ফুলের মত পবিত্র হয় শিশুদের মন। তাদের মধ্যে কোন হিংসা বিবাদ কিছু থাকেনা। তারা হয় নিষ্পাপ তারা কারো কোন ক্ষতি করতে জানেনা।যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সে সবার আদরের একটি সন্তান হয়ে ওঠে। ছোট শিশু তো পৃথিবীর কিছুই বোঝে না তাকে যেভাবে গড়ে তোলা হয় সে সেভাবে বড় হয়ে ওঠে। আমি যখন আপনার শিশুটি ছোট থাকবে তখন থেকে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোল তে হবে।সে যেন আত্মীয়–স্বজন পাড়া–প্রতিবেশী সবার কাছে ভালো মানুষ হিসেবে ভালো মনের অধিকারী হয়ে উঠতে পারে।
ছোট্ট সোনামণিদের যদি ছোট্ট একটি নাম রাখা না হয় তাহলে কেমন একটা লাগে। তার সুন্দর নামের পাশাপাশি তার ভবিষ্যৎ যেন সুন্দর হয় সে কামনা টি সবাই করে। অনেকেই আছে যারা পরিবারের নতুন সদস্য জন্য অনেক ধুমধাম করে নাম রাখার আয়োজন করে থাকে। সে সকল পরিবার আসলে নাম রাখার মূল্যটা বোঝে তারা ভাবে নামের মতোই যেন সুন্দর হয়ে ওঠে সন্তানটির ভবিষ্যৎ। তাই তারা সুন্দর ভবিষ্যত কামনা করে আয়োজন করে থাকে নাম রাখার।
নামকরণ অনুষ্ঠানে তারা সকল আত্মীয়–স্বজনকে পাড়া–প্রতিবেশী কে শুভ মিষ্টিমুখ করে তারপরেই আদরের সোনামনির নাম রাখা হয়।
সেই নামটি রাখে তারা আধুনিক সহজ এবং নামটির অর্থ খুবই সুন্দর হওয়া চাই।কারণ ছোট্ট সোনামণি টি একদিন বড় হয়ে উঠবে আর তার জীবন ভবিষ্যৎ গড়ে উঠবে সে যেন কখনো বাধাপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রেখেই ছোট থেকেই সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে লালন পালন করা হয়। আর আপনার সোনামণির জন্য আপনি অবশ্যই আপনার সাথে মিল রেখে ও নাম রাখতে চাইবেন।
ফ অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
আপনি অবশ্যই এটাই ভাববেন যে বাবা–মা এর সাথে মিল রেখে ছোট্ট সোনামণিদের একটি ছোট্ট নাম হোক এবং সে নামটির অর্থ যেন সুন্দর হয়। অনেক সময় মা–বাবার বাংলা বর্ণমালার একটি অক্ষর পছন্দ করে রাখা থাকে। বাবা–মা ভাবে সেই অক্ষর দিয়ে এই হবে তাদের সোনামণি টির নাম।
সোনামণির জন্য আপনি নাম নির্বাচন করে রাখতে পারেন। আপনি হাজার–হাজার নামের মধ্যে বেছে নিতে পারবেন কোন নামটি আপনার বাচ্চাটির সাথে মেলে এবং কোন নামটির অর্থ খুব সুন্দর। যেমনটা ঠিক আপনি চেয়েছেন। বাচ্চাদের নামও কিন্তু জীবনের একটি অংশ অনেক বড় প্রভাব ফেলে জীবনে। তাই আর দেরি না করে চট করে চলে আসুন আমাদের এই নামের তালিকা তে এবং খুঁজে নিন আপনার পছন্দের নামটি আপনার ছোট্ট সোনামণিদের জন্য।
Leave a Reply