প্রেম করা ভাল না খারাপ? | ইসলামের দৃষ্টিতে প্রেম করা ভাল না মন্দ?

আমরা অনেকেই আছি যারা চোখের ভালোলাগার মাধ্যমে অথবা কারো ভালোবাসা বুঝতে পেরে বিয়ের আগে থেকেই তাদের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি। প্রেম করার মানে হল দুজন নরনারীর মনের মিল থাকা অথবা দুজন দুজনকে ভালোবাসা। তবে বর্তমান সময়ে এটি এমন খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে তা শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কে গিয়ে গড়িয়ে থাকে। তবে আপনারা যারা ইসলামের দৃষ্টিতে দেখতে চান অথবা সাধারণ দৃষ্টিকোণ থেকে ভাবতে চান তাহলে বলবো যে প্রেম করা ভাল না খারাপ সেটি এখান থেকে জেনে নিন। এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে উত্তর প্রদান করতে চাই যে প্রেম করা ভালো না।
আমরা যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে ভাবতে চাই তখন দেখব যে আপনি যখন কারো সঙ্গে প্রেম করবেন অথবা কাউকে ভালোবাসবেন তখন একটা নির্দিষ্ট আঙ্গিকে জড়িয়ে পড়লেন। আপনার ভালোবাসার মানুষ কি করছে, কার সঙ্গে কথা বলছি অথবা ঠিকঠাক মতো প্রত্যেকটি কাজ করছে কিনা এ ধরনের খোঁজ খবর রাখার পাশাপাশি আপনাদের মধ্যে সামান্য আবেগ বিনিময় হবে। আপনি হয়তো সামান্য আবেগ বিনিময়ের মাধ্যমে মনে করবেন পৃথিবীতে এর চাইতে সুখের আর কোন বিষয় নেই।
কিন্তু আপনাকে আপনার পিতা মাতা বড় করছে এবং আপনার পিতামাতার একটি স্বপ্ন আপনাকে নিয়ে রয়েছে। আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে না ভাবেন অথবা আপনি যদি আপনার পিতা-মাতা স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হন তাহলে দেখা যাবে যে সেই গুরুত্বপূর্ণ সময় গুলো আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আজকের এই ব্যর্থতা আপনার হয়েছে।
সেই ক্ষেত্রে আপনি যখন ছাত্র জীবনে প্রেমের মতো ফালতু জিনিসের সময় দিবেন তখন দেখা যাবে যে আপনার ক্যারিয়ার যেমন তৈরি হবে না তেমনি ভাবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন না। তাই প্রেমের মত অহেতুক কাজে নিজের ছোট্ট জীবনের মূল্যবান সময় নষ্ট না করে আপনারা ভালো মতো কেরিয়ার তৈরি করার পর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়ে করে যদি হালাল সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে সেখানে ফজিলত যেমন রয়েছে তেমনি ভাবে সেখানে বরকত রয়েছে।
তাছাড়া ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রেম করা কখনোই সমীচীন নয় এবং এটি একটি হারাম বিষয়ে। কারণ সমবয়সী অথবা যুবক-যুবতী যাদের সঙ্গে কোন সম্পর্ক নেই তাদের সঙ্গে আপনারা আবেগ বিনিময় করছেন এবং যেখানে কথা বলা নিষিদ্ধ সেখানে আপনারা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছেন, এখানে ইসলাম কখনোই তা মেনে নিবে না এবং এটা আপনাদের জন্য পাপের খাতায় পাপের বোঝা ভারী করবে। সুস্থ এবং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনারা যদি এ সকল বিষয় থেকে দূরে থাকতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো থাকতে পারছেন।