শেখ রাসেল কে নিয়ে ছন্দ

শেখ রাসেল কে নিয়ে ছন্দ

এদেশের মহান নেতা ও স্বাধীনতা ও বিজয় অর্জন মূল নেতৃত্ব দানকারীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র ছিলেন শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন শেখ রাসেল। ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িতে জন্মগ্রহণ করেন। শেখ রাসেলের জন্মগ্রহণে শুধু তার পরিবার নয় সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছিলেন। তাই এই মহান ব্যক্তির কনিষ্ঠতম পুত্র সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। তাই আপনারা অনেকেই শেখ রাসেল কে নিয়ে ছন্দ এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান। তাই আপনাদের কথা ভেবে আমরা আমাদের আর্টিকেলটিতে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দিতে চাই। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে আগ্রহী আমাদের ওয়েবসাইটে থাকা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আর জেনে নিন এই বিষয় টি সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য।

শৈশব কাল থেকে প্রাণবন্ত ও দুরন্ত প্রকৃতির ছিলেন শেখ রাসেল। তার পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন শেখ রাসেল তাই তিনি প্রতিটি ভাই বোনের কাছ থেকে আদর পেতেন বেশি। তার মা-বাবা ছাড়াও প্রত্যেকটি ভাই বোন তাকে খুব স্নেহ যত্ন করতেন। শেখ রাসেলের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক নোবেল বিজয়ী বার্ট্রান্ড রাসেলের নামানুসারে এবং বেগম ফজিলাতুন নেসার গুরুত্বপূর্ণ ভূমিকাই পরিবারের নতুন সদস্যর নাম রাখেন শেখ রাসেল। শেখ রাসেল অত্যন্ত বুদ্ধিমান ও মেধাবী ছিলেন। তিনি খুব অল্প সময়ে মানুষের মধ্যে মিশে যেতে পারতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি নানান বিদেশী অতীতের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মা-বাবা, ভাইবোন সবার কলিজার ছিলেন শেখ রাসেল।যাকে নিয়ে পরিবারের সবাই হাজারো স্বপ্ন বুনেছিলেন।

শেখ রাসেল কে নিয়ে ছন্দ

রাশেল হলো সবার সেরা
সবার নয়ন মনি।
রাসেলকে তাই দিব মোরা
ভালবাসার খনি।

 

ছোট্র রাসেল দোষ ছিলনা
মারল কেমন করে।
একটুও কি পাষাণ হৃদয়।
কাঁদলোনা তোর ওরে।

সবার ছোট রাসেল সোনা 
করত ছুটা ছুটি
নর পশু মারলো ওরে
শক্ত হাতে ধরে টুটি

ছোট্র সোনা জাদুর কাটি
সুখেই স্বর্গে থাকো
সবার ভালবাসা নিয়ে
ভালবাসার ছবি আঁকো।

তুমি ছিলে সবার কাছে 
অতি প্রিয় মুখ
তুমায় দেখে প্রণ জুড়াতো
পেতো সবাই সুখ।

 

তাই প্রতিবছর শেখ রাসেলের জন্মদিনে নানা আয়োজন করা হয়। প্রতিবছর ১৮ অক্টোবর শেখ রাসেল এর জন্মদিন এ নানা উদ্যোগে নানা আয়োজনে পালন করা হয়। আর তার এই আয়োজনকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এসব প্রতিযোগিতায় ঘিরে থাকে বিভিন্ন ধরনের কবিতা ছন্দ আবৃত্তি ইত্যাদি। তাই আমরা অনেকেই জেনে নিতে চাই শেখ রাসেল কে নিয়ে ছন্দ
তাছাড়া আপনারা এই বিষয় গুলো সম্পর্কে জেনে নিতে অনেকেই গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় সার্চ করছেন। আর এই ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা যারা গুগল এ সার্চ করছেন তারা গুগলে সার্চ করার সাথে সাথে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে পারবেন।

শেখ রাসেলকে নিয়ে উক্তি

শুভ হোক তুমার জন্মদিন

                                     লেখক – সংগৃহীত

পাখির মত উড়ত সে যে
ফুলের মত হাসতো 
কবুতরের সঙ্গি হয়ে
খুসির দেশে ভাসত।
হঠাৎ করে একটি কালো
রাত্রি এলো নেমে
ঘাতক নিল জীবন কেড়ে
স্বপ্ন গেল থেমে।
পঁচাত্তুরের আগষ্ট মাসে
নেকড়ে গুলোর দল
ছিড়লো সোনার জীবন প্রদীপ
বন্দুকেরই নল।
সে খানেতে একটি
ছিল ছোট্র শিশু হায়
পরিবারের সবার সাথে
জীবন গেল তার।
বড় হয়ে সেই ছেলেটি 
দেশ কাঁপাতো ঠিক
তাকেও তারা মারলো যেন
হয়ে দিক বেদিক।
রাশেল নামের সেই ছেলেটি
স্বপ্ন বুকে বাঁচে
রাসেল আছে গান কবিতায়
লাল সবুজের মাঝে।

রাসেল পাখির জন্মদিনের কবিতা

            লিখেছেন কালের লিখন

আজ দিনটা অনেক খুশির মেঘ আদরে বূনা।
এমন দিনে জন্মেছিলো ছোট রাসেল সোনা
বাবার আদর মায়ের চুমু বুবুর ভালোবাসা
রাসেল ছিল স্বপ্নবালক সবার মনের আশা
পায়রা প্রেমে কাটতো সকাল-দুপুরে বল খেলা
বিকেলেতে লাল সাইকেল গড়িয়ে যেতে বেলা
সবার আদর সবার স্নেহ সবার ভালোবাসা
থাকতো ভরে উচ্ছ্বাসে ৩২ এর বাসা।
হঠাৎ একদিন মধ্যরাতে থমকে যায় সব
৩২ এর ছোট্র পাঁখি আর করে না রব।
এই বাংলার মাঠে ঘাটে স্কুলেতে রোজ
 আজও বুবুর দু-চোখ করে রাসেল সোনার খোঁজ
 স্বর্গ থেকেও রাসেল যেন বুবুর সাথে থাকে
 কচিঁ শিশুর হৃদয় জুড়ে স্বপ্ন ছবি আঁকে
রাসেলের পাখির জন্মদিনে গান কবিতার ভিড়ে
রাসেল থাকুক অমর হয়ে মনের গহীন নীরে।

 

সবার আদরের ছোট্ট রাসেল এবং পরিবারের কনিষ্ঠতম শিশুসন্তান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তার স্বপরিবারসহ নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র ১১ বছর বয়সে তার পরিবারের সদস্য সঙ্গে নির্মম হত্যা কান্ডের শিকার হতে হয় ছোট্ট এই শেখ রাসেলকে। পৃথিবীর ইতিহাসে অনেক দেশে অনেক নির্মম হত্যাকাণ্ডের কথা আমরা শুনেছি বা দেখেছি কিন্তু এমন নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক হত্যাকান্ড ইতিহাসে বিরল। যা বাঙালি জাতির কাছে শিহরিত একটি ঘটনা। রাসেলের শরীরে বইছিল এশিয়ার বিখ্যাত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত তাই বাঙালি জাতি একজন গুণী নেতৃত্বদানকারী ছোট্ট নেতা কে হারিয়েছে ১৫ ই আগস্টে। তাই প্রতিবছর শ্রদ্ধা ও ভক্তিতে স্মরণ করে শেখ রাসেলের জন্মদিনে।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*