রচনা: ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য বা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা বা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা

রচনা: ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য বা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা বা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আপনাদের আমাদের এই ওয়েবসাইটে স্বাগত জানাই। আমরা বরাবরই আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের এই ওয়েবসাইটের তথ্য গুলো কে আপডেট করে থাকি। আমাদের এই ওয়েবসাইট মূলত শিক্ষা বিষয়ের ওপরই বেশিরভাগ কাজ করে থাকে। আজকে আমরা বাংলা প্রবন্ধ রচনা সম্পর্কে আলোচনা করবো।

বাংলা ব্যাকরণ এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রবন্ধ ও রচনা। বিভিন্ন পাবলিক পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই প্রবন্ধ এবং রচনা লিখতে হয়। যাই হোক আমরা আজকে যে রচনা টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটি হল

ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য

ভূমিকা: ছাত্রজীবন মানুষের ভবিষ্যৎ জীবনের শস্যক্ষেত্র স্বরূপ। ছাত্রজীবন থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের শুরু। ছাত্রজীবন ই হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের প্রস্তুতি পর্ব। ছাত্র সমাজ এই হলো দেশের ভবিষ্যৎ। একজন ছাত্রকে অবশ্যই সততা, আদর্শ বাদিতা, ন্যায়-নিষ্ঠা, উদ্যম, দেশপ্রেম, আত্মত্যাগ ইত্যাদি বহুবিধ গুণাবলী হয়ে উঠতে হবে। কারণ একজন ছাত্র হচ্ছে দেশ গঠনের হাতিয়ার। তাই ছাত্র জীবনে তাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে হবে কারণ দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে ছাত্রজীবনে সমাজ উন্নয়নের যে দীক্ষা আছে সেটা গ্রহণ করতে হয় তাদের।

ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য: অধ্যয়ন বা লেখাপড়া করায় হচ্ছে ছাত্র জীবনের প্রধান কর্তব্য। সমস্ত রকমের ভোগ-বিলাস ত্যাগ করে একাগ্রতার সঙ্গে নানা বিষয়ে জ্ঞান অর্জন করে কর্ম জীবনের জন্য উপযুক্ত হওয়ায় এ সময়ের অন্যতম কাজ। ছাত্রজীবনে শুধু লেখাপড়া নয় এর সাথে সাথে অনেক কর্তব্য রয়েছে যেমন মাতা-পিতার ও গুরুজনের আদেশ মান্য করা তাদের কথামতো চলার ও তাদের সেবা-যত্ন করা দরিদ্র ও অসহায় এর সাহায্যে এগিয়ে আসা সর্বোপরি সততা ও শৃঙ্খলা বোধের চর্চা করা।

বাংলাদেশকে সুখী সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে হলে বর্তমান প্রেক্ষাপটে এদেশের সমস্যাগুলোকে বিবেচনা করতে হবে আর এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসতে হবে। বিশেষ করে দেশ প্রেম, নিরক্ষরতার অভিশাপ, জনসংখ্যার আধিক্য, নৈতিক অবক্ষয় ও দুর্নীতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস কর্মসংস্থানের অভাব, বর্তমানের প্রেক্ষাপটে এ বিষয়গুলো জাতির জন্য এক নম্বর সমস্যা। আর এই প্রত্যেকটি বিষয়ে ছাত্ররা কম বেশি ভূমিকা রাখতে পারে। তাদেরকে এগিয়ে আসতে হবে তাহলেই আমরা সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

ছাত্রজীবনে চরিত্র গঠন: মানব জীবনের প্রধান সম্পদ হলো চরিত্র। আর চরিত্র গঠন করতে হয় ছাত্রজীবনেই । কথায় বলে চরিত্রহীন মানুষ পশুর সমান। শিক্ষিত হলে কি হবে, সৎ চরিত্রের অধিকারী না হলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই ছাত্রজীবনেই সচ্চরিত্র তথা সত্যবাদিতা, আত্মসংযম, দেশ প্রেম, ধৈর্য প্রভৃতি গুণগুলো আয়ত্ত করে ভবিষ্যৎ জীবনের জন্য দেশের নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হতে হবে।

ছাত্রজীবনে সামাজিক নেতৃত্ব: সমাজের যেকোনো কাজে ছাত্রসমাজ নেতৃত্ব দিতে পারে। শিক্ষার উদ্দেশ্যই তো মানবতাবোধের জাগরণ। পরোপকারের মধ্যেই রয়েছে সেই মানবধর্ম। ছাত্র জীবন হলো সমাজ সেবার উপযুক্ত পটভূমি। মহামারী প্রতিরোধ, বন্যার সময় জনসেবা, প্রাকৃতিক দুর্যোগ, বৃক্ষরোপণ অভিযান ইত্যাদি সামাজিক মূলক কাজ একমাত্র ছাত্র সমা ই করতে পারে। স্বাধীন বাংলাদেশে সমাজ সেবায় ছাত্র দের ভূমিকা উল্লেখ যোগ্য।

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও জাতি গঠনে ছাত্র সমাজ আরো যে সমস্ত ভূমিকা গ্রহণ করতে পারে সেগুলো পয়েন্ট আকারে নিম্নে তুলে ধরা হলো:

দেশ প্রেম:
নিরক্ষরতা দূরীকরণ:
নৈতিক অবক্ষয় রোধ ও রাষ্ট্রীয় কাজে সহযোগিতা:
বেকারত্ব নিরসনে:
শিষ্টাচার ও সৌজন্যবোধ:
সমাজ গঠন এবং দৈনন্দিন কাজে সহযোগিতা:

পরিশেষে আমরা বলতে পারি, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা ও কর্তব্য অনেক। ছাত্রসমাজের এখন মনে রাখতে হবে, ছাত্রজীবনই হলো দায়িত্ববোধের বিকাশের কাল, সামাজিক কর্তব্যবোধে দীক্ষিত হওয়ার সময়। দারিদ্র্যপীড়িত মাতৃভূমিকে গড়ে তোলার কাজে ছাত্রসমাজই রাখতে পারে সর্বোচ্চ অবদান। ছাত্র সমাজে শিক্ষার মাধ্যমে নবজীবনের সঞ্চার করতে পারে। তাই দেশের কল্যাণ সাধনে ছাত্রসমাজকে জাগ্রত হতে হবে এবং একটি সুন্দর সুখী সমৃদ্ধি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করতে হলে তাদেরকেই প্রথম অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে রচনা প্রবন্ধ তা নিয়ে আলোচনা করলাম এটা আপনাদের পাঠ্যপুস্তক এর পাশাপাশি অনেক সহযোগিতা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীতে আমরা আরও একটি রচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*