কালো দাগ মুখের দাগ দূর করার ক্রিম এর নাম

Rate this post

ত্বকের দাগ দূর করার উপায় অনেক আছে কিন্তু সবাই আমরা সেই উপায়গুলো ভালোভাবে জানি না। প্রাকৃতিক এবং ঘরোয়া ভাবে ত্বকের যেকোনো কালো দাগ ও ব্রণ দূর করা সম্ভব হয়ে থাকে। তবে এর জন্য আমাদেরকে আগে জানতে হবে কিভাবে প্রাকৃতিক উপায়ে অথবা অন্যান্য ক্রিমের মধ্যে দিয়ে আমাদের কালো দাগ মুখের দাগ দূর করব।

হে বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে ত্বকের কালো দাগ মুখের দাগ দূর করার ক্রিমের নাম গুলো সম্পর্কে। ত্বক আমাদের সবথেকে আকর্ষণীয় একটি অঙ্গ। একটি মানুষের দিকে তাকালে সবার আগে সেই মানুষটির  মুখের দিকেই তাকানো হয়ে থাকে। তাই এই মুখে যদি হয় কালো ব্রণের দাগ তাহলে কিন্তু অনেক খারাপ বিষয়। তকে যদি বিভিন্ন রকমের দাগ হয় তাহলে দেখতে বিশ্রী লাগে এবং নিজের কাছেও অনেক অস্বস্তি মনে হয়।

তবে এটি নিয়ে যদি বেশি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার এই ত্বকের কালো দাগ এবং ব্রণের দাগ গুলো কমার থেকে বেড়ে যাবে বেশি। তারপরেও এটি কিন্তু খুবই চিন্তার বিষয়। তবে আমি বলব এটি নিয়ে চিন্তাভাবনা না করে কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে আমাদের সঠিকভাবে জেনে নেওয়া প্রয়োজন।

আমরা চাইলে বিভিন্ন রকমের ভালো ক্রিম রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের ত্বকের যত্ন নিলে আমাদের এ দাগ গুলো কমাতে পারে এছাড়াও ঘরোয়া ভাবে কিছু জিনিস ব্যবহার করার মাধ্যমে আমরা এই দাগগুলো সম্পূর্ণভাবে দূর করতে পারি তাই এ বিষয়ে আজকে আমরা এসেছি আপনাদের সাথে আলোচনা করতে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি।

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট একটি ক্রিমের নাম। এটি আপনার ত্বকের দাগ ছুপকে হালকা করে। এছাড়া এটি সানটান থেকেও তাকে রক্ষা করে থাকে।এই ক্রিমটি প্রতিদিন সকালে মুখ ফ্রেশার্স দিয়ে পরিষ্কার করে ভালো করে পাঁচ মিনিট ধরে এই ক্রিম আপনার ত্বকে মেসেজ করতে হবে এর ফলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ত্বকের অবাঞ্চিত কালো লোম  ডার্ক সার্কেল সেন্টাল হালকা হবে এবং আপনার ত্বক দুই গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠবে। এই ক্রিমটি আপনারা সচারাচার বাজারের দোকানগুলোতে পেয়ে যাবেন এটির দাম মাত্র ১৯৫ টাকা।

পন্ডস হোয়াইট বিউটি অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম

বহুবছর ধরে চলে আসা একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য ও কার্যকরী ক্রিম হলো পন্ডস হোয়াইট বিউটি। আমাদের দেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩০ জন এই ক্রিমটি ব্যবহার করে থাকেন। এই ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে আপনার মুখের কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে। এই ক্রিমটি আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করে। তার ফলে এর ব্যবহারে খুব সহজেই আমাদের মুখের যেকোনো ধরনের দাগ ছোপ খুব সহজেই দূর করে।

লোটাস হারবাল হোয়াইট গ্লো

লোটাস আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এবং কার্যকরী একটি ক্রিম। এই ক্রিমটি আপনার ত্বকের ডার্কনেস ও ডালনেস দূর করার জন্য খুবই উপযোগী একটি ক্রিম। এই ক্রিমটি লাগানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে ভালোভাবে মেসেজ করলে আপনার দাঁত চোখ ভিন ত্বকের জেলা সবার নজর কাটবে। এই ক্রিমটি আপনি চাইলে শুধুমাত্র ৩১৮ টাকা মূল্যে পেয়ে যাবেন যেকোনো কসমেটিক্স দোকানে।

ল্যাকমি পারফেক্ট radience intens

পন্ডস ব্রান্ড এর মত আমাদের কাছে আরেকটি বহুল পরিচিত ব্র্যান্ড হলো ল্যাকমি। এর প্রতিটি প্রোডাক্ট আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। এই ক্রিমটি খুব হালকা তাই সহজেই তাকে মিলিয়ে যায় এবং এতে বর্তমানে ভিটামিন আমাদের ত্বককে নমনীয় করে তোলে। তাই প্রতিদিন স্পটলেস সুন্দর উজ্জ্বলতা পেতে এই ক্রিমটি ব্যবহার করুন। এই ক্রিমটির মূল্য মাত্র ৩৭৪ টাকা।

হিমালয়া ক্লিয়ার কমপ্লেক্স অন ক্রীম

এই ক্রিমটি আপনার ত্বকের জন্য বেশ কার্যকরী হতে পারে। এটি ডে ক্রিম। মুখে মাখার আগে এটি অবশ্যই ফ্রেশার্স দিয়ে মুখ ধুয়ে নেওয়া জরুরী। এটি আপনি বাজারে ১৮০ টাকা মূল্যে কিনতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button