জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়ার তালিকা

Rate this post

আপনারা যারা জামালপুর থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে যেতে চাচ্ছেন তাদের কাছে সুখবর হচ্ছে আমরা আজকের অনুচ্ছেদে আলোচনা করব জামালপুর থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনের বিভিন্ন তথ্য নিয়ে। আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটর যারা রয়েছে তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্যের বিভিন্ন সময়ে সংগ্রহ করে থাকেন।

আমরা আমাদের ওয়েবসাইট কে কেমন ভাবে সাজানো চেষ্টা করেছি সেটা হয়তো আপনারা জানেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আলোচনা করতে আসলাম জামালপুর টু ঢাকা পর্যন্ত ট্রেনের বিভিন্ন ধরনের সিডিউল এবং টিকিটের মূল্য তালিকা সম্পর্কে। আশা করছি এই তথ্যগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে যখন জামালপুর থেকে ঢাকা পর্যন্ত টেনে যাতায়াত করবেন তখন এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন।

জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী আন্তঃনগর

আপনারা যারা জামালপুর থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোতে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য আমাদের অনুচ্ছেদের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন আলোচনা করব জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং ভাড়া তালিকা গুলো সম্পর্কে।

তিস্তা এক্সপ্রেস 708

তিস্তা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। তিস্তা এক্সপ্রেস নিয়মিত জামালপুর টু ঢাকা এ রুটে চলাচল করে। তিস্তা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং 1 দিন বন্ধ থাকে সে বন্ধের দিন হলো সোমবার। তিস্তা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির জামালপুর রেলওয়ে স্টেশন হতে আসে 3:52 এবং ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 8:25 এ।

অগ্নিবীণা 736

অগ্নিবীণা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। অগ্নিবীণা আন্তঃনগর ট্রেনটির নিয়মিত জামালপুর-ঢাকা রুটে চলাচল করে। অগ্নিবীণা আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই। অগ্নিবীণা ট্রেন তে জামালপুর রেলওয়ে স্টেশন হাতে ছেড়ে আসে 6:30 এবং ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 11 টা 10 মিনিটে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস 744

ব্রহ্মপুত্র এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নাই। ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসে 7:35 এবং ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 12:30 এর।

যমুনা এক্সপ্রেস 744

যমুনা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। যমুনা এক্সপ্রেস নিয়মিত জামালপুর-ঢাকা রুটে চলাচল করে। যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই।যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির জামালপুর রেলওয়ে স্টেশন হতে সেরা সে 3:10 এবং ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 7 টা 45 মিনিটে।

জামালপুর এক্সপ্রেস 800

জামালপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। জামালপুর এক্সপ্রেস নিয়মিত জামালপুর টু ঢাকা এরোডে চলাচল করে। জামাল্পুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং রবিবার বন্ধ থাকে। ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসা 5:45 এবং ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 11:30 এ।

জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

দেওয়ানগঞ্জ যাত্রী 48

দেওয়ানগঞ্জ যাত্রী একটি মেইল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি নিয়মিত চলাচল করে। দেওয়ানগঞ্জ যাত্রী মেইল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 2:05 এবং যাত্রা শেষ করে 7:15 এ।

জামালপুর যাত্রী 42

জামালপুর যাত্রী মেইল এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। জামালপুর যাত্রী ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। পেন্টি তার যাত্রা শুরু করে 5:57 এবং যাত্রা শেষ করে 11 টা 15 মিনিটে।

ভাওয়াল এক্সপ্রেস 56

ভাওয়াল এক্সপ্রেস মেইল এক্সপ্রেস ট্রেন। ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 5:57 এবং যাত্রা শেষ করে 11 টা 15 মিনিটে।

জামালপুর টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা

শোভনের টিকিট মূল্য 160 টাকা। শোভন চেয়ারের টিকিট মূল্য 190 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য 255 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য 368 টাকা এবং এশিয়া টিকিট মূল্য 437 টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button