ইসলামিক সাহাবীদের নাম অর্থসহ

ইসলামিক সাহাবীদের নাম অর্থসহ

আমাদের আজকের আর্টিকেলটির বিষয়বস্তু হচ্ছে ইসলামিক সাহাবীদের অর্থসহ নাম সম্পর্কে আলোচনা করা। এখানে বিভিন্ন ধরনের ইসলামিক নাম অর্থসহ এবং সাহাবীদের নাম অর্থসহ আলোচনা করা হয়েছে। এখান থেকে যদি আপনি আপনার সন্তানের নাম রাখার জন্য বিভিন্ন রকম ইসলামিক নাম খুঁজেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। আবার সে সকল নামের অর্থ গুলো খুব সহজে জানতে পারবেন। আর এখানে মূলত ছেলে শিশু এবং মেয়ে শিশুদের নাম রাখার জন্য বিভিন্ন ধরনের ইসলামিক নাম আর সাহাবীদের নাম এবং তাদের নামের অর্থের সন্নিবেশ ঘটনোর চেষ্টা করেছি।

আপনি আপনার মেয়ে শিশুদের নাম বেছে নেওয়ার জন্য যেমন এই আর্টিকেলটি উপকারী হবে তেমনি ভাবে ছেলে শিশুটির নাম রাখার জন্যও এই আর্টিকেলটি সহায়ক ভূমিকা পালন করবে। তাই আর দেরি না করে আপনি আপনার প্রিয় সন্তানের বা বাচ্চার নাম রাখার জন্য আমাদের আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারেন। আশা করি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর নাম পেয়ে যাবেন। যেগুলো আপনার শিশুর নাম রাখতে পারেন।

বাচ্চাদের ইসলামিক নাম রাখার মাধ্যমে সেই বাচ্চার উপর আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়। তাছাড়া সেই পিতা-মাতার উপরও আল্লাহ অনেক খুশি হয়। তাই প্রত্যেকটা মুসলিমের উচিত তাদের বাচ্চাদের নাম ইসলাম অনুসারে বা সাহাবীদের নাম অনুসারে রাখা। কেননা বাচ্চাদের নাম রাখার জন্য পরকালীন জীবনে পিতা-মাতাকে জবাবদিহিতা করতে হবে। তারা যেমন ইসলামিক নাম বা সাহাবীদের নাম অনুসারে বাচ্চাদের নাম রাখলে সম্মানিত হবে, মর্যাদার অধিকারী হবে। তেমনি ভাবে তারা যদি ইসলাম অনুসারে ইসলামিক নাম না রাখে তাহলে তার জন্যও তাদেরকে জবাবদিহি করা হবে। আর শাস্তির ব্যবস্থা করা হবে। তাই অন্তত পরকালের বিষয়টি ভেবে হলেও আমাদের উচিত বাচ্চাদের নামটি ইসলাম অনুসারে রাখা বা সাহাবীদের নাম অনুসারে রাখা।

কিন্তু অনেকেই দেখা যায় যে তাদের পছন্দমত নাম খুঁজে পায় না বা কি নাম রাখলে অনেক সুন্দর দেখাবে অথবা কোন নামটি খুবই চমৎকার কিংবা ইউনিক নাম অনেকেই খোঁজ করে। কিন্তু খুব সহজে পায় না। এজন্য তারা যেন খুব সহজে বিভিন্ন ধরনের চমৎকার ইসলামিক নাম পেয়ে যায় এবং সাহাবীদের নাম পেয়ে যায়। আর সে সকল নামের অর্থ জানতে পারে তাই আমাদের আজকের আর্টিকেল সাজানো হয়েছে। এখান থেকে আপনি খুব সহজে বিভিন্ন রকমের চমৎকার সব ইসলামিক নাম সংগ্রহ করে নিতে পারবেন। আর এই নাম অনুসারে বাচ্চার নামও রাখতে পারবেন।

নিচে কিছু ইসলামিক নাম ও সাহাবীদের নাম দেয়া হলো এবং সেই সকল নামের অর্থ দেয়া হলো। আশা করি এখান থেকে আপনি আপনার পছন্দমত ছেলে এবং মেয়ে শিশুর নাম রাখার জন্য বিভিন্ন নাম পেয়ে যাবেন। আর আজকের আর্টিকেলটির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন। নিচে কিছু অর্থসহ নাম দেওয়া হলো:
১. অমিত হাসান অর্থ সুদর্শন।
২.অলি আহাদ অর্থ একক বন্ধু।
৩. আওয়াল অর্থ প্রথম।
৪.আকবর অর্থ মহান।
৫. আতহার অর্থ অতি পবিত্র।
৬. আতিক অর্থ সম্মানিত।
৭. আদম অর্থ মাটির সৃষ্টি।
৮. আদিল অর্থ ন্যায় বিচারক।
৯. ইকবাল অর্থ উন্নতি।
১০. ওয়াহীদ অর্থ অদ্বিতীয়।
১১. করিম অর্থ দয়ালু।
১২. কামাল অর্থ পূর্ণতা।
১৩. কুরবান অর্থ ত্যাগ।
১৪. কাদের অর্থ সক্ষম।
১৫. খালেদ অর্থ চিরস্থায়ী।
১৬.খতিব অর্থ বক্তা।
১৭. খালিদ অর্থ অটল
১৮. গণি অর্থ ধণি।
১৯. গালিব অর্থ বিজয়ী।
২০.দবির অর্থ চিন্তাবিদ।
২১. ফারহান অর্থ প্রফুল্ল।
২২. বদর অর্থ পূর্ণিমার চাঁদ।
২৩. মাসুদ অর্থ স্বাক্ষী বা সৌভাগ্যবান।
২৪. মাহতাব অর্থ চাঁদ।
২৫. রাফি অর্থ উঁচু।
২৬. রাফাত অর্থ দয়া
২৭ রাহাত অর্থ সুখী বা প্রফুল্ল।
২৮. লতিফ অর্থ মেহেরবান।
২৯. শফিক অর্থ দয়ালু।
৩০.শাদমান অর্থ আনন্দিত বা হাসি-খুশি।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*