বিভিন্ন সাজের মধ্য দিয়ে বউ সাজা হয় বিয়েতে কিন্তু বউ সাজতে গেলে মেয়েদের নানা রকম প্ল্যান থাকে এবং মেয়েরা তাদের মনের মত করে বিয়েতে সাজতে চাই। তবে অনেকের অনেক ধরনের প্ল্যান থাকলেও অনেকে চায় গর্জিয়াস ভাবে বিয়েতে বধু সাজতে। তবে শুধু মনে মনে এটা ভাবলে হয় না, কিভাবে সাজবেন গর্জিয়াস ভাবে সেটা অবশ্যই জানতে হয় এবং আপনার যদি কোন আইডিয়াই না থাকে যে বিয়েতে কিভাবে গর্জিয়াস করে বউ সাজবেন সে সকল বিষয় নিয়ে সকল ধারনা।
কিভাবে কি করতে হবে সব কিছুর আইডিয়া রয়েছে আমাদের এখানে। এই ধরনের আইডিয়াগুলো যদি না জানা থাকে তাহলে আপনি কোনভাবেই সঠিক বউ সাজতে পারবেন না কারণ বউ সাজতে হলে অবশ্যই আপনাকে এমন কিছু তথ্য জানতে হবে যা ছাড়া কোনোভাবেই গর্জিয়াস সাজে বউ সাজা যাবে না। গর্জিয়াস ভাবে বউ সাজতে হলে আপনাকে যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হলো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন ড্রেস পরবেন শাড়ি নাকি লেহেঙ্গা।
তারপরে আপনাকে ভাবতে হবে যে শাড়ি বা লেহেঙ্গার সাথে কোন স্টাইলের চুল বাধলে দেখতে বেশি ভালো লাগে এর পরে আপনাকে খেয়াল করতে হবে যে চুলের ডিজাইন টি কেমন হবে এবং সে সাথে মেকাপ কিভাবে নিবেন। তবে যদি আপনি শাড়ি পড়তে চান বিয়েতে তাহলে অবশ্যই আপনাকে দোপাট্টা নিতে হবে অনেক বেশি গর্জিয়াস কারণ শাড়ির সাথে যখনই আপনি সুন্দর ওড়না মাথার উপর দিয়ে পড়বেন তখনই আপনাকে দেখতে ভালো লাগবে।
তবে আপনি শাড়ির সাথে নানা রকম ভাবে চুল বাঁধতে পারেন যেমন গর্জিয়াস বধু সাজে কিন্তু অনেক সময় তামিল নায়িকাদের মত সাজা হয় তারা কিন্তু অনেক সময় চুল বেনি করে এবং সেই বেণীতে ফুল দিয়ে সুন্দর করে সাজে। এরপরে মাথায় সুন্দর ওড়না দেয় যাতে তাদের দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে। আবার আপনি যদি লেহেঙ্গা পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে চুলগুলো সেভাবে বাধতে হবে কারণ লেহেঙ্গার এত বেশি গর্জিয়াস হয় যে তার চুলের ডিজাইনটি ভালো না হলে বা খোঁপা যদি সুন্দর মত না হয় তবে দেখতে ভালো লাগবে না।
এ সকল দিকগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি গর্জিয়াস ভাবে বধু সাজতে চান। এছাড়া আপনি সিম্পল ভাবে বউ সাজলেও মেকাপটি যদি অনেক বেশি গর্জিয়াস গ্রহণ করেন তাহলে দেখতে বেশ ভালো লাগবে কারণ অনেক সময় সিম্পল শাড়ি পড়ে সেখানে গর্জিয়াস ওড়না পরা হয় এবং সেখানে এত সুন্দর করে খোপা ও মেকআপ করা হয় যা দেখে মনে হবে যে কোন বিউটিশিয়ান এসে পার্লার থেকে সাজিয়েছে। সব সময় সবাই পার্লারে গিয়ে সাজতে পারেনা তবে ঘরে বসে এখন আমরা এমনভাবে আপনাদের কিছু ছবি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন কিভাবে গর্জিয়াস মেকআপ আপনি ঘরে বসে করবেন।
ঘরে বসে মেকআপ করতে আপনাকে বেশি কিছু প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনি প্রয়োজন মত মেকআপ গুলো কিনবেন এবং আপনি আমাদের ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করবেন এবং সেখান থেকে পছন্দ করবেন যেটা আপনি ভালো মনে করেন বাজে মেকআপের মত করে আপনি বউ সাজতে চান। এছাড়া যদি আপনাকে কেউ সাজিয়ে দেয়া না থাকে তাহলে আপনি গর্জিয়াস মেকাপের জন্য পার্লারে যেতে পারেন আর পার্লারে গেলে যদি আপনি তাদের পছন্দমত সাজতে যান তাহলে একেবারে বাজে করে সাজিয়ে দেবে তার থেকে আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন এবং পছন্দ করবেন যে আপনি আপনার বিয়েতে ঠিক কিভাবে করে সাজতে চাইছেন।
গর্জিয়াস বধু সাজ আনকমন এবং স্টাইলিশ
তখন যদি আপনি পার্লারে গিয়ে তেমন ভাবে ওদের পিক দেখান তাহলে দেখবেন যে ঠিক সেভাবে সাজিয়ে দিয়েছে যেভাবে আপনি সাজতে পছন্দ করছেন।অনেক সময় বিয়েতে সময় বেশি থাকে না যার ফলে সঠিকভাবে সবকিছু কেনা হয় না যার ফলে পার্লারের সাজতে গেলে অনেক বাজে লাগে তাই আগে থেকে যখন আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন এবং নিজের পছন্দমত সবকিছু ঠিকঠাক করবেন এবং কেনার সময় পাবেন তখন অবশ্যই গর্জিয়াস ভাবে বউ সাজতে আপনার বেশি সময় লাগবে না এবং নিজের ইচ্ছা মত বউ সাজতে পারবেন।
Leave a Reply