লিজেন্ড অর্থ কি? লিজেন্ড মানে কি?

বিভিন্ন জায়গায় আমরা কোন ব্যক্তিকে তাদের কথার প্রশংসা অথবা কাজের প্রশংসা অনুসারে বসে থাকে সেই ব্যাক্তি লিজেন্ড। লিজেন্ড শব্দের অর্থ কি এবং লিজেন্ড শব্দের সচরাচর যে সকল অর্থ আমরা জেনে থাকি তাদের বলবো যে এ সকল শব্দের বাইরে অন্য কোন অর্থ রয়েছে কিনা তা আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নিবেন। আমরা যদি লিজেন্ট এর সংজ্ঞা প্রদান করতে যাই তাহলে বলব যে, লিজেন্ড হলো এমন এক ধরনের রূপকথা যা প্রাচীনকালে ব্যবহার করা হতো এবং এই লেজেন্ড মিথলজিতে উঠে এসেছে।
বিভিন্ন পৌরাণিক কাহিনীতে নায়কদের বিরুদ্ধে কাহিনী গুলো খুব সুন্দরভাবে যখন বর্ণিত হতো এবং সেখান থেকে একজন নায়ক যখন সকল দিক থেকে সফলতা অর্জন করত তখন সেটাকে আমরা লেজেন্ড হিসেবে বলতাম বা জানতাম। তবে আপনারা যারা একক শব্দ লেজেন্ড এর অর্থ জানতে চাইছেন তাদেরকে আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা তা জানিয়ে দেবো। তবে আমরা যদি মিথলজিক্যাল তথ্য অনুসরণ করে এটার অর্থ বের করতে যাই তাহলে দেখা যাবে যে লিজেন্ড শব্দের অর্থ হচ্ছে সাধু কাহিনী বা পৌরাণিক কাহিনী।
তবে লিজেন্ড শব্দের যে অর্থ আমরা সবচাইতে গ্রহণযোগ্য বলে মনে করি সেটার অর্থ হলো কিংবদন্তি। আমরা অনেক সময় অনেক তথ্যে অথবা অনেক সংবাদপত্রের নিউজে দেখতে পাই যে কোন একজন ব্যক্তি ভালো কাজ করার জন্য তাকে লিজেন্ড উপাধি দেওয়া হচ্ছে। যখন কোন ব্যক্তি ভালো কাজের জন্য সকলের সাড়া পাই এবং সকলেই তার কাজের প্রশংসা করে অথবা তার সৃজনশীলতার মাধ্যমে কোন একটা বর্তমান সমসাকে দূরে সরিয়ে এর সমাধান বের করে তখন আমরা তাকে লিজেন্ড বলি।
অর্থাৎ মেধা এবং মননের মাধ্যমে যারা নিজ নিজ পরিচয় সকলের কাছে ফুটিয়ে তোলে এবং সকলের কাছে ভালোবাসার পাত্র হয়ে ওঠে তারাই হচ্ছে লিজেন্ড। আর লিজেন্ড শব্দের অর্থ কিংবদন্তি হওয়ার ক্ষেত্রে শব্দটি বিশেষ যুক্তি সঙ্গত রয়েছে। কিংবদন্ত শব্দটির দ্বারা আমরা বুঝতে পারি যে কোন একজন ব্যক্তি কোন একটা বিষয়ে পারদর্শী এবং এক্ষেত্রে তার অধিক দক্ষতার কারণে আমরা তাকে লিজেন্ড বলে থাকি। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে লিজেন্ট অর্থ কি অথবা লিজেন্ড মানে কি এটার প্রশ্নের উত্তর প্রদান করতে পেরেছি এবং এটার মাধ্যমে আপনারা এই তথ্য জেনে নিতে পারবেন বলে আপনাদের অনেক সুবিধা হবে।