প্রিয় পাঠক ও পাঠিকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই ঈদে আপনি কি নিজেকে অন্যরকম ভাবে মেহেদির রঙে রাঙিয়ে তুলতে চাচ্ছেন? নতুন আর ইউনিক ডিজাইনে নিজের হাতকে ভরিয়ে তুলতে সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আর এই পোস্টটি আপনার জন্যই। আপনাদের মনের মতো করে নতুন নতুন আর আকর্ষনীয় ডিজাইনে পরিপাটি করে আজকের পোস্টটি সাজানো হয়েছে।
এই ঈদে আপনি নিজেকে আরো সুন্দরভাবে সাজাতে আপনাদের কালেকশন থেকে আপনার পছন্দমতো ডিজাইন সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন অতি সহজেই। আর এভাবে আপনার হাত, পা রাঙিয়ে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন।
মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে মেহেদি লাগাতে পছন্দ করে। তবে বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও বিভিন্ন ডিজাইনের মেহেদি লাগানো পছন্দ করে থাকে। ছেলে – মেয়ে উভয়েই আমাদের এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন। আর এভাবে মেহেদি লাগিয়ে সবার মন আকর্ষন করতে পারবেন সহজেই। তাই এই ঈদে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে, নিজেকে আরো স্মার্ট দেখাতে আপনার হাতগুলো রাঙিয়ে তুলুন স্টাইলিস মেয়েদি ডিজাইনের মাধ্যমে।
শুধু ছেলে- মেয়ে নয়, বাচ্চারাও মেয়েদি লাগাতে পছন্দ করে। বলা যায় মেহেদির রঙে নিনেকে রাঙিয়ে বাচ্চারা খুবই আনন্দ পায়। ঈদের দিনে নতুন নতুন পোশাকের সাজের সাথে নতুন নতুন ডিজাইনে মেহেদি লাগালে বাচ্চাদের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পায়। বাচ্চাদের মন ভালো রাখতে তাদের হাতে মেহেদি লাগিয়ে দেওয়া দরকার। কেননা তারা রঙিন হাত দেখে অনেক বেশি খুশি হয়৷ তাই আপনার পরিবারের ছোটদের হাত ইউনিক ডিজাইনে রাঙিয়ে দিতে আমাদের ডিজাইনগুলো খুব সহজে ডাউনলোড করে সংগ্রহে রাখতে পারেন। তবে খুবই ছোট বাচ্চাদের হাতে মেহেদি লাগানোর সময় সতর্ক থাকতে হবে। কারণ তাদের ত্বক অনেক সেনসেটিভ থাকে।
সাধারণত বিভিন্ন উৎসব – অনুষ্ঠানে মানুষ মেহেদি দিয়ে নিজের হাত রাঙাতে পছন্দ করে। আর তা যদি হয় ঈদের মতো খুশির দিন, তাহলে তো কথায় নেই। মেহেদি তো লাগাতেই হবে। মেহেদির রঙের মতো করে নিজেদে খুশিকেও ভাগাভাগি করে নিতে নিজের হাতকে সাজাতে হবে বাহারি ডিজাইনে। অনেকে মনে করে ঈদে মেহেদি না লাগালে ঈদের আনন্দটায় থাকেনা৷ বাচ্চারা তো এটা আরো বেশি মনে করে। ঈদের সময় যেন সবার হাতে মেহেদি লাগানোর ধুম পড়ে। চারেদিকে সবাই মেহেদি ডিজাইন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে৷ আর ঈদের সময় সবাই চাই নিজের হাতটা একটু অন্যরকম ভাবে সাজাতে।
বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মেহেদির ডিজাইন দিয়ে নিজের হাত রাঙায়। কেউ হালকা ডিজাইন পছন্দ করে, কেউ ভারি ডিজাইন। কেউবা আবার ইউনিক ডিজাইন খুঁজে। তাই তাদের সবার কথা মাথায় রেখেই আজকের পোস্টে রাখা হয়েছে বিভিন্ন রকম সুন্দর, আকর্ষণীয়, নতুন আর ইউনিক ডিজাইনে। আশা করি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে। আর এই ঈদের আমেজে অন্যরকমভাবে নিজেদের সাজিয়ে তোলার পাশাপাশি মেহির ডিজাইনটাও অন্যরকম হওয়া চাই।
আবার অনেক সময় দেখা যায় বাসার বয়স্ক সদস্যরাও তাদের হাতে বিভিন্নরকম ডিজাইনে মেহেদি লাগাতে পছন্দ করে। আর তাদের হাত রাঙাতেও আজকের ডিজাইনগুলো সহায়ক হবে বলে আশা করি। তাই আর দেরি না করে এই ঈদের খুশিতে পরিবারের বয়স্ক ব্যক্তিসহ সবার হাত রাঙাতে আপনাদের পছন্দমতো ডিজাইনগুলো খুব কম সময়ে আর স্বল্প পরিশ্রমে ডাউনলোড করে নিতে পারেন। আর নিজের হাত রাঙানো পাশাপাশি পরিবারের সবার হাত রাঙিয়ে দিতে আপনি সবার মন জয় করতে পারবেন খুব সহজেই। তাই আর দেরি না করে ঈদ আনন্দে সবার হাত রাঙাতে শুরু করে দিন ইউনিক ডিজাইনে মেহেদি লাগানো। আর হয়ে উঠুন মেহেদি ডিজাইনের বস!
আজকের পোস্টটি ধৈর্যসহ কারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবার সুন্দরভাবে ঈদ কাটুক। ঈদ আনন্দে ভরপুর থাকুন সবাই এই কামনা রইল। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, “ঈদ মোবারক।”
Leave a Reply