রচনা: বাংলাদেশে বনায়ন অথবা পরিবেশ সংরক্ষণে বনায়ন অথবা বনায়ন

রচনা: বাংলাদেশে বনায়ন অথবা পরিবেশ সংরক্ষণে বনায়ন অথবা বনায়ন

যারা বনায়ন ও পরিবেশ সংরক্ষণে বনায়ন বিষয়ে রচনা বিভিন্ন ওয়েবসাইটে খোঁজাখুঁজি করছেন তারা এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখানে এই বিষয়ের ওপর সুন্দর হবে রচনা উপস্থাপনা করা হয়েছে।
আজকে আমরা যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো

বাংলাদেশে বনায়ন
অথবা পরিবেশ সংরক্ষণে বনায়ন
অথবা বনায়ন

প্রবন্ধ সংকেত: ভূমিকা-সবুজের আদি উৎস- বৃক্ষের অর্থনৈতিক গুরুত্ব-প্রাকৃতিক সৌন্দর্যের অবলম্বন-প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়ন – বাংলাদেশের বনভূমি-বনভূমি উজাড় হওয়ার কারণ-বনায়ন এর জন্যে করনীয়-সরকারের ভূমিকা-উপসংহার।

ভূমিকা: সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ। ভৌগলিক অবস্থান, ভূমিরূপ ও আবহাওয়ার কারণে বাংলাদেশে একটি চির সবুজের লীলাভূমি। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি কেন্দ্রিক নানামুখী কারণে আমাদের দেশে বৃক্ষনিধন মারাত্মক রূপ ধারণ করেছে। সরকার দেশকে পুনরায় সবুজে ভরিয়ে দেবার মানসে বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে। বনায়ন কর্মসূচি একটি মহৎ উদ্যোগ ও বটে।

সবুজের আদি উৎস: মন মাতানো সবুজ শ্যামল প্রকৃতির উৎস এ অরণ্য। শূন্য প্রান্তর ও ধূ ধূ মাঠকে সবুজে ভরে দিয়েছে বৃক্ষ। দুরন্ত সাহস নিয়ে বৃক্ষলতা দুর্গম পাহাড়, পর্বত, সমুদ্রের ভয়াবহ তরঙ্গ মেলা সব পেরিয়ে সবুজের সমারোহ এনে বৃক্ষই এ পৃথিবীতে প্রাণের আবাদ করেছে।

বৃক্ষের অর্থনৈতিক গুরুত্ব: মানবজীবনে বৃক্ষের উপকারিতা অনস্বীকার্য। আমাদের খাদ্যের অন্যতম প্রধান উৎস হচ্ছে গাছ। গাছের ফল মানব দেহের পুষ্টি যোগায়। গাছের কাঠ থেকে ঘর-বাড়ি, আসবাবপত্র, নৌকা, গাড়ি, ট্রাক, স্টিমার, লঞ্চ তৈরিতে ব্যবহৃত হয়। কাগজ, রেয়ন, দিয়াশলাই প্যাকিং বাক্স ইত্যাদি শিল্পের কাঁচামাল যোগান দেয় বৃক্ষ। আমরা জীবন রক্ষাকারী অক্সিজেন পাই বৃক্ষ থেকে। আবহাওয়ার ভারসাম্য রক্ষায় গাছের উপকারিতা সবচেয়ে বেশি। গাছ থেকে আমরা জীবন রক্ষাকারী ওষুধ পেয়ে থাকি। তাই বলা যায় আমাদের মত কৃষিপ্রধান দেশ এর জন্য গাছপালা ও বন-বনানীর প্রয়োজনীয়তা অপরিসীম।

প্রাকৃতিক সৌন্দর্যের অবলম্বন: অরণ্য হল পৃথিবী ও প্রকৃতির সৌন্দর্যের ধারক-বাহক। মানব সমাজকে শালীন সুন্দর পোশাক-পরিচ্ছেদ দ্বারা সাজানোর মত অরণ্য সাজিয়েছে এ পৃথিবী কে।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়ন: প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বৃক্ষলতা মানুষকে খাদ্য যুগিয়েছে বস্ত্র যুগিয়েছে বসবাসের জন্য সুন্দর ক্ষেত্র ও পরিবেশ সৃষ্টি করেছে। জীবন ও প্রকৃতির অস্তিত্ব টিকে আছে এর ওপর ভর করে। এই বৃক্ষই আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পৃথিবীতে বৃষ্টিপাত বা বাতাসের আর্দ্রতা সংরক্ষণ করে থাকে।

বাংলাদেশের বনভূমি: আমাদের এক সময় প্রচুর গাছপালা সম্বলিত গভীর অরণ্য ছিল। কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে গাছপালা নিধন করে আজ জেগে উঠছে শহর। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সর্বনিম্ন 25 শতাংশ বনভূমি থাকা অত্যাবশ্যক। কিন্তু বাংলাদেশের সরকারি হিসাবেই বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র 16 ভাগ।

বনভূমি উজাড় হওয়ার কারণ: সরকারি ও জাতীয় ভাবে বনভূমি সংরক্ষণ ও বন সৃষ্টির কার্যকর উদ্যোগ নেই।ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে জমি আবাদ আবাসস্থল ও ঘরবাড়ি সরঞ্জামের ব্যবস্থা করতে গিয়ে বনভূমি ধ্বংস করা হচ্ছে।চোরাইপথে অবৈধ ব্যবসায়ী চক্রের কবলে পড়ে বাংলাদেশের বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে।বনভূমি ধ্বংস করে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি।

বনায়ন এর জন্য করনীয়: ঝড় বন্যা খরা মরুকরণ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে হলে বনায়নের কোন বিকল্প নেই। তাই বনায়ন রক্ষার্থে নিজের পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে

জাতীয় পর্যায়ে পরিকল্পিতভাবে বনায়নের উদ্যোগ নিতে হবে।
বনায়ন কর্মসূচি কে সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে।
ভূমি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।
বনায়নের গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
অবৈধভাবে গাছপালা কাটার ক্ষেত্রে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

সরকারের ভূমিকা: বনজ সম্পদ এবং বনায়ন কে চিকে থাকে রাখার জন্য এবং এর সম্প্রচারের জন্য প্রতিবছর সরকারিভাবে ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করতে হবে প্রয়োজনে সপ্তাহ পক্ষকালব্যাপী এ অভিযান চালাতে হবে পরিকল্পিত উপায়ে বৃক্ষ রোপণ করতে হবে প্রয়োজনে বিনামূল্যে গাছের চারা সকলের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এবং সে গুলোকে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

উপসংহার: উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটি দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অথবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য বনায়ন কর্মসূচি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সরকারের একার পক্ষে কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আমাদের সকলকে সম্মিলিতভাবে বনায়ন কর্মসূচি এবং বৃক্ষরোপন অভিযানের উপর গুরুত্ব আরোপ করতে হবে তাহলেই আমরা দেশকে অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে পারব।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*