রচনা: বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা

রচনা: বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা

আপনারা যারা শিক্ষাবিষয়ক তথ্য পেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার যাবতীয় বিষয় গুলো সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলা ব্যাকরণ এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবন্ধ রচনা। আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রবন্ধ রচনা গুলো সুন্দর ভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল প্রবন্ধ রচনা গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে আমরা যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ যা বিভিন্ন পরীক্ষায় আপনারা পেয়ে থাকেন। প্রবন্ধ টি হল:

বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা

প্রবন্ধ সংকেত: ভূমিকা-উন্নতবিশ্বে বিজ্ঞান- বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা-বিজ্ঞানের গুরুত্ব- প্রাত্যহিক চাহিদা পূরণ এবং কৃষি ও শিল্পের উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা- চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান- ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষার উদ্বুদ্ধকরণ- বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা- উপসংহার।

ভূমিকা: বর্তমান শতাব্দীতে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ। বিজ্ঞান দিয়েছে বেগ, গতিও আনন্দ। বিজ্ঞান মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে উত্তরণ ঘটেছে আলো ঝলমল সোনালী সভ্যতায়। বিজ্ঞান আধুনিক সভ্যতার ধারক, বাহক ও চালক। বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা কথা অস্বীকার করার উপায় নেই।

উন্নত বিশ্বে বিজ্ঞান: উন্নত বিশ্ব তথা উন্নত দেশসমূহে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করি সেখানে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। ফলে তারা আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন সেক্টরে অনেক ক্ষেত্রে লাভবান হচ্ছে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে।

বাংলাদেশ বিজ্ঞান শিক্ষার অবস্থা: বিশ্বের উন্নত দেশগুলো যেখানে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করে উন্নতির দিকে ধাবিত হচ্ছে সেখানে বাংলাদেশে অনেক পিছনে পড়ে আছে। এদেশের অধিকাংশ ছাত্র-ছাত্রী বিজ্ঞান শিক্ষার প্রতি অনীহা প্রকাশ করে। ফলে তারা আজ জাতি হিসেবে অগ্রগতির পথে অনেক পিছিয়ে রয়েছে।

বিজ্ঞানের গুরুত্ব: আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বিজ্ঞান আমাদের ধারাবাহিক বিশ্লেষণধর্মী ও বাস্তব শিক্ষা দান করে। বিজ্ঞানের ব্যাপক বিকাশ, বিস্তার ও রূপদান যে কোনো দেশ বা জাতির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।

প্রাত্যহিক জীবনে বিজ্ঞান: প্রতিদিন ঘুম ভাঙার পর থেকে আমরা যেভাবে জীবন শুরু করি তার প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ছায়াপাত রয়েছে। প্রতিদিন সকালবেলা সবার ঘরে ঘরে পৌঁছে যায় সংবাদপত্র। যার মাধ্যমে সারাবিশ্বের সব ধরনের ঘটনার খবর পাই। গ্রামীণ জীবনের তুলনায় শহরের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ছোঁয়া বেশি। সকালবেলার চা, নাস্তা, সারাদিনের খাবার তৈরির জন্য গ্যাস, স্টোভ, বৈদ্যুতিক চুল্লীর দরকার হয়।

খাবার গরম করার জন্য ওভেন, সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর সবই বিজ্ঞানের আবিষ্কার। তবে বিজ্ঞানের প্রভাব এখন আর শহরে সীমাবদ্ধ নয় গ্রামাঞ্চলেও এর প্রভাব বিস্তৃত হচ্ছে। টেলিভিশন, রেডিও, ভিসিডি, ডিভিডি বিনোদনের অন্যতম উপায়। এছাড়াও দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত টেলিফোন, মোবাইল, ই-মেইল, ফ্যাক্স, বিভিন্ন যানবাহন বিজ্ঞানেরই আবিষ্কার।

চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান: চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। অসংখ্য দুরারোগ্য চিকিৎসা সম্পন্ন হয়েছে এই বিজ্ঞানের নানা আবিষ্কারের ফলে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থা দেখেন রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হচ্ছে এক্সরে, আলট্রাসনোগ্রাফি, ইসিজি, এম আর আই, সিটি স্ক্যান প্রভৃতি।

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করন: ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ কর্ণধার। বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। তারা যাতে সঠিকভাবে বিজ্ঞান শিক্ষা’ করতে পারে সে জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে হবে। যথাযথ বিজ্ঞান শিক্ষা’ করতে পারলে পরবর্তীতে তারা এদেশের সাধারণ মানুষকে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে জ্ঞান দিতে পারবে। অবশ্য এক্ষেত্রে সরকার বিজ্ঞান শিক্ষায় ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন।

বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা: আধুনিক যুগের পটভূমিতে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আধুনিক বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষালাভ শেষে তা বাস্তব জীবনে প্রয়োগ করার প্রয়োজন। আমাদের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে এবং ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে উদ্বুদ্ধ করতে হবে যাতে করে এদের দ্বারাই ভবিষ্যতে বিজ্ঞানের বৈপ্লবিক উন্নতি সাধিত হয় ।

উপসংহার: বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য সরকারের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আর এজন্য সর্বাগ্রে প্রয়োজন বৈজ্ঞানিক পরিভাষা সম্মিলিত বাংলা ভাষায় প্রচুর বৈজ্ঞানিক গ্রন্থ প্রণয়ন। বিজ্ঞান শিক্ষার দ্বারা বিশ্বের বহু দেশই আজ উন্নতির চরম শিখরে উন্নীত। আমরাও বিজ্ঞান শিক্ষার ব্যাপক প্রসার ও প্রয়োগের মাধ্যমে আমাদের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারি।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে রচনাটি নিয়ে কথা বললাম সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং নতুন নতুন রচনা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হতে পারবেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*