নাটোর থেকে সান্তাহার যাওয়ার জন্য আপনার যেই সকল ট্রেনগুলোর প্রয়োজন সেই সকল ট্রেনের তথ্য আপনারা আমাদের এই আর্টিকেল থেকে সংগ্রহ করতে পারবেন। অনেক সময় অনেকে ট্রেনের বিভিন্ন তথ্য খোঁজাখুঁজি করে কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারে না। তবে আপনারা যারা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য খোঁজাখুঁজি করবেন তারা অবশ্যই সেই তথ্যগুলো খুঁজে পাবেন।
আমরা আমাদের এই ওয়েবসাইটকে এমন সুন্দর ভাবে সাজাতে চেয়েছি যে, কোন ধরনের তথ্য বাদ না থাকে ট্রেন সম্পর্কে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নাটোর হতে সান্তাহার ট্রেনের সকল ধরনের সিডিউল এবং টিকিটের মূল্য সম্পর্কে। আশা করব আপনারা এখান থেকে আপনার প্রয়োজনীয় এবং আপনার উপযুক্ত তথ্যটি খুঁজে পাবেন যাতে করে আমরা আপনাদের উপকৃত করতে পারব। আপনাদের বলে রাখি যে নাটোর থেকে সান্তাহার রেলযোগে দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার।
নাটোর টু সান্তাহার ট্রেনের সময়সূচী
নাটোর থেকে সান্তাহার যাতায়াতের জন্য আপনার কাছে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের সুযোগ থাকছে। এই আন্তঃনগর ট্রেনগুলোতে যাতায়াত করার পরিমাণ বর্তমানে বৃদ্ধি পেয়েছে তার প্রধান কারণ হলো এর সুযোগ সুবিধা গুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত সময় মেনে এ ট্রেনগুলো চলাচল করে বলে এই ট্রেনের যাত্রীরা সময়মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে।
একতা এক্সপ্রেস (705)
এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি নাটোর থেকে সান্তাহার এই রুটে চলাচল করে। যদি এই ট্রেন নাটোর থেকে সান্তাহার এর জন্য আলাদাভাবে নির্ধারিত কোনো ট্রেন না তবে এই ট্রেনে নির্ধারিত কিছু আসন রয়েছে যে আসনগুলোতে আপনি টিকিট কেটে যেতে পারবেন। একতা এক্সপ্রেস এর সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। একতা এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন থেকে ছেড়ে যায় 15:10 এবং সান্তাহার স্টেশন এ পৌছায় 16:01।
রুপশা এক্সপ্রেস (727)
আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যা নাটোর থেকে সান্তাহার এই রুটে বহুদিন যাবৎ চলাচল করছে। রুপসা এক্সপ্রেস ট্রেন প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে অর্থাৎ সরকারি নিয়ম মেনে প্রতি বৃহস্পতিবার এই ট্রেনের ছুটির দিন। রুপসা এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন থেকে ছেড়ে যায় 12:03 এবং সান্তাহার স্টেশনে পৌঁছায় 13:10।
বরেন্দ্র এক্সপ্রেস (731)
নাটোর থেকে সান্তাহার রুটে চলাচলকারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আসলেও নাটোর থেকে নির্দিষ্ট কিছু আসন বরাদ্দ আছে যে আসনগুলোতে যাত্রীরা টিকিট কেটে যাতায়াত করতে পারবে সান্তাহার পর্যন্ত। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার সরকারি নিয়ম মেনে ছুটিতে থাকবে। এই ট্রেনের নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 16:18 এবং সান্তাহার স্টেশনে পৌঁছানোর সময় হল 17:10।
তিতুমীর এক্সপ্রেস (733)
তিতুমীর এক্সপ্রেস আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যা নাটোর থেকে সান্তাহার এ রুটে নিয়মিত চলাচল করে এবং তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন হলো বুধবার। এই ট্রেনে রয়েছে কিছু সংরক্ষিত আসন যে আসনে আপনি টিকিট কেটে যেতে পারবেন। তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নাটোর ছাড়ার নির্ধারিত সময় হল 7:47 এবং সান্তাহারে পৌঁছানো নির্ধারিত সময় হল 8:45।
সীমান্ত এক্সপ্রেস (787) নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে নাটোর থেকে সান্তাহার এই রুটে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সোমবার এবং এই ট্রেন নাটোর স্টেশন ছেড়ে যায় 1:55 এবং সান্তাহার স্টেশনে পৌছায় 2:50।
নাটোর টু সান্তাহার মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নাটোর থেকে সান্তাহার দুইটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে একটি হলো রকেট এক্সপ্রেস (23) এবং অন্যটি হলো উত্তরা এক্সপ্রেস (31)। যেহেতু এগুলো মেইল এক্সপ্রেস অর্থাৎ লোকাল ট্রেন তাই এই ট্রেনের কোন ছুটির দিন নেই।
ট্রেনের ভাড়ার তালিকা
নাটোর থেকে সান্তাহার যেতে হলে আপনাকে আসনবিন্যাস অনুযায়ী যে ভাড়া দিতে হবে সেই ভাড়া এখন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। শোভন 45 টাকা, শোভন চেয়ার 55 টাকা, প্রথম আসন 90 টাকা, প্রথম বার্থ 110 টাকা, স্নিগ্ধা 100 টাকা, এসি আসন 110 টাকা, এসি বার্থ 160 টাকা।
Leave a Reply