সাধারণত জন্মদিন মানে বন্ধুকে আমরা সুন্দরভাবে উইশ করতে পছন্দ করি। তবে অনেকেই এটা ভেবে থাকেন যে বন্ধু-বান্ধবদের সোজাসুজি সুন্দর ভাবে মিস না করে ফানি ভাবে উইশ করতে পারলে তা অনেক চমকপ্রদ হয়। আজকাল দেখা যায় যে জন্মদিনে বন্ধু-বান্ধবেরা অনেক মজা করেন।
সুন্দরভাবে বন্ধুকে দোয়া এবং ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি ফান করতেও ছাড়েন না। আর সেটা যদি বেস্ট ফ্রেন্ডের জন্মদিন হয়ে থাকে তাহলে একটু খোঁচা, অনেক ভালোবাসা এবং দোয়া দিয়ে জন্মদিনের উইশ করতে পছন্দ করি আমরা। আর যদি তেমনটাই ভেবে থাকেন যে সামনের জন্মদিনে আপনার বেস্ট ফ্রেন্ডকে ফানি বার্থডে উইশ করবেন তাহলে করতে পারেন।
সচরাচর জন্মদিনকে আমরা উল্লেখযোগ্য এবং স্মরণীয় দিন হিসেবে ধারণ করতে পছন্দ করি। তাছাড়া বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সকলের হাতে ফোন থাকার সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের স্মরণীয় মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করি। বন্ধুদের সরাসরি সুন্দরভাবে শুভেচ্ছার পাশাপাশি ফানি শুভেচ্ছা জানাতে পছন্দ করি।
ধরুন আপনার বন্ধু আপনার জন্মদিনে ফানি বার্থডে উইশ করেছে। তাহলে আপনিও সেটা ছেড়ে দেবেন কেন। আপনিও তাকে তার জন্মদিনে সুন্দরভাবে ফানি বার্থডে উইশ করতে পারেন। তার জন্য আমাদের ওয়েবসাইটে ফানি বার্থডে বিশেষ ফর বেস্ট ফ্রেন্ড বাংলা বিষ দেওয়া আছে। আপনারা এ গুলো কপি এবং ডাউনলোড করে নিয়ে বন্ধুর পরবর্তী জন্মদিনে ব্যবহার করতে পারেন।
প্রত্যেকটি মানুষের জীবনে একটি বিশেষ দিন হল জন্মদিন। এ বিশেষ দিনটিকে আমরা বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাই। কারণ বছরের মাত্র একটি দিন আমাদের সামনে জন্মদিন হিসেবে আসে। তাই আমরা দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন উল্লেখযোগ্য অনুষ্ঠান পালন করে থাকে।
আজকাল দেখা যায় যে বন্ধু বান্ধবেরা ফানি জন্মদিনের শুভেচ্ছার পরিবর্তে ডিম মাখামাখি অথবা কেকের মধ্যে বন্ধুর মুখ গুঁজে দেওয়া হয়। আসলে বিষয়টি তাদের কাছে মজার হল সমাজের দৃষ্টিতে একেবারেই জঘন্য কাজ। একটা সভ্য জাতি কখনো এ ধরনের কাজ করতে পারেন না।
তাই নিজেকে যদি সভ্য হিসেবে প্রমাণ করতে চান অবশ্যই জন্মদিন পালন করবেন খুব সুন্দর ভাবে এবং মজা করে। যদিও সেটা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন হোক না কেন, সসম্মানে এবং তার সম্মান বজায় রেখে আপনারা ফানি ভাবে জন্মদিন পালন করতে পারেন। এক্ষেত্রে মাত্রাতিরিক্ত কিছুই করা যাবে না।
1. “আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনাই করি বার বার।
❦~শুভ জন্মদিন~❦”
2. “আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
❦~Happy Birthday~❦”
3. “জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
❦~শুভ জন্মদিন~❦”
4. “বছর বছর আসে ফিরে
শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফট এর দিন।”
5. “আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
❦~শুভ জন্মদিন~❦”
একটি সভ্য জাতি হিসেবে এবং সমাজের একজন আদর্শবান মানুষ হিসেবে আপনারা বন্ধুর জন্মদিন সুন্দরভাবে পালন করতে পারেন। সেখানে ফান বা মজা বিষয়টি আসতেই পারে। তাছাড়া বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে অতটা ফরমালিটি মেইনটেইন না করে কিছুটা খোঁচাখুঁচির অনুভূতি এবং ভালবাসা এবং দুয়া প্রদর্শনপূর্বক বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের উইশ করা যেতে পারে। তাই আমরা বলবো যে, বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বিশেষভাবে এবং ফানি ভাবে পালন করার জন্য অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটের দেওয়া উচিত এবং ছবিগুলো ব্যবহার করবেন।
তাছাড়া জন্মদিন পালন করতে যে ধরনের ফর্মালিটি পালন করা লাগে সেগুলো চাইলে করতে পারেন। সর্বোপরি প্রত্যেকের বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বিশেষভাবে এবং ফানি ভাবে পালন করার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন উপাদান গুলো আপনারা কাজে লাগাতে পারেন এবং জন্মদিনের মুহূর্তকে আনন্দময় করে তুলতে পারেন।
Leave a Reply