ভাবসম্প্রসারণ: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে / মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই

ভাবসম্প্রসারণ: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে / মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই

ভাব সম্প্রসারণ:
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবার চাই।

মূলভাব: এই পৃথিবী বড় মায়াময়। বড়ই সুন্দর। কিন্তু মানুষের জীবন সংক্ষিপ্ত। মানুষের ভালবাসায় প্রকৃতির সৌন্দর্য কোলে যে মায়ার বন্ধন রচিত হয় তা ছেড়ে মানুষকে পরপারে চলে যেতেই হয়। মানুষ মাত্রই মরণশীল।

সম্প্রসারিত ভাব: পরম করুনাময় আল্লাহ পাক সৌন্দর্যের সুষমা ঢেলে এই পৃথিবী কে সার্থক করেছেন। প্রকৃতি ও নিসর্গ নিচয়ে যে সৌন্দর্য বিচ্ছুরিত তার একমাত্র উপভোগকারী মানুষ। একমাত্র মানুষের মধ্যেই রয়েছে সৌন্দর্যচেতনা, সৌন্দর্য পিপাসা। পৃথিবী মানবের এক অপূর্ব লীলাক্ষেত্র। মানুষ পৃথিবীতে এসে চারদিকে জীবনের আনন্দময় প্রকাশ দেখায় এবং প্রকৃতির মধ্যে যে অনাবিল সৌন্দর্য উপভোগ করে তাদের এসে স্বর্গে যেতে চায়না।

মানুষ এ পৃথিবীর রূপ ও রস থেকে নিজের মনন ও সুকুমার চেতনাকে তৃপ্ত করে। বিস্তৃত সবুজ প্রান্তর, বন-বনানীর সমারোহ, নদীর বয়ে চলা, সমুদ্রের দৃষ্টি ছড়ানো উদারতা, ঝরনার উদ্বেল উত্তাল ছুটে যাওয়া সব কিছু দেখে মানুষের মন ভরে যায়। একই সাথে আছে মানুষের মানবিক চেতনা, নানা রূপ সামাজিক সম্পর্কের প্রেরণা। পিতা -মাতা, ভাই- বোন, সন্তান -সন্ততি, সবাইকে নিয়ে মানুষ যে জীবন রচনা করে তা ছেড়ে কারো কোথাও যেতে ইচ্ছে করে না।

মানুষের প্রতি মানুষের অগাধ ভালোবাসা- বাসিতে জীবনে যে স্বরূপটি বৃহত্তর ও পরিসরের পরিব্যপ্ত হয়ে ওঠে তা আরো সুন্দর। মানুষের মধ্যেই মানুষ খুঁজে পায় তার জীবনের অর্থ। এ যেন এক স্বর্গীয় সুখ অনা সাধিত পূর্ব সুখ। কিন্তু প্রকৃতি বড়ই নির্মম। কাঠুরিয়ার মতো সময়ের বৃক্ষ থেকে একটি একটি করে মুহূর্তের ডাল ঝরিয়ে দেয়। এক পর্যায়ে জীবন বৃক্ষের গোড়াতেই কোপ বসিয়ে দেয় ।

মানুষকে ছেড়ে যেতে হয় ক্ষুদ্র জীবনের সীমা ছাড়িয়ে অসীম লোকের সন্ধানে। মৃত্যু অনিবার্য। তাই যারা জ্ঞানী ও ধ্যানী তারা মৃত্যুকে অস্বীকার করতে চান নি। যদিও জীবনের মায়া অসীম, এ ব্যাপারে তাদেরও কোনো প্রশ্ন নেই। অনিবার্যতাকে অস্বীকার না করে তারা তাই মানুষের মাঝেই নিজের কীর্তি ও সৃষ্টিকর্ম দ্বারা অন্তহীনকাল বেঁচে থাকতে চেয়েছেন। এই বেঁচে থাকবার প্রত্যয় নিয়েই জীবন-পিয়াসী কবি রবীন্দ্রনাথ ঠাকুর অবশেষে মরণকে শ্যাম সমান বলে গ্রহণ করে বলেছেন, ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।’

মন্তব্য: মানুষ মরণশীল বলে একসময় এই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করতে হয়। জীবনের এই পরিণতি কে অগ্রাহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। অবশ্যম্ভাবী এই পরিনাম জেনেও মানুষ এই পৃথিবীর রূপ- রস- গন্ধে আকৃষ্ট হয়ে তার রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর কথা ভুলে গিয়ে আমৃত্যু বেঁচে থাকতে চাই।

উপরের যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করা হলো তা অবশ্যই আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা বেশি বেশি করে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে আপনার হাতের কাছে পৌঁছে যাবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*