দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। দেখতে দেখতে আরো একটি বিশ্বকাপ চলে এসেছে দুয়ারে। হাতে মাত্র আর কয়েকটি দিন। ২০২৪ বিশ্বকাপের পর্দা উঠতে চলেছে বিশ নভেম্বর থেকে। ৩২ টি দল শিরোপার লড়াই অংশগ্রহণের জন্য অলরেডি তাদের স্কোয়ার্ড ঘোষণা করে দিয়েছে। লক্ষ লক্ষ ভক্ত সমর্থক এখন থেকেই বিশ্বকাপের খবরাখবর রাখতে শুরু করেছেন।
২০২৪ বিশ্বকাপে ব্রাজিল দলের কোচ হচ্ছেন তিতে। গত কয়েকদিন আগে তিতে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন। ব্রাজিলের স্কোয়াডে তারকা ফুটবলারদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই স্কোয়াডে ডাক পেয়েছেন নেইমার, দানি আলভেজ, থিয়াগো সিলভার মত খেলোয়াররা। ব্রাজিলকে এবারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন ব্রাজিল হচ্ছে পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল । গতবারের বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তাই এ বছর তারা শিরোপা জিততে মরিয়া হয়ে উঠবে।
কিছুদিন আগে নেইমার ঘোষণা দিয়েছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। যদি এটা নেইমারের বিশ্বকাপ হয় তাহলে নেইমার নিশ্চয়ই শেষ বিশ্বকাপে শিরোপা নিয়েই ঘরে ফিরতে চাইবেন। নেইমার এর আগে ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ খেলেছিলেন সেখানে মোটামুটি ভালই পারফরম্যান্স ছিল। ২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার সাথে ম্যাচে মেরুদন্ডে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমার। সেবার জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয়ে সেমিফাইনালে বিদায় নেয় স্বাগতিক ব্রাজিল।
ব্রাজিল শেষ বিশ্বকাপ টি জিতেছিল প্রায় ২০ বছর আগে। এর মাঝে তারা কোপার মত শিরোপা জিতেছে কিন্তু বিশ্বকাপ ছোঁয়াটা হয়ে ওঠেনি। এবছর নেইমারের মত তারকা ফুটবলার নিশ্চয়ই চাইবেন প্রায় ২০ বছরের আক্ষেপ ঘোচাতে।
মেসি পিকচার, মেসির ছবি ডাউনলোড
ব্রাজিলের ভক্ত সমর্থকের সংখ্যা অনেক বেশি। সেই পেলে থেকে শুরু করে রোনালদো পর্যন্ত কিংবদন্তিরা ব্রাজিল দলে খেলেছেন। ব্রাজিল বরাবরই বিশ্বকাপে ফেভারেট দল হিসেবে খেলেছে। এ বছর ও তাদের তারকা ফুটবলার নেইমার ছাড়াও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। গাবরিয়েল জেসুস, রিচার্লিসনের মত মত উদীয়মান তারকারা রয়েছেন দলে। গোলপোস্ট সামলানোর দায়িত্ব রয়েছে আলিসন বেকারের উপর।
নেইমারের ভক্ত সমর্থক রা বিশ্বকাপের আগে নিশ্চয়ই চাইবেন নিজেদের ফেসবুক ওয়ালে নেইমারের বিভিন্ন ছবি শেয়ার করতে। নেইমারের সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের আর্টিকেলগুলোতে ভিজিট করতে পারেন। আমাদের কাছে নেইমারের অসাধারণ কিছু মুহূর্তের ছবি রয়েছে । নেইমারের গোল করার ছবি অথবা অ্যাসিস্ট করার ছবিগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন। নেইমারের অনুশীলনের অসংখ্য ছবি যেগুলো টুইটার ও ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য।
নেইমারের সমালোচনাকারীর সংখ্যা কিন্তু কম নয়। সাধারণত বেশি বেশি ইনজুরি তে পড়ার জন্য নেইমারকে নিয়ে ভীষণ সমালোচনা হয়। অনেক ইউটিউবাররা ট্রল করার জন্য নেইমারের বিভিন্ন ফানি পিক ব্যবহার করে থাকেন। নেইমারের হেটার্সরা এইসব ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করেন এবং মজা করেন। নেইমারের অসংখ্য ফানি পিক আমরা আমাদের পোস্টগুলোতে সংযুক্ত করতে চলেছি। এসব ছবিগুলো খুব সহজেই আপনার ডাউনলোড করে নিতে পারবেন।
আপনি যদি নিজের বন্ধুর সাথে মজা করতে চান তাহলে এই ছবিগুলো অনেক কাজে দিবে। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা নেইমারকে অনেক পছন্দ করে এবং নেইমারের নামে কোন ধরনের কটু কথা শুনতে চায় না। এমন ভক্তদের সাথে নেইমারকে নিয়ে মজা করার জন্য বন্ধুরা বিভিন্ন ফানি পিক ব্যবহার করে। মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে এইসব ছবিগুলো পাঠিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করে। শুধুমাত্র ঠাট্টার উদ্দেশ্যে এই ছবিগুলো ব্যবহার করা হয়। আমরাও ঠিক এ কারণেই ছবিগুলো সংযুক্ত করছি আপনাদের জন্য।
ফুটবলারদের নিয়ে কখনোই নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ করা ঠিক নয়। আপনার নিশ্চয় জানেন নেইমার বর্তমান সময়ের সেরা একজন খেলোয়াড়। হয়তো নিজেদের মধ্যে মজা করার জন্য দু একটি কথা বলা যায় তবে এটা মানতে হবে যে নেইমার নিজের যোগ্যতা দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছে।।
Leave a Reply