প্রেম হলো পৃথিবীর মধুরতম সম্পর্ক গুলোর মধ্যে অন্যতম একটি মধুর সম্পর্ক। এটা এমন একটি সম্পর্ক যেখানে থাকবে না কোন চাওয়া- পাওয়া, থাকবেনা কোন স্বার্থ, থাকবে না হিংসা-বিদ্বেষ বা কোন কিছুর লোভ। সেখানে থাকবে শুধুই ভালোবাসা। অনেক সময় দেখা যায় যে অনেকের প্রেম নিয়ে বিভিন্ন কথা খুঁজে থাকে। আপনি কি এরকম প্রেম নিয়ে বিভিন্ন কথা খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে প্রেম বিষয়ক বিভিন্ন কথার দ্বারা। যেখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দমত প্রেম সম্পর্কিত বিভিন্ন কথা জানতে পারবেন।
প্রেম বা ভালোবাসা তৈরির জন্য প্রথম যেটা প্রয়োজন তা হলো বিশ্বাস। আর শেষ পর্যন্ত এই বিশ্বাসের জোরেই প্রেম-ভালোবাসা টিকে থাকে। যে ভালবাসার মধ্যে বিশ্বাস থাকে না, তা কখনো ভালোবাসা হয় না। যদি কোনোভাবে বিশ্বাস ছাড়া কোন সম্পর্ক টিকে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভালোবাসার সম্পর্ক নয় বরং সামাজিক দায়বদ্ধতা। তাই কাউকে ভালবাসতে হলে এবং সে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রথমে তাকে বিশ্বাস করতে হবে এবং তাকেও আপনার প্রতি বিশ্বাস স্থাপন করাতে হবে। তাহলে দেখা যাবে যে সেই ভালোবাসা সম্পর্ক টি অনেক দিন স্থায়ী হচ্ছে এবং শেষ পর্যন্ত মধুর ভাবে টিকে থাকছে।
ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোন দিন বা দিবসের প্রয়োজন হয় না৷ প্রকৃত প্রেমিক -প্রেমিকারকাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। প্রত্যেকটা দিনই তাদের কাছে সুন্দর দিন। তারা কোন বিশেষ দিনকে কেন্দ্র করে একে অপরকে ভালোবাসে না। আবার কোন স্বার্থকে কেন্দ্র করেও একে অপরকে ভালবাসে না। প্রেম বা ভালোবাসা হলো নিঃস্বার্থ। যে বা যারা স্বার্থ দেখে প্রেম করে তাদের সম্পর্ক কখনো স্থায়ী হয় না এবং তারা কখনো সুখী হতে পারে না। কোনো না কোনো কারণে তারা অসুখী থাকে। তাই স্বার্থ দিয়ে নয় বরং নিঃস্বার্থভাবে বিশ্বাসের দ্বারা কাউকে ভালোবাসতে হবে।
প্রেম বা ভালবাসতে দরকার একটি সুন্দর মন। শুধু জ্ঞানী হলেই বা জ্ঞান কম থাকলে ভালোবাসা হয় না। একটি পরিপূর্ণ সুন্দর মন থাকলেই ভালোবাসা সম্ভব। তাই জ্ঞানের দ্বারা নয় বরং মন দিয়ে কাউকে ভালবাসতে হবে।বিপদে – আপদে তার পাশে থাকতে হবে৷ শুধুমাত্র সুখের সময় নয় বরং সুখ-দুঃখের সবসময়ের সাথী হতে হয় প্রিয় মানুষটির।
পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং উচ্চারিত শব্দ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে সব সময় জিতে যাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো হেরে গিয়েও জিতে যাওয়া। প্রেম -ভালোবাসা জ্ঞানের গভীরতা দিয়ে কখনো হয় না। এটা হয় বিশ্বাস এবং পবিত্রতা দিয়ে আমার একটি মাত্র কথার দ্বারা, বাক্যের দ্বারা প্রেমকে কখনো সজ্ঞায়িত করা যাবে না। এটা দৃশ্যমান কোন বিষয় নয়, প্রেম হচ্ছে অদৃশ্য এক মায়ার অভূতপূর্ব বাধন। প্রেম হচ্ছে এক ধরনের আনন্দ অনুভূতি।
এই প্রেম যে সবসময় আনন্দের তা কিন্তু না। এই প্রেম কখনো হাঁসায় আবার কত মানুষকে কাঁদায়। কত মানুষকে এই প্রেমের কারণে সহ্য করতে হয় বিভিন্ন রকমের কষ্ট। অতিক্রম করতে হয় নানা রকমের বাঁধা। শুধুমাত্র ভালোবাসার মানুষটির জন্য শত বাঁধা অতিক্রম করাটাও যেন কোন কষ্টই নয়। কতজন তার পুরো পরিবারের বিরুদ্ধে যায়, সমাজের বিরুদ্ধে যায় শুধুমাত্র ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য।
আবার প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। পছন্দের মানুষটির মন ভালো করার জন্য বিভিন্ন কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে অনেকেই। কখনো কখনো কবিতা লিখে তাকে উদ্দেশ্য করে। তাকে গল্প শোনায় বিভিন্ন রকম। তাকে বিভিন্ন সময় বিভিন্ন উপহার দেয়। আবার ঘুরতে নিয়ে যায় বিভিন্ন জায়গায়।
প্রেম মানুষকে সাহসী করে তোলে। যুদ্ধ জয় করতে শেখায়। প্রেম মানুষকে নতুন করে বাঁচতে শিখায়। আর এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে তোলা সম্ভব এই প্রেম -ভালোবাসার দ্বারাই। তাই সব মানুষের জীবনেই ভালোবাসা জিনিসটা খুব করে দরকার।
Leave a Reply