ভাবসম্প্রসারণ: হে অতীত, তুমি ভুবনে ভুবনে / কাজ করে যাও গোপনে গোপনে He Otit Tumi Vubone Vubone Kaz Kore Jau Gopone Gopone

ভাবসম্প্রসারণ: হে অতীত, তুমি ভুবনে ভুবনে / কাজ করে যাও গোপনে গোপনে

আপনি কি ভালো ফলাফল পেতে আগ্রহী? আপনারা কি বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে শিক্ষা বিষয়ক তথ্য খুঁজতেছেন? তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। আমরা আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেছি।

শিক্ষার ব্যাপক প্রসার ঘটছে দিন দিন। বর্তমান সমাজে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শ্রেণি শিক্ষার পাশাপাশি বর্তমানে অনলাইনে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার চাহিদা বেড়েছে। তাই আমরা আমাদের এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করেছি।

আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর তথ্য প্রচার করা হয়ে থাকে। বিশেষ করে যারা বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে চাচ্ছেন তাদের ভালো ফলাফলের জন্য আমাদের এই ওয়েবসাইট সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে চেষ্টা করা হয় প্রত্যেকটা বিষয়ের টপিক নিয়ে আলোচনা করার।

আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের ভাব-সম্প্রসারণ নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করছি আমাদের এই ওয়েবসাইটে। যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই আয়োজন। আমরা আজ যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি নিম্নে তুলে ধরা হলো:

ভাব সম্প্রসারণ:
হে অতীত, তুমি ভুবনে ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে।

মূলভাব: অতীত শুধুমাত্র মৃত সময় নয়- বর্তমান ও ভবিষ্যৎ কে সুন্দর করতে অতীত থেকে শিক্ষা গ্রহণ জরুরি। অতীতের ভিতেই রচিত হয় ভবিষ্যতের সাফল্য সৌধ।

সম্প্রসারিত ভাব: অতীতের হাত ধরে বর্তমানের আগমন। আজ যা বর্তমান আগামী দিন তাই অতীতে পরিণত হয়। মানুষের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আদিকালের মানুষ যা শিখেছে বা তৈরি করেছে বর্তমানে তার চেয়ে আরো অধিকতর জেনেছে বা উন্নততর জিনিস তৈরি করেছে। ভবিষ্যতেও মানুষের জ্ঞান ও প্রযুক্তিগত অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

অতীতকে কেন্দ্র করে বর্তমানের সভ্যতা গড়ে উঠেছে, মানুষ তার অতীত জ্ঞান, শিক্ষা ও মতাদর্শ কাজে লাগিয়ে বর্তমানকে গড়ে তোলে। প্রতিটি মানুষ বর্তমানে যে সাফল্য অর্জন করেছে বা ভবিষ্যতে করবে তা নির্ভর করে সে অতীত থেকে কতটা শিক্ষা গ্রহণ করেছে তার ওপর। বস্তুত অতীত কখনোই থাকেনা। সে গোপনে কাজ করে যায়। যার ফলাফল বর্তমানের ওপর প্রভাব ফেলে।

অতীত বলে কিছু যদি না থাকতো তবে বর্তমান বা ভবিষ্যৎ এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। মানুষ এক দিনে হঠাৎ করে কিছু হতে পারেনা। তাকে বড় হতে হলে বা সফলতার মুখ দেখতে হলে দীর্ঘদিন নিরলস পরিশ্রম করতে হয়। মানুষ বর্তমানে যা করছে তার ওপরই তার ভবিষ্যত নির্ভর করছে। আর ভবিষ্যৎ টা যখন বর্তমান হয়ে দেখা দেয় তখন বর্তমানটাই অতীতে বিলীন হয়ে যায়। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই কিভাবে মানুষ অতীতের ধাপ অতিক্রম করে বর্তমানে উন্নতির শিখরে পৌঁছেছে। আজকের দিনে নতুন নতুন আবিষ্কারের পেছনে রয়েছে অতিথি মানুষের সীমাহীন অবদান।

মন্তব্য: অতিথিই মানুষকে বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়েছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কে নিয়েই মানবজীবনের অব্যাহত যাত্রা।

আজকে যে ভাব-সম্প্রসারণ তা নিয়ে আলোচনা করা হল সেটা আপনাদের পাঠ্যপুস্তক এর সহায়ক হিসেবে কাজ করবে ‌। আপনারা বিভিন্ন পাঠ্যপুস্তকেও এই ভাব-সম্প্রসারণ নিয়ে আরো পড়াশোনা করতে পারবেন। আমরা চেষ্টা করেছি পাঠ্যবইয়ের পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করার যাতে আপনারা আরও অনেক কিছু জানতে পারেন।

আমাদের এই ওয়েবসাইটের পেজে আপনারা বিভিন্ন ভাব সম্প্রসারণ সম্পর্কে জানতে পারছেন। এর পাশাপাশি ভাব সম্প্রসারণ এর আরও তথ্য পেতে চান তাহলে বাংলা ব্যাকরণ এর সহায়তা নিতে পারেন। আমরা চেষ্টা করেছি শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়গুলোকে সহজ ও সুন্দর ভাবে উপস্থাপনা করার। তাই আপনারা এই ওয়েবসাইট বেশি বেশি করে ভিজিট করুন এবং শিক্ষা সম্পর্কে আপডেট বিষয় সম্পর্কে জানতে থাকুন। আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*