মা–বাবার হাতেই সন্তানের ভবিষ্যত গড়ে ওঠে। সন্তানটি ভবিষ্যতে কে কেমন হবে সেটা নির্ভর করে বাবা–মায়ের আদর্শের উপর। বাবা–মা যদি ছোট থেকে তার সন্তানটিকে সঠিকভাবে লালন পালন করে বড় করে তাহলে ভবিষ্যতে তার জীবন হয়ে উঠবে আদর্শময় ও উন্নত। তখন তাকে ঘিরে বাবা–মায়ের অনেক স্বপ্ন তৈরি।আদর্শ মানুষ হিসেবে জীবনে অনেক বড় হতে পারে। এবং উন্নত মানের জীবন যাপন করতে পারে। বাবা–মা সব সময় চাই তার সন্তানকে যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। নাম দেওয়ার দায়িত্বটি বাবা–মায়েরই হয়।
যেন সুন্দর হয় সেই কামনা একটি করে বাবা–মা। পরিবারের সবাই নিজ নিজ পছন্দের নামটি সে আদরের সন্তান টির জন্য নিয়ে আসে। কিন্তু বাবা–মায়ের আলাদা কিছু পছন্দ হয়েছে। তাদের নামের সাথে মিলিয়ে ও সন্তানের নাম রাখতে পারে বা তাদের পছন্দ লক্ষ্যটা দিয়েও সন্তানের জন্য নাম রাখতে পারে। কিন্তু শুধু নাম রাখলেই তো হবে না নামটির সুন্দর অর্থ থাকতে হবে।
পরিবারে যদি কোন বয়স্ক অভিভাবক থাকে তারা কিন্তু আধুনিক নাম খুঁজে না তারা খোঁজে নামটির অর্থ। বর্তমানে প্রতিটি বাবা–মা‘ই চায় তার সন্তানের একটি ছোট্ট নাম হোক কিন্তু নামটির অর্থ অনেক ভালো।
জ অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নামটি হতে হবে ইউনিক এবং অর্থটি হতে হবে অনেক ভাল এটা নিয়ে অনেক বাবা–মায়ের চিন্তিত থাকে। কিন্তু চিন্তার কোন কারণ নেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অর্থযুক্ত সুন্দর নাম। বাচ্চাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে সেটার উপরে নামটিও বেশ প্রভাব ফেলে।
আপনার আদরের সন্তান সন্তান হবে আধুনিক তখন সে তার জীবন ও আধুনিক ভাবে গড়ে তোলার চেষ্টা করবে তার মধ্যে আদর্শ একটি দিক তৈরি হবে। তার নামের মতোই সৌন্দর্য তার ব্যবহার ও আচরণে প্রকাশ পাবে।প্রতিটি মানুষের সমাজে বসবাস করে সমাজের মানুষ গুলোকে নিয়ে জীবন যাপন করতে হয়। তাই কিছু কিছু নাম রাখলে বাচ্চাটির উপর সামাজিক প্রভাব কেমন পড়বে সেটাও খেয়াল রাখতে হয়।
এবং নৈতিক ও সামাজিক গুণাবলি মানুষ হিসেবে যেন তৈরি হতে পারে সেদিকেও খেয়াল রাখতে হয় মা–বাবাকে। তাই সব সময় বাবা–মা চাই তার সন্তানের জন্য আধুনিক নাম হোক যে নামটি খুব সুন্দর অর্থ থাকবে। আর বাচ্চাটি বড় হয়ে সকলের মধ্যে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের ওয়েবসাইটের নিচের দিকে আসুন এবং আপনার পছন্দের নামটি নির্বাচন করুন যে নামটি খুব সুন্দর অর্থ আছে এবং উচ্চারণের সহজ।
Leave a Reply