আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করবে তাদের ক্ষমতায়ন ও জয়জয়কার। পৃথিবীতে অনেক জ্ঞানী-গুণী মানুষ রয়েছেন, আমরা তাদের নাম দিয়ে চিনি। নাম একটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জন্মের পরে একটি শিশুর নাম দেওয়া হয় তারপরে সেই নামে পরিচিত হয়ে ওঠে সকলের কাছে। তার পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম সে নিজের নামটি উচ্চারণ করে।
ভ দিয়ে হিন্দু মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ
এমনকি মানুষ মৃত্যুর পরে পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার পরেও তাদের নামটি কিন্তু পৌঁছে যায় না বরং কৃতিমান ব্যক্তির নাম যুগ যুগ ধরে বিরাজ করে এই পৃথিবীতে। তাই নাম কোন সাধারণ বিষয় নয় বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একটি নাম মানুষের সুন্দর ব্যক্তিত্বের পরিচয় দেয় আবার নাম দেখে একটি পরিবারের রুচিবোধ ও কালচার নির্ধারণ করা যায় কেননা ব্যক্তির নাম দেওয়া হয় পরিবার থেকে।
সন্তান জন্মের পরেই বাবা মা সন্তানের জন্য একটি সুন্দর নাম নির্ধারণ করে এবং সেই নামটি সারাটি জীবন সে ব্যবহার করে থাকে তার পরিচয় ও অস্তিত্ব প্রমাণ এর জন্য। তাই নাম দেওয়ার ক্ষেত্রে একটি শিশুর অভিভাবকেরা বিশেষভাবে সর্তকতা অবলম্বন করে যেন তাদের সন্তানের নামটি অন্য সবার থেকে আলাদা ও সুন্দর হয়।
নামে যেন একটি মানুষের পরিচয়। এ পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে এবং বেশিরভাগ সময় শুধুমাত্র নাম শুনে আইডেন্টিফাই করা যায় সে কোন ধর্মের অনুসারী বা কোন ধর্ম থেকে এসেছে। কেননা নামের ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি বা কালচার অনুসরণ করা একটি জনপ্রিয় মাধ্যম। এছাড়াও নাম রাখার ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনা করে থাকে মানুষ যে গুলো বেশ গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ধর্মীয় বিষয়গুলো বিবেচনা করতে ব্যাপক হারে দেখা যায়।
বেশির ভাগ হিন্দু ধর্মের মেয়েদের নাম হিন্দু ধর্মের পূজিত দেবীদের নামকরণে রাখা হয়। হিন্দু ধর্মে কখনো কখনো জন্মতিথি সাল ইত্যাদি দেখে ও রাশিফল অনুযায়ী নির্বাচন করে নাম দেওয়া হয় একটি শিশুর। আবার অনেক কিন্তু পরিবার এসবের তোয়াক্কা না করে আধুনিক, স্টাইলিশ ও ট্রেন্ডি নাম নির্ধারণ করছে। তাই নামকরণ এর ক্ষেত্রে শুধু একটা বিষয় নয় বরং অসংখ্য বিষয় বিবেচনা করার পরে তবে এই নির্ধারণ করে একটি পরিবার হোক সেটা যে কোন ধর্মের।
দুই ও তিন অক্ষরের নাম
শিশুর নাম জানো সজ্য সংক্ষিপ্ত হয় এই লক্ষ্যে বেশিরভাগ মানুষ চায় তাদের সন্তানের নাম দুই অক্ষরের হোক। সেই কারণে তাদের পছন্দের অক্ষর দিয়ে দুই অক্ষরের অনেকগুলো নাম যাচাই-বাছাই করে তারপরে বেছে নেয় কাঙ্খিত নামটি। এছাড়া তিন অক্ষরের নাম ও প্রচুর দেখা যায় ও জনপ্রিয়। শিশুর নামকরণের ক্ষেত্রে আপনারা যেন আপনাদের পছন্দের অক্ষর দিয়ে দুই অক্ষরের ও তিন অক্ষরের নামের তালিকা অর্থসহ পেতে পারেন
সেই কারণেই আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের প্রিয় অক্ষর ভ দিয়ে অনেক সুন্দর কিছু নাম বাছাই করে সংগ্রহ করেছি অর্থসহ। এসব নামগুলো দুই অক্ষরের ও তিন অক্ষরের এবং শ্রুতিমধুর। সেইসাথে নামগুলো মার্জিত রুচি শীল ও আকর্ষণীয় অর্থ বহন করে। তাই শুধুমাত্র একটি নাম খুঁজে পেতে যেন আপনাদের প্রচুর সময় ও শ্রম ব্যয় না হয় সেই লক্ষ্যে আমরা আমাদের ওয়েবসাইটে ভ অক্ষর দিয়ে অনেক সুন্দর সুন্দর নাম একসাথে সাজিয়ে রেখেছি যেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন আপনাদের পছন্দের নামটি।
হিন্দু ধর্মের মেয়ে শিশুদের জন্য দুই অক্ষর ও তিন অক্ষরের নাম খুঁজে পেতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। ভ অক্ষর দিয়ে যদি কেউ অনেকগুলো নাম সংগ্রহ করতে চায় তাহলে বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে যাবে। তাই আপনারা যদি অতি অল্প সময়ে এবং অনেকগুলো নামের মাঝখান হতে খুব সহজে আপনার পছন্দের নামটি খুঁজে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের যখন খুশি তখন ভিজিট করুন। তারপরে বেছে নিন হিন্দু ধর্মের মেয়ে শিশুর জন্য আপনার সবচেয়ে কাঙ্ক্ষিত সুন্দর নামটি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে নামগুলো।
Leave a Reply