প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু প্রিয় মানুষ থাকে। আর সেই প্রিয় মানুষগুলোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে৷ প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, প্রিয় মানুষকে খুশি করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে। একজন মানুষের জীবনে সবচেযে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার প্রিয় মানুষ। হতে পারে সেই প্রিয় মানুষটি তার মা। অথবা হতে পারে বাবা৷ হতে পারে আদরের ছোাট্ট ভাই কিংবা বোনটি। আবার প্রিয় মানুষ হতে পারে নিজের অতি আপনজন প্রিয়তম বা প্রিয়তমা। আবার প্রিয় মানুষ হতে পারে শ্রদ্ধেয় কোন শিক্ষক বা শিক্ষিকা।
প্রিয় মানুষটি যেই হোক না কেন তাকে ভালো রাখার জন্য, তাকে খুশি করার জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু অনেক সসয় দেখা যায় সেই প্রিয় মানুষটির জন্য অনেকে অনেক কষ্ট পায়। প্রিয় মানুষটির করা একটুখানি কারাপ ব্যবহারও অনেক বেশি কষ্টের কারণ হতে পারে৷ যে কষ্টের কথা কাউকে বলে বোঝানো যায় না। সেই কষ্টগুলো আস্তে আস্তে নিজের জীবনকে শেষ করে দিতে পারে৷
প্রিয় মানুষকে নিয়ে অনেকে অনেক কষ্টের কথা সার্চ করে। আপনি কি প্রিয় মানুসটিকে নিযে বিবিন্ন কষ্টের কথা খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে প্রিয় মানুষকে নিয়ে কষ্টের কিছু কথার দ্বারা। প্রিয় মানুষগুলোও যে অনেক সময় অনেক কষ্টের কারণ হতে পারে এরকম কিছু বাস্তব কথা এখানে তুলে ধরা হয়েছে৷ আশা করি এই পোস্টটি আপনার জন্য অনেকটা উপকারী হবে।
প্রিয় মানুষটি যদি পাশে থাকে তাহলে যেকোন কঠিন কাজও অতি সহজেই করা যায়। যেকোন কষ্টের কাজ করতেও খুব বেশি কষ্ট হয় না। আবার প্রিয় মানুষটি যদি বিপদে-আপদে পাশে থাকে, তাহলে সেই বিপদগুলো খুব সহজেই কাটিয়ে উঠা সম্ভব হয়। যে কোন সময় প্রিয় মানুষটির ভরসার হাত যে কোন কিছু করতে কার্যকর ভূমিকা পালন করে। প্রিয় মানুষটার সামান্য কিছু কথাও অনেক বেশি অনুপ্রেরণামূলক কাজ করে।
তাই পছন্দের মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করা দরকার। তা না হলে তার সাথে সম্পর্কের ফাটল ধরতে পারে। পছন্দের মানুষটির কাছে অপছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠতে দেরি লাগবে না যদি তার সাথে খারাপ ব্যবহার করা হয়। মাঝে মাঝে প্রিয় মানুষটির খোঁজ – খবর নেওয়া উচিত। বিপদে – আপদে তার পাশে থাকা উচিত। তাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে৷ তাহলে সেও আপনাকে পছন্দ করবে, সম্মান করবে।
কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রিয় মানুষটার জন্য আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো ব্যয় কররেন। যেকোন বিপদে – আপদে আপনজন হিসেবে তার পাশে থাকলেন। সেই মানুষটি একসময় আপনাকে ছেড়ে চলে যায়। এই কষ্টটা আসলে সহ্য করার মতো না। এরকম প্রিয় মানুষের দেওয়া কষ্টগুলো অনেকেই সহ্য করতে পারে না৷ এমনকি প্রিয় মানুসের কাছ থেকে প্রতারনার শিকার হয়ে অনেকেই নিজের জীবনের গতিময়তা হারিযে ফেলে। অস্বাভাবিক হয়ে পড়ে। চাইলেও আর স্বাবাবিক জীবনে ফিরতে পারে না। যে মানুষটার জন্য আপনি আপনার অন্য প্রিয়জনদের ত্যাগ করে, সেই মানুষটায় তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।
কথায় আছে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুস দুঃখ দিলে তা মেনে নেওয়া যায় না৷ কথাটা আসলেও সত্যি। কারণ আপন মানুষ বা প্রিয় মানুষটার সামান্য কিছু কথার দ্বারাও অপর মানুষটা অনেক বেশি কষ্ট পেতে পারে৷ কারণে একজন ব্যক্তি তার প্রিয় মানুষকে অনেক বেশি ভালোবাসে। সে কখনোই তার প্রিয় মানুষটির কাছ থেকে কোন ধরনের কষ্টের ব্যবহার বা কথা শুনতে চাই না। তাই কোন অবস্থাতেই প্রিয় ব্যক্তিকে কোন রকম কষ্ট দেওয়া উচিত নয়। আর উভয় ব্যক্তিরই উচিত একে -অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা।
Leave a Reply