোস্টটি আপনার জন্য উপকারি হতে পারে। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে ঈদ নিযে বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে। আশা করি এই পোস্টের সাহায্যে আপনি উপকৃত হবেন।
ঈদের দিন কোন সাধারণ দিন নয়। মুসলমান জাতির কাছে ঈদের দিন মানে একটি বিশেষ দিন। এই দিনকে কেন্দ্র করে মানুষের আনন্দের শেষ নেই। এই দিনে সবাই হাতে মেহেদি দিয়ে নিজেদের হাতকে রঙিনভাবে সাজিয়ে তুলতে পছন্দ করে। ছোট-বড় সকলে বিভিন্ন রকম আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে নিজেদের হাত ভরিযে তুলে। আবার অনেক সময় দেখা যায় অনেকে তাদের পায়েও বিভিন্ন রকম মেহেদিন ডিজাইন দিয়ে রাঙিয়ে তোলে। কেননা মেহেদি লাগানোর মাধ্যমে হাতকে আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখায়। আর সুন্দর রঙিন হাত কে না পছন্দ করে!
ঈদের দিন সবাই নতুন জামা পরিধান করে৷ এই দিনকে কেন্দ্র করে মানুষ বিবিন্ন ডিজাইনের জামা তৈরি করে। আর এই দিনে সুন্দর সুন্দর ডিজাইনের জামা পরিধানের মাধ্যমে নিজেদেরকে আরো সুন্দরভাবে সাজিযে তুলতে সবাই পছন্দ করে৷ মেযেরা কামিজ, থ্রি পিচ, লেহেঙ্গা, ফ্রক, গোল জামা বিভিন্ন ডিজাইনে তৈরি করে। আবার অনেকে বিভিন্ন রঙের শাড়ি পড়তে পছন্দ করে। ছেলেরা সাধারনত ঈদের দিনে পাজামা-পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করতে যায়।
আর বাড়ির মেযেরা বিশেষত মায়েরা ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে রান্নার কাজ শুরু করে দেয়। বেশিরভাগই ঈদের দিন সকালে মিষ্টি জাতীয় বিবিন্ন খাবার তৈরি করা হয়। বিশেষত সেমাই রান্না করা হয় ঈদের দিন সকালে। আর বাড়ির সবাই ঈদের দিন সকালে মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ আদায় করতে যায়। নামাজে গিয়ে একে অপরের জন্য দোয়া করে। ধণী-গরিব নির্বিশেষে সকালেই একসাথে নামাজ আদায় করে ভ্রাতৃত্বেন বন্ধনে আবদ্ধ হয়।
এই দিনটাতে সারাদিনই চলে বিভিন্ন আনন্দ -উৎসব। সবার বাড়িতেই বিভিন্ন আত্মীয়-স্বজনরা বেড়াতে আসে। পরিবারের সকলে মিলে মজার মজার খাবার খাওয়া হয়। একে -অপরের সাথে প্রাণ খুঁলে আড্ডা দেওযা হয়। জীবনের আনন্দময় মুহুর্তগুলো সবাই মিলে একসাথে কাটানো হয় ঈদের দিনগুলোতে। আর এই দিনে বাচ্চাদের আনন্দের তো কোন শেষ থাকে না। তারা বড়দের নিকট থেকে সালামি আদায় করতে ব্যস্ত হযে পড়ে। বিশেষত ছোটরা পুরা বাড়িকেই আনন্দে মাতিয়ে রাখে ঈদের দিনগুলোতে।
আবার অনেক সময় দেখা যায় ঈদের দিনে অনেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। নিজেদের পছন্দের জায়গুলোতে অনেকে ঘুরতে যায় বন্ধুদের সঙ্গে নিয়ে। সারাদিন হই-হুল্লোর করে মজা করে বন্ধুদের সাথে। অনেকে আবার পুরো পরিবার নিয়ে বিবিন্ন জায়গায় ঘুরতে যায় এই দিনে। পুরো পরিবার ঈদের দিনকে কেন্দ্র করে বিভিন্ন পছন্দের জনয়গায় ঘুরতে যায়। অনেকে আবার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে বিবিন্ন জায়গায় ঘুরতে যায়, আনন্দ করে।
ঈদ মানে আসলেই আনন্দ। এই দিনে সকলেই আনন্দে মেতে উঠে। সারাদিন বিভিন্ন আনন্দ-উৎসবের মাধ্যমে পালন করে এই দিনটি। সব দুঃখ-কষ্ট ভুলে ধণী-গরিব নির্বিশেষে সবাই একে অপরের সুখ-দুঃখ ভাগাবাগি করে নেই এই দিনে। তাই প্রতিটা মুসলমান জাতির জীবনে ঈদের দিনটার গুরুত্ব অপরিসীম। ঈদের দিনটা সবার সুন্দর কাটুক। পরিবারের সবার সাথে ঈদের দিনগুলো অনেক আনন্দে কাটুক সবারই এই কামনায আজকের পোস্টটি এখানেই শেষ করছি।
Leave a Reply