পরিবারে যখন নতুন সদস্য আসে তখন তাকে নিয়ে শুরু হয়েছে নানান রকমের আয়োজন। যেমন ছোট্ট শিশুটির নাম রাখা। অনেক পরিবার আছে যে শিশুদের নামকরণ নিয়ে অনেক ধুমধাম করে আয়োজন করা হয়। আর সেই শিশুটির নাম সুন্দর এবং সহজ অভিনব এবং স্টাইলিশ হওয়া চাই।থাকে এবং সে নামটির খুব সুন্দর অর্থ থাকা চাই। বাবা–মা অনেক ভালবেসে আদরের সাথে ছোট সোনামণিদের নাম রাখে।
ঘ দিয়ে মেয়েদের নামের তালিকা
আর তারা সেই আদরের সন্তানকে যেন খুব ভালোভাবে বড় হয় সেদিকেও খুব গুরুত্ব দিয়ে থাকে। বাচ্চাটিকে লালন–পালন করার দায়িত্ব যেমন বাবা–মায়ের তেমন সুন্দর অর্থসহ নাম রাখার দায়িত্ব টিও বাবা–মায়েরই হয়। বাবা–মা ছোট থেকে অনেক যত্নসহকারে শিশুদেরকে বড় করে তোলে। তারা চাই শিশুটির ভবিষ্যৎ যেন খুবই উন্নত মানের এবং ভালো হয়। ছোট্ট শিশুর জন্ম গ্রহণের পর তাকে যেভাবে গড়ে তোলা যাবে সে সেভাবে বড় হয়ে উঠবে।
ছোট থেকেই তার মধ্যে একটি ভালো মানসিকতার গুন সামাজিক গুণ এবং নৈতিকতার গুণ গড়ে তোলার দায়িত্ব শুধু বাবা–মায়েরই। ছোট থেকে তার সঠিক পরিচর্যা তার ভবিষ্যৎ জীবনের প্রভাব ফেলবে। বাবা মায়ের ভালোবাসা এবং আদরের সাথে তাকে বড় করে তোলে তার মধ্যে সব রকম মানসিকতার সৃষ্টি হবে। তাই সুন্দর একটি অর্থসহ যদি তার নাম কি রাখা যায় সে নামটির তার জীবনের অনেক প্রভাব ফেলবে কারন সে যতই বড় হতে থাকবে নাম নেই হবে তার নতুন পরিচয়।
ঘ অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
সুন্দর একটি নামের সুন্দর অর্থ থাকা দরকার। পরিবারের নতুন সদস্য টি সবার অনেক আদরের হয়। আত্মীয় স্বজন পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দে মেতে ওঠে। তাকে ঘিরে বাবা–মায়ের নতুন স্বপ্ন জন্ম নেয়। তার সুন্দর একটি নাম রাখার কাজে লেগে পরে। নাম কি জানো ছোট্ট সোনামণিদের সাথে মানায়।জীবন যেন সেই নামের মতো সুন্দর হয়ে গড়ে ওঠে সেদিকে সবাই খেয়াল রাখে।তার ভবিষ্যৎ যেন হয়ে ওঠে সবার থেকে আলাদা এবং উন্নত মানের। বাবা–মা চাইবে বাচ্চাটি যেন সঠিক মন মানসিকতার মানুষ হতে পারে।
সবাই যেন তাকে অনেক আদর করে এবং তার শুভকামনা আশা করে। তাই আমরা আপনাদের জন্য ঘর দিয়ে অর্থসহ নামের আয়োজন করেছি। এখান থেকে আপনারা আপনাদের ছোট সোনামণিদের জন্য একটি অভিনব নাম বাছাই করতে পারবেন যেটার অর্থ হবে সব থেকে ভালো। যে নামটি আপনার পছন্দ সেটাই আপনি নির্বাচন করতে পারবেন আপনার আদরের সন্তানের জন্য।
Leave a Reply