রচনা: বৃক্ষরোপণ অভিযান অথবা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অভিযান অথবা বৃক্ষরোপণ কর্মসূচি

রচনা: বৃক্ষরোপণ অভিযান অথবা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অভিযান অথবা বৃক্ষরোপণ কর্মসূচি

আপনাদের সকলকে আমাদের এই ওয়েবসাইটে স্বাগত জানাই। আমাদের ওয়েবসাইট মূলত শিক্ষার উপর তথ্য প্রচার করে কাজ করে থাকে। এখানে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী এবং চাকুরী প্রত্যাশীদের প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে আপডেট দেওয়া হয়। শিক্ষার সকল বিষয়গুলো সর্বপ্রথম আপডেট আমরাই প্রথম দিয়ে থাকে। আমরা বরাবরই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকে তেমনি আজকে আমরা একটি রচনা নিয়ে আলোচনা করব। যে রচনাটির নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি নিম্নে তুলে ধরা হলো।

বৃক্ষরোপণ অভিযান
অথবা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অভিযান
অথবা বৃক্ষরোপণ কর্মসূচি

প্রবন্ধ সংকেত: ভূমিকা-বৃক্ষের প্রয়োজনীয়তা-বাংলাদেশে বনের অবস্থা- সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান- বৃক্ষরোপণ অভিযানের সুফল-বৃক্ষ নিধনের পরিণতি-বৃক্ষ রক্ষায় করণীয় উপসংহার।

ভূমিকা: সৃষ্টির আদিকাল থেকে মানুষ গাছকে বন্ধু হিসেবে পেয়েছে। প্রকৃতপক্ষে মানবজীবনে বৃক্ষের মত নিঃস্বার্থ বন্ধু আর নেই। বৃক্ষ মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। তাই বৃক্ষরোপণ অভিযান আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

বৃক্ষের প্রয়োজনীয়তা: আমাদের এ পৃথিবীর পরিবেশ সংরক্ষণে অরণ্য বা বনায়ন খুবই গুরুত্বপূর্ণ। আর বনায়নের মূল উপাদান হচ্ছে বৃক্ষ। বৃক্ষ মানুষ ও প্রকৃতির অন্যতম অকৃত্রিম বন্ধু। মানুষের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তা মূলত বৃক্ষই সরবরাহ করে থাকে। অপর পক্ষে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর সেটি বৃক্ষই গ্রহণ করে থাকে। বৃক্ষ বন্যা ঝড় ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে আমাদের জীবন ও প্রকৃতিকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে।

বাংলাদেশ বনের অবস্থা: যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে শতকরা ১২ থেকে ১৫ ভাগ বনভূমি রয়েছে। দিনে দিনে আমাদের দেশে বৃক্ষনিধনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। আবার বৃক্ষ নিধন করে এলাকায় গড়ে তুলছে কল-কারখানা, বসতবাড়ি।

সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান: বাংলাদেশের গত কয়েক বছর ধরে বৃক্ষরোপণ অভিযান সরকারি কর্মসূচি হিসেবে পালিত হচ্ছে। এছাড়া “গাছ লাগান, পরিবেশ বাঁচান” কর্মসূচিও পালিত হচ্ছে। সরকারী ও বেসরকারী ভাবে চারা বিক্রয় ও বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে ও বনায়ন শুরু হয়েছে। সরকারি উদ্যোগে বিভিন্ন বছরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় গাছের চারা। বর্তমানে বৃক্ষরোপণে উল্লেখযোগ্য সামাজিক সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে।

বৃক্ষরোপণ অভিযান এর সুফল: বাংলাদেশ বৃক্ষরোপন অভিযানের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপন অভিযানের মাধ্যমে বৃক্ষের উপকারিতা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মধ্যে গণ সচেতনতা গড়ে উঠেছে। কিন্তু সরকারই বনজ সম্পদ সৃষ্টির একমাত্র উৎস নয়। এক্ষেত্রে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। প্রতিবছর বৃক্ষরোপণে মানুষকে সচেতন করা ও বৃক্ষের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দেশবাসীর জেলা ও থানা সদরে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়।

বৃক্ষ নিধন ও তার কারণ: বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। এই সামান্য বৃক্ষসম্পদও টিকিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশসহ সারাবিশ্বে বৃক্ষনিধনের কারণ হলো অতিরিক্ত জনসংখ্যার চাপ। জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য শস্য উৎপাদন করতে হচ্ছে। অতিরিক্ত আবাদি জমির সৃষ্টির জন্য নির্বিচারে বনভূমি সাফ করে ফেলা হচ্ছে।

বর্ধিত মানুষের আসবাবপত্র ও জ্বালানি সংগ্রহের জন্য গাছ কাটতে হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির সাথে বাড়ছে মানুষের মৌলিক চাহিদা। আবাসিক ও প্রাতিষ্ঠানিক ভবনসহ অবকাঠামো নির্মাণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কাঁচামাল ইট তৈরিতে জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বৃক্ষ। আর এই জন্য নির্বিচারে বৃক্ষ নিধন বেড়েই চলেছে।

বৃক্ষনিধনের পরিণতি: আমরা ক্রমশ একটি অনিবার্য ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলেছি। বৃক্ষ নিধনের কারণে গ্রীন হাউস ইফেক্ট তৈরি করতেছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আকস্মিক বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি দিন দিন বেড়েই চলেছে। এর একমাত্র কারণ হচ্ছে বৃক্ষ নিধন। অতি নিকট ভবিষ্যতেই বাংলাদেশ উশর মরুতে পরিণত হতে চলেছে। তাছাড়া বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে বাড়ছে বায়ুমণ্ডলের উষ্ণতা।

উপসংহার: গাছ মানুষের পরম বন্ধু। তাই আমাদের সকলের উচিত বাংলাদেশকে আগামী দিনের সুখ শান্তিতে বসবাসের উপযুক্ত করে তোলার জন্য বৃক্ষরোপণ এর ওপর গুরুত্ব আরোপ করা। তাই আমাদের সকলের উচিত একটি মানুষের কমপক্ষে তিনটি গাছ লাগানো উচিত অর্থাৎ একটি ফুলের, একটি ফলের ও একটি ঔষধি তাহলে বৃক্ষরোপণ অভিযান সফল হবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*