গাছের নাম হাতিশুর। সত্যিই নামটি কেমন অদ্ভুত তাই না। পুরনো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে অন্য আগাছের মাঝে এই গাছটি আমরা দেখে থাকি। এই গাছের বাঁকানো পুষ্প দন্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। ফুল গুলো দেখতে অনেকটাই হাতির দাঁতের মতো ঠিক সেই জন্যই হয়তো আমরা এই গাছটিকে হাতি সুর নামেই বেশি চিনি। তবে এ গাছের একটি সংস্কৃত নাম রয়েছে সেই সংস্কৃত নামটি হল শ্রী হস্তিনী।
আজকে আমরা এসেছি আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে আজকে আমাদের আর্টিকেলের মূল বিষয় হলো হাতিশুর গাছের মূলের উপকারিতা এবং হাতিশুর গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে। আমরা আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে হাতিশুর গাছের মূল এবং শিকড়ের উপকারিতা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব।। সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনারা সব উপকারিতা সম্পর্কে জেনে নিতে পারবেন।
হাতিশুর গাছ
এই ভেষজ গাছটির বর্ষজীবীর ছোট্ট গুল্ম। আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণ দৃষ্টি এড়িয়ে যায়। তবে মোটামুটি একদের ফুট লম্বা হয়ে থাকে এই হাতিশুর গাছটি। গাছের কান্ডগুলো ফাঁপা এবং নরম হয়ে থাকে।
এছাড়াও সারা দেহে ছোট ছোট রোম আছে। এ গাছের উপরের দিকটা কান্ড চৌক এবং নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার আকৃতির হয়ে থাকে। হাতিশুর গাছের পাতা গুলো খসখসে প্রকৃতির হয়ে থাকে। এক এর বিপরীত অন্য পাতাটির অবস্থান হয়ে থাকে এছাড়াও ডালের নিচের দিকের পাতাগুলো বড় এবং পত্র বৃন্ত গুলো লম্বা হয়ে থাকে।
পাতাগুলো আঙ্গুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায় তবে ফুলগুলো কিন্তু শ্বেত শুভ্র। পত্রদন্ডে রয়েছে ছোট ছোট ফুলগুলো দুই শাড়িতে পরপর সাজানো গোছানো বড়ই সৌন্দর্য এবং মনোরম দেখতে এই ফুলগুলো।
হাতিশুর গাছের মূলের উপকারিতা
আমাদের আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব হাতিশুর গাছের মূল দিয়ে আমরা যেসব উপকার পেয়ে থাকি সেসব উপকারিতা সম্পর্কে। হাতিশুর গাছের বৈজ্ঞানিক নাম হেলিয়াপ্রোপিয়াম ইন্ডিকাম। এর অর্থ ফুলগুলো সূর্যের দিকে মুখ করে রয়েছে। গাছটি বড় জেনেছি পরিবারভুক্ত। বিজ্ঞানীরা এ গাছটির ভেষজ গুণ নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন। তাদের আশা অদূর ভবিষ্যতে গাছ থেকে নানা রোগের ঔষধ তৈরি করা হবে।
ঠিক সেরকমই হাতিশুর গাছের মূলের কিছু উপকারিতা রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের দাঁতের মারি ফুলে যায় এবং অনেক ব্যথা করে এক্ষেত্রে আপনি যদি হাতিশুর গাছের মূল বেটে সেই রসটি ফোলা দাঁতের মাড়িতে কিছুক্ষণ রেখে দেন তাহলে আপনার দাঁতের মাড়ি ফোলা কমে যাবে এবং ব্যথাও দূর হয়ে যাবে। দেহে ছত্রাক জনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে হাতে সুর গাছের পাতার রস ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও জড় ও কাশিতে এ গাছের মূল পানির সঙ্গে ফুটিয়ে ক্লাস তৈরি করে ব্যবহার করলে নিমেষে আপনার জ্বর ও কাশি থেকে আরাম পাবেন।
কাটা ছেঁড়া ও আঘাত প্রাপ্ত স্থানে এই গাছের ব্যবহার অপরিসীম।
হাতিশুর গাছের শিকড়ের উপকারিতা
হাতিশুর গাছের পাতা ও মূল যেরকম আমাদের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং উপকারিতা পায় ঠিক সেরকমই হাদিসের গাছের শিকড়েরও কিছু উপকারিতা রয়েছে। যাদের একজিমা এর সমস্যা রয়েছে তাদের জন্য হাতিশুর গাছের শিকড় অনেক মূল্যবান একটি ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিষাক্ত পোকার কামড়ে আপনি চাইলে হাতিশুর গাছের শিকড় থেকে করে সেই স্থানে লাগাতে পারেন এতে করে সেই স্থানের জ্বালাপোড়া এবং ফোলা সহজেই কমে যাবে।
আঘাত জনিত ফোলার ক্ষেত্রে হাতিশুর গাছের শিকড় থেঁতো করে সেই রসটি শিকড়সহ সেই স্থানে লাগিয়ে রাখলে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার আঘাত জড়িত ফলা কমে যাবে। আশা করি আমাদের আর্টিকেল থেকে আপনারা জেনে নিতে পেরেছেন হাতিশুর গাছের মূলের উপকারিতা এবং হাতিশুর গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো। আমরা সচরাচর আমাদের ওয়েবসাইটে নানা রকমের তথ্যগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনারা চাইলে কোন গাছে কি উপকারিতা রয়েছে এসব জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
Leave a Reply