
আমাদের সকলের কাছেই কমবেশি গোলাপ ফুল অনেক পরিচিত এবং গোলাপ ফুল অনেক প্রিয়। তবে গোলাপের একটি জাতের মধ্যে অন্যতম জনপ্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ ফুল। তাই কারো যদি কাঠগোলাপ ফুল ভালো লেগে থাকে তাহলে আপনারা সেই ফুল নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা পেতে পছন্দ করবেন। আর আপনাদের কথা ভেবে আজকে আমাদের ওয়েবসাইটে কাঠগোলাপ নিয়ে সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসা হয়েছে এবং এই কবিতাগুলো আপনারা ফুলের সঙ্গে যদি ক্যাপশন আকারে দিতে পারেন এবং ফেসবুকে পোস্ট করতে পারেন তাহলে দেখবেন সকলেই তা পছন্দ করবে।
আপনাদের জন্য নিচের দিকে কাঠগোলাপ নিয়ে সুন্দর সুন্দর কবিতা গুলো আমরা প্রদান করলাম যাতে করে এখান থেকে তা আপনারা কপি করে নিতে পারেন। তাছাড়া আপনার যদি মনে হয় কবিতা গুলো পড়তে ভালো লাগবে তাহলে আপনারা এগুলো পড়ার উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটের প্রদান করা কাঠ গোলাপ নিয়ে কবিতাগুলো পড়তে পারবেন। নিচের দিকে আপনাদের জন্য কাঠ গোলাপ নিয়ে কবিতা দিয়ে দেওয়া হল।
কবিতা হল সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং কবিতা প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সমাদৃত হয়ে আসছে। তাই আপনি যদি কবিতা পড়তে ভালোবাসেন তাহলে বিভিন্ন ধরনের কবিতা পড়তে আপনাদের কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক। বিভিন্ন কবিরা সবসময় আশেপাশের প্রাকৃতিক বস্তু এবং আশেপাশের বিভিন্ন ঘটনা নিয়ে খুব সুন্দর ভাষায় অল্প কথায় তাদের মনের কথাগুলো প্রকাশ করে গিয়েছেন। তাই আপনার যদি মনে হয় এই কবিতার কথাগুলো পড়ার মাধ্যমে মনের আনন্দ খুঁজে পাবে না তবে এখানে কাঠ গোলাপের যে সুন্দর বর্ণনা দেয়া হয়েছে তা পড়ে নিবেন তাহলে অবশ্যই তা পড়বেন এবং সেগুলো সংগ্রহ করবেন।
কাঠ গোলাপ ফুল দেখতে অত্যন্ত চমৎকার এক ধরনের ফুল। প্রথম দেখাতেই এই ফুলগুলো যে কারো ভালো লেগে যাবে এবং এই ফুলগুলো সহজলভ্য হওয়ার কারণে কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। সাধারণের দৃষ্টিতে যা সহজে চোখে পড়ে না তা কবির দৃষ্টিতে চোখে পড়ে। আর কবিতার মনের ভাষা দিয়ে এবং কলমের লেখন এর মাধ্যমে খুব সুন্দর ভাবে যেকোনো জিনিস কে মহিমান্বিত করে ফুটিয়ে তুলতে পারেন। আর সেই সাথে আপনারা যখন তাদের কবিতা পড়তে চাইবেন তখন কবিদের শ্রেষ্ঠ কবিতাগুলো আমরা সংগ্রহ করে আপনাদের জন্য তা প্রদান করব। কাঠ গোলাপ নিয়ে যে সকল কবি কবিতা লিখেছেন সেগুলো আপনারা নিজের দিক থেকে পড়ে নিতে পারেন এবং এগুলো মন যদি হয় তাহলে কপি করে নিতে পারেন।
কাঠগোলাপ
– মারুফুল আনাম রঙ্গন
ঠিক সন্ধ্যে নামে যখন
নীল পথের পাড়ে, নীল কমলের সুঘ্রাণ
ছড়ালে বালিকা; চলে যেতে গিয়েও
থমকে দাঁড়ায় বিকেলের রঙ,
আর আমার হাতের কাঠগোলাপেরা
খোঁজে ভালবাসা।
দেয়ালে দেয়ালে ছেড়া পোস্টার,
অদেখা অপেক্ষায় চেনা ফুটপাথ;
জীবনের গন্ধে থমকায় কাব্যের উপাখ্যান
আর মিঠে রাত মোহে মাতোয়ারা,
এক গুচ্ছ সাদা কাঠগোলাপ
দিলেম তোমায়।
পথের ওপাড়ে সাঝ নামে চুপটি করে,
এপাড়ের দমকা হাওয়ায় জাগে শিহরণ,
কেবল দলছুট তারারাই চেয়ে রয় অপলক;
শুভ্র কাঠগোলাপ সাজে কালো-কেশ আলো করে;
কুড়িটি আঙুল বোনে প্রেম
সহস্র কুড়ি সন্ধ্যে জুড়ে।
“কাঠগোলাপ”
কাঠগোলাপের হলুদ ছোঁয়ায়
আমি খুঁজে পাই তোমায়,
কাঠগোলাপের সাদার মায়ায় লেপ্টে রয়েছো তুমি,
কাঠগোলাপের প্রত্যেকটা পাপড়ি মনে হয় যেনো,
প্রত্যেকটা তোমার নামের অক্ষর।
কাঠগোলাপের মুক্ত সুবাসে,
আমি অনুভব করি তোমাকে।
কাঠগোলাপের স্নিগ্ধ চেহারায়,
তোমার মুখ ভেসে ওঠে।
কানের পাশে কাঠগোলাপ জরিয়ে রাখলে মনে হয় যেনো তুমি আমার কত নিকটে।।




লেখা ও ছবি : চৈতী মল্লিক
আপনারা যারা কাঠ গোলাপ ফুলের নাম শুনেছেন কিন্তু তা দেখেননি তাদেরকে বলব যে এই ফুলের ছবিগুলো আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন এগুলো আপনাদের অনেক পরিচিত একটা ফুল। আমাদের আশেপাশে এই ফুলগুলো পাওয়া যায় বলে আমরা খুব সহজেই তা সংগ্রহ করতে পারি এবং এই ফুলগুলো আমরা এতটাই ভালবাসি যে প্রথম দেখাতেই আমাদের কাছে খুব ভালো লাগে। তাই কাঠগোলা ফুল নিয়ে আপনারা বিভিন্ন ধরনের ছড়া বানাতে পারেন অথবা নিজের মনের মাধুরী মিশিয়ে চাইলে নিজেরাও কবিতা লিখতে পারেন। তবে আপনাদের সকলের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে যে কবিতা গুলো সংগ্রহ করেছি এগুলো আপনারা পড়ে নিলেও বুঝতে পারবেন একজন কবি কতটা ডেডিকেশন লেভেল দিয়ে এই কবিতাগুলো লিখেছেন।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের চাহিদার তথ্য সরবরাহ করা। আর সেই জন্য আপনারা যেহেতু কাঠ গোলাপ গুলো ফুল পছন্দ করেন সেহেতু আমরা কার্ডগুলো ফুলের বিষয়ে লেখা অথবা এই ফুলগুলোর কথা উঠেছে এমন সকল কবিতা সংগ্রহ করেছি। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা কাঠ গোলাপ ফুলের কবিতাগুলো সংগ্রহ করে নিন এবং এই কবিতাগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যদি একজন ফুল প্রেমের কাছে পৌঁছে দিতে চান তাহলে তা পৌঁছে দিলে তারাও এ ধরনের কবিতা পড়ার সুযোগ পাবে। নিচের দিকে প্রদান করা এই কবিতাগুলো আপনারা দেখে নিন এবং তা সংগ্রহ করে নিন।
Leave a Reply