
আপনারা যারা অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক তথ্য খুঁজছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের এই ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। এখানে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে চেষ্টা করা হয় শিক্ষার ওপর সর্বশেষ আপডেট তথ্যটি প্রচার করা।
ভাব সম্প্রসারণ বাংলা ব্যাকরণ এর একটি অবিচ্ছেদ্য অংশ। যারা ভাব-সম্প্রসারণ বিষয়ে তথ্য পেতে চান তারা আমাদের ওয়েবসাইটে খুঁজে দেখতে পারেন। এখানে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের উপযোগী প্রতিটা ভাব-সম্প্রসারণ তুলে ধরার। আপনারা আপনাদের ইচ্ছা মত ভাব সম্প্রসারণ ডাউনলোড করতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন।
ভাব সম্প্রসারণ সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা দ্বিতীয় পত্রের একটি অংশ। স্কুল-কলেজের আভ্যন্তরীণ পরীক্ষার পাশাপাশি বোর্ড পরীক্ষায় ভাব সম্প্রসারণ এর উপর প্রশ্ন হয়ে থাকে। তাই যারা ভাব-সম্প্রসারণ খুজতেছেন তার অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এখানে পর্যায়ক্রমে বিভিন্ন রকমের ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে।
আমরা আমাদের ওয়েবসাইটে আজকে যে ভাব সম্প্রসারণ কে নিয়ে আলোচনা করা করব সেটি হল:
যে জাতি জীবন হারা অচল অসার
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।
মূলভাব: যে কোন জাতির উন্নতির মূল সোপান হচ্ছে তার চেতনা ও আদর্শ। আদর্শচু্্যত জাতি কখনো তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না, বরং নানা বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ে।
সম্প্রসারিত ভাব: আমরা জানি গতিই জীবন, আর জীবন হীনতা বা স্থিতিই মৃত্যু। এই বিশ্বজগতে যতদিন গতি আছে যতদিন জীবন আছে। যেদিন এই গতি স্তব্ধ হয়ে যাবে সেদিনই আসবে ধ্বংস। নদী তার আপন ধারায় প্রতিনিয়ত বয়ে চলেছে। সে কোন বাধা মানে না, কোন বিপত্তি এসে তার পথ রোধ করতে পারে না। কিন্তু যদি প্রাকৃতিক কোন কারণে ওই নদীর অবিরাম জলধারা বন্ধ হয়ে যায়, তবে নদীর বুকে জমে ওঠে সহস্র শৈবাল স্তুপ। এতে তার গতি রুদ্ধ হয় ফলে তার স্ত্রী সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
মানব সমাজেও তদ্রুপ চলে নদীর মত আপন গতিবেগে, উৎস থেকে মোহনার দিকে অতীত থেকে ভবিষ্যতের দিকে। কোথাও তার বিরাম নেই, বিশ্রাম নেই। তার গতির চিরচঞ্চল। যে জাতি গতির সাধনা করে সে জাতির যাত্রা হয় পূর্ণতার দিকে, সে জাতি বিরামহীন বিকাশের পথেই যাত্রা করে।
কিন্তু কোন জাতি যদি তাদের আদর্শের পথ হারিয়ে ফেলে, অজ্ঞানের অন্ধকারে আবদ্ধ থেকে অন্ধ অনুকরণ বা পুরাতন সংস্কারকে আঁকড়ে ধরে থাকে, সে জাতি প্রগতির ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারদিকের নানা বিপদ ও বিপর্যয় এসে তাদের আঘাত হানে। বন্ধ হয়ে যায় তার উন্নতির সকল পথ। তখন এ জাতি প্রকৃত উন্নতির পথ ত্যাগ করে শুষ্ক ও জীর্ণ লোকাচারের প্রতি আসক্ত হয়।
জাতির চলার পথ শেষ পর্যন্ত একেবারে অবরুদ্ধ হয়ে ওঠে কুসংস্কারের প্রকোপে, লোকাচারের প্রাচুর্যে এবং দেশাচারের যুক্তিহীন প্রয়োগে। অর্থহীন গোঁড়ামি প্রতিপদে তার উন্নতির অন্তরায় হয়ে ওঠে এবং জাতির অগ্রগতি চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, জাতি তখন বিকৃত ও শাস্ত্র- বাণী সর্বস্ব এক জড় পদার্থে পরিণত হয়।
মন্তব্য: কোন দেশের প্রতিটি নাগরিক প্রকৃত দেশ প্রেমিক হলে কোনোরুপ জড়তা বা কুসংস্কার তাদের গ্রাস করতে পারে না। ফলে প্রাণপণ প্রচেষ্টা ও সক্রিয়তার অনুশীলনের মাধ্যমে জাতি অনায়াসে পৌঁছে যেতে পারে উন্নতির চরম শীর্ষে।
আপনারা যারা আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত শিক্ষা বিষয়ের ওপর বিভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করলাম, এখানে চেষ্টা করেছি প্রতিটি ভাব-সম্প্রসারণ সুন্দর এবং সাবলীল ভাষায় প্রকাশ করার । এতে করে আপনারা সহজেই অল্প সময়ে ভাব সম্প্রসারণ গুলো পড়াশোনার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র চেষ্টা করে গেছি, ভালো কিছু উপহার দেয়ার জন্য। বাকিটা আপনাদের ওপর নির্ভর করছে। তাই বেশি বেশি করে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং শিক্ষা বিষয়ক তথ্য ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্য খুব অল্প সময়ে আপনারা দেখে নিতে পারবেন অথবা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। সবার সুস্থতা কামনা করছি।
Leave a Reply