এই জগতে হাজার হাজার প্রেমের কবিতা রয়েছে। বিভিন্ন কবি সাহিত্যিক প্রেমের কবিতা রচনা করে গেছেন এবং এই প্রেমের কবিতা গুলো এতটাই শ্রুতিমধুর এবং শুনতে ভালো লাগে যে আমরা বারবার সেগুলো শুনে থাকি। প্রেমের কবিতা যেমন আমরা রোমান্টিকতার পরশ খুঁজে পায় তেমনি ভাবে প্রেমের কবিতার প্রত্যেকটি শব্দের অর্থের মানে আমরা বুঝতে পারলে তখন বুঝতে পারি প্রেম কতটা গভীর এবং প্রেম কতটা নিষ্পাপ হতে পারে। কবি-সাহিত্যিকরা সবসময়ই কবিতার ভেতরে উপমা ব্যবহার করে থাকেন এবং এই উপমার সময় তারা বিভিন্ন উপাদান কে তার প্রেমিকার সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করে থাকেন যে আমরা মন্ত্রমুগ্ধের মতো তা পাঠ করতে থাকি।
আপনারা যারা ফুল নিয়ে প্রেমের কবিতা শুনতে চাচ্ছেন বা পেতে যাচ্ছেন তারা আজকে আমাদের ওয়েবসাইটে সে ভালো করেছেন এবং এই পোষ্টের মাধ্যমে আপনারা ফুল নিয়ে বিভিন্ন কোভিদ রচিত কবিতা পেয়ে যাবেন। আমরা প্রেমের কবিতা শুনতে যেমন পছন্দ করে তেমনি প্রেমের কবিতা যখন ফুলের উপমা দেখতে পায় তখন আমাদের কাছে তা মনে হয় যেন এটি স্বর্গীয়। প্রেমের ভেতরে যদি ফুলের পরশ থাকে বা ফুলের ব্যবহার থাকে তাহলে সেটি হয়ে থাকে একেবারেই অনিন্দ্য সুন্দর এবং সেটি সকল পাঠকের মন খুব তাড়াতাড়ি ছুঁয়ে যায় এবং তা মনের ভেতরে অবস্থান করে আজীবন।
আমরা অনেকেই আছি যারা মনের মানুষকে সুন্দর ভাবে বোঝানোর জন্য বা মনের মানুষকে ভাল ভাল কথা শোনানোর জন্য প্রেমের কবিতা শোনাতে আগ্রহী হয়ে থাকে। মনের মানুষের সঙ্গে যখন ফুলের সামঞ্জস্য করে বা উপমার সৃষ্টি করে কবি কবিতা রচনা করেছেন তখন আমরা অবশ্যই সেগুলো পাঠ করি এবং আমাদের মনের ভেতরে এক চরম পুলকের সৃষ্টি হয়। ফুল নিয়ে প্রেমের কবিতা আমরা যখন পড়ি তখন মনে হয় ফুলের চাইতে অনিন্দ্য সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই এবং কবিতার ভাষ্যমতে ফুলের যে বর্ণনা প্রদান করেন তা এতটাই সুন্দর হয়ে থাকে যে আমরা মনে করি ফুল আসলেই নিষ্পাপ।
প্রকৃতপক্ষে ফুল হলো নিষ্পাপ এবং পবিত্রতার প্রতীক এবং সেইসঙ্গে কোমলতার প্রতীক। ফুলের মতো কোমলতা যদি প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে সেটি হয়ে ওঠে খুব সুন্দর এবং মানুষের মানুষের যে হানাহানি বা বিবাদের সৃষ্টি হয় তা অনেকাংশে কমে যায়। ফুলের যে স্বকীয়তা রয়েছে সেই স্বকীয়তা যদি সকলে আমরা মেনে চলতে পারি, তাহলেই এই পৃথিবী হয়ে উঠবে সুন্দর এবং সাবলীল। কবিতার ভাষায় খুবই যেমন ফুলের মতো করে সকল কিছু বর্ণনা করেছেন তেমনি ভাবে আপনি যদি বর্ণ করতে পারেন বা এমনি দৃষ্টিকোণ থেকে ভাবতে পারলে আপনার জীবনে ফুল হয়ে উঠবে পবিত্রতার প্রতীক।
আপনার যদি ফুলের প্রতি কোন ধরনের ভালো লাগা না থাকে তাহলে বিখ্যাত কবিদের কবিতা পড়ুন এবং ফুলের প্রতি ভালোবাসার সৃষ্টি করুন। ফুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করার মধ্য দিয়ে নিজের জীবন করে তুলুন সুন্দর এবং উপভোগ্য। আমাদের জীবনের প্রত্যেকের ফুল সম্পর্কে ধারণা থাকা উচিত এবং ফুলের কোমলতা সম্পর্কে ধারণা থাকা উচিত। এই পৃথিবীর একটি সুন্দর্যের বিশেষ প্রতীক হলো ফুল্ল। আর এই ফুল দিয়ে যদি মনের মানুষকে তুলনা করা যায় তাহলে সেই মানুষের যেমন খুশি হয়ে গেছে আমি সম্পর্ক হয়ে উঠে ফুলের মত পবিত্র।
Leave a Reply