মহরম কত তারিখে ২০২৪ আশুরা ২০২৪ কত তারিখে? ১০ মহরম কত তারিখে

মহরম কত তারিখে ২০২১, আশুরা ২০২১ কত তারিখে? ১০ মহরম কত তারিখে

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভাল রয়েছেন। আপনাদের জন্য আজকে আমরা মহররম ও আশুরা সম্পর্কে কিছু কথা বলব। এই কথার মধ্যে আপনারা মহরম কত তারিখে এবং আশরা কত তারিখে তা জানতে পারবেন। তাছাড়া 10 মহররম ইংরেজি মাসের কত তারিখে পড়বে তা জানতে হলে এই পোস্টটি পড়ে দেখতে পারেন।

আর যারা আশুরার রোজা রাখতে চান তারা এই পোষ্টের শেষের দিকে সেই রোজা রাখার তারিখে জানতে পারবেন। তাছাড়া আশুরার সঠিক হাদিস এবং রোজা রাখার সঠিক হাদিস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মহররম এবং আশুরা সম্পর্কে যাবতীয় তথ্য নির্ভুলভাবে এবং সঠিকভাবে জানার চেষ্টা করি।

মহরম কত তারিখে ২০২৪

বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই মনে করে থাকেন যে, মহররম ও আশুরা অনুষ্ঠিত হয়ে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কারবালার ময়দানে মৃত্যুবরণের জন্য। অনেকেই মৃত্যু দিনকে স্মরণ করে মনকে শোকাবহ করে তুলে রোজা রাখেন। অনেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর দৌহিত্রের শাফায়েত পাওয়ার জন্য এমনটা করে থাকেন। তবে এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা এবং কাজ। আজকে আপনাদের এ সম্পর্কে আমরা সঠিক হাদিস জানাবো। সেই সাথে আপনারা এই আশুরার রোজা কত তারিখে রাখবেন তারা সঠিক তারিখ পেয়ে যাবেন।

হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউন এবং তার শত্রুদের মৃত্যুভয় দরিয়ার ভেতর দিয়ে পার হচ্ছিলেন। মহান আল্লাহ তায়ালা তাদের কে বাঁচিয়ে রাখার জন্য দরিয়ার ভেতর দিয়ে রাস্তা তৈরি করে দেন এবং সে রাস্তা দিয়ে মুসা আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাথীগণ পার হয়ে যান নিরাপদে। ফেরাউন এবং তার শূন্যতা যখন মাঝ পথে গেলেন তখন রাস্তাকে বাণীতে রূপান্তরিত করলেন এবং ফেরাউন এবং তার শন্যরা মৃত্যুবরণ করলেন।

মহরম রোজা কত তারিখে

এই ঘটনা ঘটেছিল আরবি মাসের 10 তারিখে অর্থাৎ 10 মহররম এ। মহান আল্লাহর অস্তিত্ব রক্ষার্থে এবং আল্লাহর পেয়ারা বান্দা কে রক্ষার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা গ্রহণ করেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম অভিনয় গেলেন এবং সবাইকে এ বিষয়ে রোজা থাকতে দেখলেন। তারপর তিনি তাদেরকে রোজা থাকার বিষয়ে ইতিবাচকতা পোষণ করলেন।

এছাড়াও আশুরার রোজা রাখার পেছনে অনেকগুলো হাদিস হয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের ক্ষমা প্রার্থনা করা এবং অন্যান্য হাদিস রয়েছে। তবে এগুলোর পেছনে জোরালো হাদিস এবং দলিল পত্র দিনেই বলে মূসা আলাইহিস সালামের বিপদ থেকে মুক্তি পাওয়া বা জয়লাভ করার হাদীসটি জোরালোভাবে দেখা হয়। তবে অনেক মানুষ মনে করে থাকেন কারবালার ময়দানে এজিদের দ্বারা হযরত হুসাইন রাযি আল্লাহু আনহা শহীদ হন। আর এই শহীদ হওয়াকে কেন্দ্র করে মুসলমানেরা রোজা রাখেন। যেহেতু এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর মৃত্যুর পর ঘটেছে এবং মৃত্যুর পর সকল ধরনের শরীয়ত তৈরি বন্ধ হয়ে গেছে, সেহেতু এই নিয়ম মানার জায়েজ নয়।

মহরম কত তারিখে ২০২৪ ?

মহররম 2021 সালের 20 তারিখে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে মহরম শুরু হচ্ছে। এই দিনটিকে আপনারা আল্লাহ তা’আলার জন্য ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারেন। সেজন্য বাংলাদেশ 20 আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা মহরম কত তারিখে তা জানতে পেরেছেন। উল্লেখ্য যে আরবি হিজরী সন 1443 শুরু হয়েছে বাংলাদেশে 11 আগস্ট থেকে। বাংলাদেশের চাঁদ দেখা যায়নি বলে সৌদি আরবের এক দিন পর থেকে বাংলাদেশে মাস গণনা শুরু হয়েছে।

আশুরা ২০২৪ কত তারিখে?

আশুরা শব্দের অর্থ দশ। এই আশুরা আরবি হিজরী বছরের মহরম মাসের দশ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসেবে আশুরা বাংলাদেশ 2021 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের 20 তারিখে আশুরা পালিত হবে এবং তার আগেরদিন মানুষজন ইবাদত-বন্দেগী করায় এবং রাত জাগার কারণে সরকারি ছুটি হিসেবে 20 তারিখে আশুরার ছুটি ঘোষণা করা হয়েছে।

১০ মহরম ২০২৪ কত তারিখে?

আপনি কি 10 মহরম কত তারিখে হবে তা জানতে চান? তাহলে সেই তথ্য আমাদের ওয়েবসাইটের উপরের দিকে উল্লেখ করা হয়েছে। 10 মহররম হবে আগস্ট মাসের 20 তারিখে। যারা মহররম এবং আশুরা পালন করে থাকেন তারা উপরের হাদীসটি পড়ে নিতে পারেন অথবা নিচের দিকে পিডিএফ ফাইল আকারে হাদিস দেওয়া আছে। যারা রোজা রাখবেন বলে ঠিক করেছেন তারা যেন অবশ্যই সঠিক হাদিস মেনে এবং সঠিক নিয়তে রোজা পালন করে থাকবেন। এতে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে এবং আল্লাহকে সন্তুষ্ট করা যাবে।

আশুরার রোজা কত তারিখে ২০২৪ ?

যারা আশুরার রোজা রাখতে চান তারা দুইটি রোজা রাখবেন। সেটা হল মহররম মাসের 9 তারিখে এবং 10 তারিখে। তবে ইংরেজি মাসের হিসাবে আগস্ট মাসের 19 তারিখে এবং 20 তারিখে আপনারা দুইটি রোজা থাকবেন। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা আজ তার রোযা এবং রোজা রাখার সঠিক নিয়ত সম্পর্কে জানতে পেরেছেন। প্রত্যেকের শারীরিক সুস্থতা কামনা করছি এবং সকলেই যেন আল্লাহর পথে সময়কে ব্যয় করেন সেই কামনা করছি।

https://www.youtube.com/watch?v=fKrxc5SIMpo

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*