
অনেক সময় বিভিন্ন পরীক্ষায় লব্ধ দিয়ে বাক্য গঠন করার কথা বলা হয়ে থাকে। যেকোনো ধরনের বাক্য গঠন করার ক্ষেত্রে সর্ব প্রথমে আমাদের শব্দের সঙ্গে পরিচয় থাকতে হবে। কারণ আপনি যদি শব্দের অর্থ সঠিকভাবে না জেনে থাকেন তাহলে সেটা দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন অথবা কিভাবে সেটা অর্থপূর্ণ একটা বাক্য হবে তা বুঝতে পারবেন না। তাই আজকে আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে পরীক্ষায় সর্বোচ্চ কমন আসা লব্ধ শব্দ দিয়ে বাক্য গঠন করার প্রক্রিয়া জানিয়ে দেব।
আপনারা যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন সেহেতু শেষ পর্যন্ত এই পোস্ট পড়ার মধ্য দিয়ে লব্ধ দিয়ে বাক্য গঠন করার উদাহরণ দেখে নিবেন এবং লব্ধ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয় সে বিষয়টি জেনে নিবেন। আমরা মনে করি যে আমাদের ওয়েবসাইটের এই পোস্ট আপনাদের অনেক কাজে লাগবে এবং এই পোস্ট থেকে আপনি যখন লব্ধ শব্দের পুরো অর্থ জানতে পারবেন তখন আপনার জন্য বাক্য গঠন করা আহামরি কঠিন কোন বিষয় হবে না।
বাংলা বিষয়ে আপনারা যখন পরীক্ষা দিয়ে থাকেন তখন বিশেষ করে প্রাইমারি শিক্ষার্থীদের বিভিন্ন শব্দের বাক্য গঠন করা লাগে। বাক্য গঠন করার ক্ষেত্রে আপনারা যখন ব এবং ধ- যুক্ত আছে এমন শব্দ দিয়ে বাক্য গঠন করেন তখন সেখানে লব্ধ শব্দটি প্রায় চলে আসে। লব্ধ শব্দটি আপনারা যখন দেখে থাকেন তখন আপনাদের কাছে মনে হয় এটি অর্থ কি ধরনের হতে পারে এবং এটা দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। প্রকৃতপক্ষে সঠিক অর্থ জানা না থাকলে আপনাদের জন্য বাক্য গঠন করাটা অনেক কঠিন হয়ে যাবে।
লব্ধ অর্থ – [বিশেষণ পদ] অর্জিত, লাভ হয়েছে এমন। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) লব্ধা।
লব্ধ – লব্ধ একটি বিশেষণ পদ যার অর্থ হলো অর্জিত।
লব্ধ – ব্যাবসায় অনেক টাকার লব্ধ হয়েছে তার।
লব্ধ – এ বিষয়ে তার এমন কিছু লব্ধ হয় নি।
তাই শব্দভাণ্ডার বৃদ্ধি করার জন্য যেকোনো ধরনের শব্দের অর্থ জানার জন্য সমার্থক শব্দের কোন বিকল্প নেই। বেশি বেশি সমার্থক শব্দ যখন আপনারা পাঠ করবেন তখন আপনাদের জন্য সেই শব্দের অর্থ বুঝতে সুবিধা হবে এবং আপনারা খুব সহজেই অর্থ বুঝতে পারলে বাক্য গঠন করতে পারবেন। বাংলা ব্যাকরণে পদের বিশ্লেষণের লব্ধ একটি বিশেষণ পদ। এই বিশেষণ পদটির অর্থ যারা জানতে চান তাদেরকে বলব যে এটার অর্থ হল কোন কিছু অর্জন করা। অর্থাৎ সেই লোকটি তার পরিশ্রম লব্ধ সকল ধরনের সম্পদ সংগ্রহ করেছেন। এই সম্পদ তার পরিশ্রম লব্ধ একটি বিষয়।
এরকম ধরনের আমরা বিভিন্ন উদাহরণ প্রয়োগ করতে পারি এবং এই ক্ষেত্রে আপনাদের জন্য যে দুইটি উদাহরণ প্রদান করব তাতে করে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। যখন লব্ধ শব্দের অর্থ অর্জিত তখন আপনারা যখন এটা দিয়ে বাক্য গঠন করবেন তখন লব্ধ শব্দের বাক্য ও গঠন করার ক্ষেত্রে “ব্যবসায় অনেক টাকা লব্ধ হয়েছে তার” এই বাক্যটি ব্যবহার করতে পারেন।
তাছাড়া এ বিষয়ে তার এমন কিছু লব্ধ হয়নি কথাটি উল্লেখ করলেও খারাপ দেখাবেনা। অর্থাৎ কোন কিছু অর্জন করা অর্থে অথবা কোন কিছু অর্জন না করা অর্থে আপনারা লব্ধ শব্দটি হ্যাঁ বোধক অথবা না বোধক বাক্য হিসেবে তৈরি করতে পারেন। আমরা মনে করে যে এই পোষ্টের মাধ্যমে লব্ধ শব্দের অর্থ এবং বাক্য আপনারা পেয়ে গিয়েছেন।
Leave a Reply