মানুষের শরীরে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে যকৃত। এই যকৃতের ইংরেজি নাম হচ্ছে লিভার যেটাকে আমরা বাংলাতেও বলে থাকি। সাধারণত যারা মেরুদন্ডী প্রাণী রয়েছে এবং মেরুদন্ড প্রাণী ছাড়া অন্যান্য কিছু প্রাণী দেহের অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে এই যকৃত। আজকে আমরা সেই যকৃত সম্পর্কে জানব এবং এই যকৃত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার চেষ্টা করব।
আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন এবং আল্লাহ তা’আলা প্রত্যেকটি জিনিস মানুষকে খুব সুন্দরভাবে এবং সুখ্য ভাবে দিয়েছেন। আল্লাহতালা সৃষ্টির সুন্দর নিদর্শন হচ্ছে আমাদের লিভার আজকে আমরা সেই লিভার সম্পর্কে জানব এবং কতটা সুন্দরভাবে এটা আমাদের শরীরে আল্লাহতালা প্রতিস্থাপন করেছেন সেটাও আমরা জানবো। তাহলে চলুন আজকে আমরা যকৃত বা লিভারের ধরন সম্পর্কে জানি এবং এটা শরীরের কোথায় অবস্থান করছে এবং এর অন্যান্য বৈশিষ্ট্য গুলো জানি।
লিভারের বৈশিষ্ট্য
সাধারণত মানব শরীরে যে লিভার থাকে সেই লিভারে দুই ধরনের কোষ দ্বারা তৈরি করা হয় এবং এই দুই ধরনের কোষের নাম হচ্ছে প্যারেনকাইমাল এবং নন-প্যারেন্টাই মাল। যকৃত প্যারেনকাইমাল কোষ কে হিপাটুসাইট বলে যা আয়তনে ৮০%। রক্ত প্রবাহের ক্ষেত্রে যকৃতের দুই পাশে রক্তে প্রবাহিত হয় এবং পোর্টাল শিরা এবং হেপাটিক ধমনীর মাধ্যমে এই রক্ত যকৃতের দুই পাশে প্রবাহিত হয়। এই দুইটি শিরার মাধ্যমে রক্ত আসার ক্ষেত্রে শতকরা ৭৫ ভাগ রক্তে আসে পোর্টাল শিরার মাধ্যমে এবং অক্সিজেন সরবরাহের উৎস থেকে নিশ্চিত হয়।
এছাড়াও যদি যকৃতের বৈশিষ্ট্যের কথা বলতে হয় তাহলে এর কাজের কথা কোনভাবে বাদ দেওয়া যাবে না। লিভারের প্রধান কাজ হচ্ছে পরিপাক করা এবং দেখা যায় যে যকৃত থেকে পিত্তরস নিশ্চিত হয় যা খাদ্য পরিপাকের বিশেষ করে স্নেহজাত খাদ্য পরিপাকে একটি অতি প্রয়োজনীয় উপাদান। রক্তে থাকা অতিরিক্ত গ্লুকোজ কে যকৃত গ্লাইকোজেন রূপে সঞ্চালিত করে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। এছাড়া সকল ধরনের ভিটামিন যকৃতে সঞ্চিত হয় এবং রক্তের প্লাজমা প্রোটিন যকৃতির সংশ্লেষিত হয়।
লিভার মানব দেহের কোন পাশে থাকে
সাধারণত লিভারের অবস্থান যদি আপনাকে ক্লিয়ার ভাবে বোঝানো হয় তাহলে কোন ছবি ছাড়া এটা বোঝানো জটিল একটি ব্যাপার। তাই আমরা আমাদের এই আর্টিকেলে একটি ছবি সংযুক্ত করার চেষ্টা করেছি যে ছবির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমাদের দেহে সাধারণত লিভার কোথায় অবস্থান করে। এটা মানবদেহের একেবারে মাঝের দিকে অবস্থান করে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হার্টের নিচের অংশ থেকে লিভারের অবস্থান শুরু হয়। এরপরে সেটা বাঁকা হয়ে ডান সাইডে বিস্তৃত করে আমাদের পেটের মাঝখান বরাবর।
তাই যাদের মনে সাধারণত এটি ধারণা রয়েছে লিভার দেহের যেকোনো একপাশে অবস্থান করে আমি বলব এই ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের আর্টিকেলে ছবি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে লিভার বাম দিক থেকে শুরু হয় এবং কিছুটা লম্বাটে গোল আকৃতির এই লিভার আমাদের শরীরের মধ্যে আসে বাম দিক পর্যন্ত বিস্তৃত হয়।
আমরা যে খাবার খেয়ে থাকি সেই খাবার আমাদের খাদ্য নালি দিয়ে বামদিকের অংশে লিভারে প্রবেশ করে এবং সেটা লিভারে পরিপাক হওয়ার পর ডান দিকের নিচের অংশে যে নারী আছে তার মাধ্যমে আস্তে আস্তে লিভার থেকে বেরিয়ে যায়। এইভাবে আমাদের শরীরে খাদ্য পরিপাক হয় যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মানবদেহে লিভার এর গুরুত্ব
সাধারণত আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ তবে লিভার এমন একটি অঙ্গ যেটা মানব দেহের না থাকলে হয়তো মানুষ বেঁচে থাকতে পারবে না। তার কারণ হলো শক্তির সকল উৎস আমরা খাদ্য থেকে পাই এবং সেই খাদ্য পরিপাকে লিভার আমাদের কাজ করে তাই সেই লিভারে যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের পুরো শরীর অচল হয়ে যাবে।
Leave a Reply