ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী জানুয়ারি মাসের ৮ তারিখে শুরু হবার কথা। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন বিষয় টি ৮ তারিখে অনুষ্ঠিত হবে। না তোমাদের পরীক্ষায় যেন ১০০% কমন পাও এরকম প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি যা তোমাদের উপকারে আসবে।ইতিমধ্যে তোমরা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ডিগ্রী করছে উঠেছো আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে তোমাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। আমাদের মধ্যে অনেকে ভাবে যে অনার্সের থেকে দিতে পড়াশুনা কম এটা আসলেই ভুল ধারণা। অনার্স ডিগ্রিতে একই সময় পড়াশোনা করতে হয় । বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি তোমরা যেটাতে পড়াশোনা করো না কেন পড়াশোনার বিকল্প কোন কিছুই হতে পারে না। আমাদের সবাইকে পড়াশোনা করেই ভালো রেজাল্ট করতে হবে।
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র সাজেশন
আমি এখন তোমাদের মাঝে তুলে ধরব ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথমের খ বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো যা নিচে তুলে ধরা হলো।
খ বিভাগের প্রশ্নগুলো হল
প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখ।
সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদ গুলো বর্ণনা দাও।
বঙ্গ জনপদ সম্পর্কে আলোচনা কর।
প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে লিপির গুরুত্ব লেখো।
পান্ডু রাজার টিভির বর্ণনা দাও।
মৎস্য নাই কি দেখা করো।
শাসক হিসেবে দেবপালের অবদান মূল্যায়ন কর।
দ্বিতীয় মহিপালের পরিচয় দাও।
রামপালের পরিচয় দাও।
পাল বংশের পতনের কারণসমূহ সংক্ষেপে উল্লেখ কর।
বিজয় সেন সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ।
চন্দ্রবংশ সম্পর্কে লিখ।
প্রাচীন বাংলার সামাজিক অবস্থা বিবরণ দাও।
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
প্রাচীন বাংলার আত্মসামাজিক জীবনে ভৌগলিক প্রভাব আলোচনা কর।
সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদ গুলো বর্ণনা দাও।
প্রাচীন বাংলার ইতিহাসের উৎস সমূহ বর্ণনা কর।
পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধর্ম পালের কর্তৃত্ব মূল্যায়ন কর।
ফাল যোগের সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও।
সেন বংশের উৎপত্তি কিভাবে হয়েছিল বিজয় সেনের কর্তৃত্ব আলোচনা কর।
বল্লাল সেনের চরিত্র ও কর্তৃত্ব আলোচনা কর।
সেন আমলের সাহিত্য উন্নতির বিবরণ দাও।
দক্ষিণ-পূর্ব বাংলায় দেব বংশের ইতিহাস পর্যালোচনা কর।
শাসক হিসেবে শ্রীচন্দের কর্তৃত্ব মূল্যায়ন কর।
উপরের দেয়া প্রশ্নগুলো ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্রের। এই প্রশ্নগুলোর মধ্যে তোমার পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে।
নিয়মিত ডিগ্রি পরীক্ষার সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আমরা একে একে সব পরীক্ষার সাজেশন গুলো আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব তার জন্য আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
উপরে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো অবশ্যই পরীক্ষার খাতায় আসবে ।তাই সবগুলো প্রশ্ন আপনাদের মুখস্ত করে ফেলতে হবে ।পড়াশোনা ভালো করে করলে আপনারা ভালো ফলাফল পাবেন এটা মনে রাখবেন সব সময়। কেউ কারো ভাগ্য বদলাতে পারে না আপনার ভাগ্য আপনাকে বদলাতে হবে তাই পড়াশোনায় মনোযোগ দিতে হবে অযথা সময় নষ্ট করে নিজের ক্যারিয়ারের নষ্ট করবেন না।
Leave a Reply