
যারা ওমানে প্রবাসী হিসেবে অবস্থান করছেন তাদের কথা মাথায় আসার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের সুবিধার্থেই তারা যে শহরে অবস্থান করছেন সেই শহরের রমজানের সঠিক সময়সূচী আমরা এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরব। এতে করে তারা খুব সহজেই একেবারে বাংলাতে রমজানের সঠিক সময়সূচী সম্পর্কে ধারণা পাবেন এবং যাতে তারা রমজান মাসের সঠিকভাবে ইবাদত করতে পারেন সেই কাজটি আরও বেশি সহজ হবে।
অনেক সময় দেখা যায় যে সেই দেশের সময়সূচির সঙ্গে আমাদের দেশের সময়সূচির মিল না থাকার কারণে অনেকেই বুঝতে পারেন না সঠিক সময়সূচী। আপনি যদি সঠিকভাবে ইফতারি এবং সঠিকভাবে সেহেরী না করেন তাহলে আপনার ইবাদত সঠিক হবে কিনা এ বিষয়ে অনেকের মধ্যে অনেক ধরনের দুশ্চিন্তা থাকে। আপনারা আমাদের এখান থেকে সেই সময়সূচি সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করুন এবং নিজের রমজানের ইবাদত গুলো সঠিকভাবে সাজানোর চেষ্টা করুন।
ওমানের ইফতারের সময়সূচি ২০২৪
ওমানের ইফতারের সময়সূচি এ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় অবশ্যই ইফতারের সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন শহরে আপনি অবস্থান করছেন তার কারণ হচ্ছে ওমানের বিভিন্ন শহরের দূরত্ব অনেক বেশি তাই সেখানে সময়সূচীরা অনেক পার্থক্য রয়েছে। আপনারা আমাদের আগের আর্টিকেলগুলো লক্ষ্য করলে দেখবেন সেখানে আমরা ওমান মাসকাট শহরের সময়সূচি উল্লেখ করেছি। তবে এই অংশের মাধ্যমে আমরা ওমানের সালালা শহরের সময়সূচী আপনাদের সামনে তুলে ধরব।
ওমানের সালালা শহরে যারা অবস্থান করছেন তাদের জন্য ইফতারির সময়সূচি প্রথম রমজান সন্ধ্যা ৬.৩৬ মিনিট। দ্বিতীয় রমজানে ইফতারের সময়সূচি একই থাকবে এবং দ্বিতীয় রমজানেও ৬.৩৬ মিনিট থাকবে ইফতারের সময়সূচি। ওমানের সালালা শহরের ইফতারের সময়সূচি থাকবে চার রমজান থেকে ৮ রমজান পর্যন্ত সন্ধ্যা ৬.৩৭ মিনিট। নয় রমজান থেকে ১৪ রমজান পর্যন্ত ইফতারের সময়সূচি থাকবে সন্ধ্যা ৬.৩৮ মিনিট। ১৫ই রমজান থেকে একেবারে ১৯ রমজান পর্যন্ত ওমানের সালালা শহরে যারা অবস্থান করছেন তারা ইফতারি করতে পারবেন সন্ধ্যা ৬.৩৯ মিনিট থেকে।
ওমানের সেহেরির সময়সূচী ২০২৪
এই অংশের মাধ্যমে আমরা আপনাদের ওমানের সালালা শহরে যে সকল প্রবাসী ভাই এবং বোনের অবস্থান করছেন তাদের সুবিধার্থে সেহরির সময়সূচী নিয়ে হাজির হলাম। প্রথম রমজানে সেহরির শেষ সময়সূচি ভোর ৫.৫১ মিনিট। দ্বিতীয় রমজানে সেহরি করার শেষ সময় ভোর ৫.১০ মিনিট। চার রমজান পর্যন্ত এক মিনিট করে কমতে থাকবে এবং ৪ রমজানে সেহরি করার শেষ সময় ভোর ৫.৮ মিনিট। পাঁচ এবং ছয় রমজানে সেহরি করার শেষ সময় থাকবে ভোর ৫.৭ মিনিট। সাত রমজানের সেহরি করার সময়সূচী থাকবে ভোর ৫.৬ মিনিট। ১০ পর্যন্ত প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে এবং রানে সেহরি করার শেষ সময় ভোর 5.3 মিনিট। ১১ এবং ১২ রমজানে সেহরি করার শেষ সময় ভোর ৫.২ মিনিট। ১৩ই রমজানে সেহরি করার শেষ সময় ভোর ৫.১ মিনিট। ১৭ রমজান পর্যন্ত সময়সূচী এক মিনিট করে কমবে থাকবে এবং ১৭ই রমজানে সেহরি করার শেষ সময় হবে ভোর ৪.৫৭ মিনিট।
১৮ রমজান এবং ১৯ রমজান ভোর ৪.৫৬ মিনিটে সেহরি খাওয়ার শেষ সময় হবে। ২০ রমজান থেকে প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে 23 রমজান পর্যন্ত এবং 23 রমজানে সেহেরি করার শেষ সময় হবে ভোর ৪.৫২ মিনিট। ২৪ এবং ২৫ রমজানের সেহরি করা শেষ সময় ভোর 4.51 মিনিট। ২৬ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত এক মিনিট করে কমতে থাকবে এবং ২৮ রমজানে 4.48 মিনিট হবে সেহরি করার শেষ সময়। ২৯ রমজানে এবং ৩০ রমজানে ভোর 4.47 মিনিটে সেহরি করার শেষ সময় নির্ধারিত আছে।
Leave a Reply