জুমার নামাজ নিয়ে উক্তি

জুমার নামাজ নিয়ে উক্তি

মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মহান আল্লাহতালা সর্বপ্রথম নামাজের হিসেব আগে নিবেন। তাই আমাদের প্রত্যেকটি মুসলমান ব্যক্তিদের পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করাটা উত্তম। যদিও এই পৃথিবীর কাজে আমরা মগ্ন থাকি তবুও পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে তাই আমরা নামাজকে যথাযথ গুরুত্ব দেব। তাই নামাজ কে বলোনা কাজ আছে কাজকে বলো নামাজ আছে এই গজল টি আমাদের অনেকেরই পরিচিত। তাই আপনারা যারা পৃথিবীতে এখন অব্দি বেঁচে আছেন তারা কখনোই নামাজকে বলেন না কাজ আছে। আর এই বিষয়টি সম্পর্কে আপনারা যারা জেনে নিতে চান আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব।

আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশিত করি। তাছাড়া শিক্ষা সংক্রান্ত ও আপনাদের যেকোনো ধরনের কঠিন প্রশ্নের উত্তর গুলো আমরা আমাদের ওয়েবসাইটে খুব সহজ ও সরল ভাষায় প্রকাশিত করে যেন আপনারা খুব সহজেই এই বিষয় গুলো সম্পর্কে বুঝতে পারেন। তাই আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ওয়েব সাইটে থাকা আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ুন আর জেনে নিন আপনাদের কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে। তাছাড়া আপনারা যারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জানার জন্য গুগলে সার্চ করছেন গুগলে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তরটি খুব সহজেই বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক আজকে র এই প্রসঙ্গটি সম্পর্কে।

আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত রাখি। কখন নামাজের সময় বা কখন নামাজের ওয়াক্ত সেই সম্পর্কে আমাদের সঠিক কোন ধারণা থাকে না। তাই আমাদের সকলকে সচেতন করার জন্য ও আমরা যেন নামাজের সঠিক সময়ে সবাই নামাজ পড়ি সেই উদ্দেশ্যে এই গজলটি বলা হয়েছিল আর গজলটির অন্যতম একটি অংশ হল নামাজ কে বলোনা কাজ আছে কাজকে বলো নামাজ আছে। তাই এই বিষয়টি পড়ে আমাদের স্পষ্ট ধারণা পাওয়া যায় নামাজের সময় পৃথিবীতে নামাজের চেয়ে উত্তম কাজ পৃথিবীতে আর কোন কিছু নাই। তাই এই ধরনের ইসলামিক গানের মাধ্যমে প্রতিটি মুহূর্তে মানুষকে বারবার নামাজের কথা মনে করিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেকেরই মুসলমানের উচিত যে যখনই যে অবস্থায় থাকবো নামাজের সময় নামাজ আদায় করব।

জুম্মা মোবারক স্ট্যাটাস

ভাইরাস কে নয়
ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন
-ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন!
জুম্মা মোবারক

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক

যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
-আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
জুম্মা মোবারক

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

জুমার দিন ফেরেশতাগণ
মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন ও
মুসল্লিদের নেকি লিখতে থাকেন।
@@@জুম্মা মোবারাক@@@

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.

নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক

নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক

আয়াতুল কুরসি।
পড়ে বাড়ি থেকে বের হলে।
৭০হাজার ফেরেশতা চর্তুদিক
থেকে রহ্মা করে।
জুম্মা মোবারক

সূরা ফাতিহায় এতই বরকত যে।

তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক

মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !
জুম্মা মোবারক

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
– যার বেতন হচ্ছে জান্নাত
জুম্মা মোবারক

১০টাকার নামাজ শিক্ষার
বইয়ে যা আছে,
– পৃথিবীর দামী বইয়েও তা নেই !
জুম্মা মোবারক

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ
জুম্মা মোবারক

তুমি জান্নাত চেওনা ব
রং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
[হযরত আলী (রহঃ)]
জুম্মা মোবারক

‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
জুম্মা মোবারক

কখনো হতাশ হলে
দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।
হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।
জুম্মা মোবারক

রাসূল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি আমার উপর একবার
দুরুদ শরীফ পাঠ করে,
আল্লাহ তার উপর দশবার
রহমত বর্ষন করেন।
(মুসলিমঃ৪০৮)
জুম্মা মোবারক

রাসূল (সাঃ) বলেছেনঃ
উচ্চস্বরে কাঁদার কারনে
মৃত ব্যক্তি কবরে আযাব
ভোগ করবে।(বুখারি)
জুম্মা মোবারক

যদি তুমি মানো কুরআন
আল্লাহ বাড়িয়ে দিবে
তোমার সম্মান।
জুম্মা মোবারক

নামাজকে বলোনা কাজ আছে কাজ কে বলো নামাজ আছে এই গজল টি গেয়েছে শহিদুল ইসলাম এবং তিনিই নিজেই সেই গজলের কথা ও সুর দিয়েছেন। নামাজ কতটা মূল্যবান একটা বিষয় তিনি তার এই গজলটির মাধ্যমে বারবার মানব জাতিকে বোঝাতে চেয়েছে তিনি এই গজলটির মাধ্যমে।তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কাজের থেকে নামাজ আদায় করাটা উত্তম তাই সকল কিছু ছেড়ে নামাজের সময় নামাজ পড়াটাই উত্তম। মহান আল্লাহতালা মানবজাতিকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য তাই এই পৃথিবীতে আমরা তার জন্য কি ইবাদত করেছি তার হিসাব সর্বপ্রথম মহান আল্লাহতালা নিবেন আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নামাজ তাই নামাজের হিসাবটা সর্বপ্রথম আমাদের আগে দিতে হবে।

আপনাদের জন্য আমরা আপনাদের কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে জানিয়ে দিলাম। আপনাদের এ ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করি।তাই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের সকল প্রয়োজনীয় প্রশ্নের উত্তর গুলো প্রতিনিয়ত জেনে নিন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*