
বিভিন্ন ধরনের রোমান্টিক বিরহের কবিতা যখন আপনারা পড়বেন তখন সেগুলো দেখে আপনাদের যেমন রোমান্টিকতা ফুটে উঠবে তেমনি ভাবে সেই রোমান্টিকতার অন্তরালে বিরহের ভাবগুলো ফুটে উঠবে। সাধারণত যে ধরনের বিরোধের কবিতা গুলো আমরা পড়ে থাকি সেখানে একজন মনের মানুষের বর্ণনা থাকে বলে তা একদিক থেকে যেমন রোমান্টিক তেমনভাবে আরেকদিক থেকে অন্য একজন মানুষের কাছে দীর্ঘশ্বাসের কারণ। তবে যাই হোক আপনি যখন বিরহের কবিতাগুলো পড়তে পছন্দ করবেন অথবা মনের মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যাবে তখন এই রোমান্টিক কবিতা গুলো আপনার হয়তো মনের কথাগুলো উন্মোচন করবেন। তাই মনের অবস্থা অন্যকে জানান দেওয়ার উদ্দেশ্যে অথবা মনের অবস্থা অন্যকে বোঝানোর উদ্দেশ্যে আপনারা এই ধরনের রোমান্টিক বিরহের কবিতা গুলো আমাদের ওয়েবসাইট থেকে পড়তে পারেন অথবা এই কবিতাগুলো পড়ে নিজের ভেতরে সান্তনা প্রদান করতে পারেন।
প্রেমের কবিতা
আকাশ হতাম যদি আমি, বাতাস হতে তুমি,
কানে কানে ভালোবাসি বলতাম শুধু আমি ।
হৃদয় যদি হতে তুমি, আমি হতাম হাসি,
নয়ন ভরা মায়া যাহার ঠোটে থাকে হাসি ।
হৃদয়ে যাহার আবেগ অনেক ,
সেই তোমাকে আমি ভালোবাসি ।
প্রতিদিন প্রতিক্ষন, চায় তোমাকে মন,
মনের মাঝে আছো তুমি, হৃদয়ে বসতঘরে,
ভুলা যায় না একটি মুহুর্ত, খোঁজে দুই নয়ন
সাথী তুমি, বন্ধু তুমি, তুমি যে আমার জীবন।
বার বার বলো ভালোবাসি এই আমি চাই
তুমি ছাড়া আপন আমার কেউ নাই
ভালোবাসি শুধু ভালোবাসি তোমায়
পর করোনা কোনদিন তুমি আমায়।
ভালোবাসি ভালোবাসি ও আমার জান
তোমায় ছাড়া বাঁচেনা আমার পরান
ভালোবাসা দিবসে নয়, ভালোবাসি তোমায়
প্রতিদিন প্রতি মুহুর্ত, বিশ্বাস রেখো আমায় ।
মনেরও আকাশে তোমার উড়োউড়ি
হৃদয়ে বাজে প্রেমেরও সুর
ভালোবাসি বলতে তোমায় আমি যে বিভোর ।
গভীর রাতে কষ্ট হলে
মনি করিও আমার কথা
কষ্ট রেখোনো হৃদয়ে লুকিয়ে
ভাগ করিও যত ব্যাথা ।
তোমার জন্য আনতে পারি আকাশ থেকে তাঁরা,
তুমি বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া।
সব ছেড়ে হারিয়ে যেতে পারি যদি তোমায় পাই,
এবার তুমি বলো তোমায় আমি কতটা চাই ।
তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেউ নাই ।
তোমায় আমি ভালোবাসি, জনম জনম ভালোবাসতে চাই ।
জানাতে চাই- তোমায় আমি, এ হৃদয়ে শুধুই তুমি ।
তোমায় নিয়ে স্বপ্নে আমি, স্বপ্নের জাল বুনে যাই ।
ভালবাসি শুধুই তোমায়, জনম জনম ভালবাসতে চাই ।
তুমি মানে সুখের সাথী, তুমি আমার মনে রাগ,
তুমি আমার দুঃখ সুখের সমান সমান ভাগ,
তুমি মানে হালকা হেসে চোখের কোনের জল,
তোমার কথা মনে পরলে একটা ছোট কল।
ভালোবাসা মানে হৃদয়ের টান,
ভালোবাসা মানে একটু প্রেমপরায়ন,
একটি বাসা দুটি পাখির, দুইটি তীর একটি নদীর,
একটি আশা দুইটি হৃদয়ের, ভালবাসা হলো মনের।
প্রেমের রোমান্টিক কবিতা
আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন তোমায় খুজে পাওয়া,
তোমার ভালোবাসা ছাড়া জীবনে আমার হেরে যাওয়া,
ভালবাসি তোমাকে সারাজীবন বাসবো,
এইদিনে দিলাম কথা সারা জীবন সাথে থাকবো।
বাস্তবে চাই তোমাকে কল্পনানাতে নয়,
ভালোবাসায় চাই তোমাকে ছলনাতে নয়,
চিরদিনের জন্য চাই তোমাকে, খনিকের জন্য নয়,
সাথে থাকবো সারাজীবন মিথ্যা প্রতিস্রুতি নয়।
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে তোমার কাছে আসিতে
মন শুধু চায় আমার বন্ধু আমি শুধুই তোমার ।
নিঃশ্বাস হয়ে আছো আমার বুকের ভিতরে
বিশ্বাস নিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে
প্রানের ভিতর প্রান তুমি ও আমার জান
তোমায় ছাড়া থাকবে না আমার পরান।
ভালোবাসি শুধুই তোমাকে আমি এই জীবনে
তুমিও কি ভালোবাসো আমাকে
দুরে হারিয়ে যেওনা আমার হৃদয় থেকে
ভাবি যে তোমায় আমি শয়নে স্বপনে।
বেসেছি যখন ভালো তোমায়,
ছাড়বোনা আর কোনদিন
পাশে থেকো যেকোন পরিস্থিতিতে
আমি আছি থাকবো চিরকাল।
আজকের দিনে তোমায় কথা দিলাম ।
আই লাভ ইউ বলছি তোমায়
পাশে থেকো শুধু আমার
বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই
ভালো থেকো সাথী আমার।
বিভিন্ন ধরনের কবিতা আমাদের জীবন সম্পর্কে আলোচনা করে থাকে বলে এই কবিতা আমাদের জীবনের পর্যালোচনা করে থাকে। কোন একজন মানুষকে আমরা যখন ভালোবাসি তখন তাকে কিভাবে ভালোবাসে সেই কথাগুলো বিরহের কবিতার ভেতরে ফুটে ওঠে। তাই আমরা যখন বিরহের কবিতা গুলো পড়বো তখন একজন মানুষকে কিভাবে আরেকজন মানুষ ভালবেসেছে অথবা এক্ষেত্রে একজন মানুষের উৎসর্গের জায়গা কতখানি ছিল এ বিষয়গুলো একটি বিরহের কবিতাতে খুব সুন্দরভাবে বুঝতে পারি। তাই এই কবিতাগুলো যদি আপনার জীবনের সঙ্গে মিলে যাই অথবা এই কবিতাগুলো যদি আপনার জীবনের কথা বলে যায় তাহলে বুঝতে পারবেন এগুলো কোন একজন মানুষের জীবনে ঘটে গিয়েছে। সকল পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতিতে ফিরে আসা এবং ঠিকঠাকভাবে জীবনকে পরিচালনা করতে হবে।
প্রেমের বিরহের কবিতা
মনে পড়ে তোমার কথা,
জানি না তুমি ভাবছো কি আমার কথা,
তোমায় চায় শুধু এই প্রান,
সাত সমুদ্র পাড়ি দিয়ে যেতে চায় মন ।
কথা না বলে যদি কেউ অভিমানে,
মিস করে সে আড়ালে তোমায় বুঝে নিবে,
না দেখলে যদি কেউ কাঁদে,
ভালোবাসে খুব সে ভিষন তোমায় তুমি বুঝে নিবে।
তোমাকে ভুলতে গিয়ে মনে পড়ে বেশি করে,
ভুলতে বলোনা তুমি আমাকে জোর করে,
মরে যাবো আমি তোমার সঙ্গ না পেলে,
দুর করোনা আমায় তুমি তোমার জীবন থেকে।
ঐ দুর তারার দেশে যদি কখনও হারাই
খুঁজবে কি ভালোবেসে তুমি আমায় ?
আমার আশার প্রদীপ নিভে যায় যদি
আলোর দ্বীপ নিয়ে পাশে কি থাকবি ?
আমি জানি তুমি আসবে,
পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে
আমি জানি তুমি আসবে,
বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন দিতে ।
আমি জানি তুমি আসবে,
শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে।
যত বার বন্ধু তুমি কষ্ট দাও আমায়,
আমি বন্ধু কিছু বলব না তোমায়,
শত কষ্টের পরে ও ভালোবাসতে চাই তোমায়,
তুমি বন্ধু ভুলবুজনা আমায়,
আমি বন্ধু ভীষন ভালোবাসি তোমায় ।
আই লাভ ইউ
ভুলতে পারিনা তারে,
ভালবাসি আমি যারে।
মনে পরে বারবার তারে,
জানিনা সে আছে কত দূরে ?
তবুও আছে হৃদয় জুরে,
এখনো যে ভাবি তারে,
সে কি আজো ভালোবাসে আমারে।
মানুষের সবচেয়ে আবেগের যায়গা হচ্ছে ভালোবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই তার মধ্যে আবেগের পরিমাণ ও কম,
ভালোবাসার জন্য মানুষ জীবনে অনেক কিছু হারায়,
আর সেই ভালোবাসাই আবার তাকে নির্মম বাস্তবতা বুঝায়।
অনেকেই হয়তো বলতে পারেন যে বিরহের কবিতার ভিতরে আবার রোমান্টিকতা কিসের? আপনি যদি বিরহের কবিতাদের রোমান্টিক কথা খুঁজে পেতে চান তাহলে বলব যে এখানে একজন মানুষের জীবনের ভালবাসার মানুষ সম্পর্কে উল্লেখ রয়েছে এবং সেই মানুষটি তাকে কিভাবে ভালবাসত এবং কতটা মন থেকে ভালবাসত সেগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে বলে একদিক থেকে তাকে রোমান্টিক কবিতা। তাই কবিতা যদি আপনার জীবনের কথা বলে অথবা কবিতা পড়তে যদি আপনার ভালো লাগে অথবা কোন কবিতা যদি আমাদের জীবনের সঙ্গে মিলে যায় তাহলে এই কবিতাগুলো হয়তো আমরা বারবার পড়তে থাকি এবং বারবার আমরা আফসোস করতে থাকি। এ সকল পরিস্থিতি বিবেচনা করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সকল অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে কাজ করতে হবে।
বাছাই করা প্রেমের ছন্দ
শরীর থেকে হতে পারো দূরে
সব সময় থাকো তুমি এই মনের ঘরে,
হৃদয়ে রয়েছো তুমি, রয়েছো অন্তরে,
সাথী শুধুই ভালোবাসি আমি তোমারে।
তোমার মন ছুঁয়ে দিতাম যদি আমি বৃষ্টি হতাম
ধুয়ে দিতাম এক নিমিষে অভিমানের পাহাড়
চোখের জল ধুয়ে আনন্দে ভরে দিতাম
ভালোবেসে বলতাম তোমায় বুকে জড়াও আমায় ।
কেউ নেই তুমি ছাড়া আমার জীবনে,
কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া আমার ভুবনে,
কিছু খোঁজেনা দুচোখ আমার তোমায় ছাড়া,
এক মুহুর্ত তোমায় ছাড়া হবে না বাঁচা।
আবার হাঁটব একদিন দুজনে
অপেক্ষায় থাকবো তোমার চীরদিন ধরে
ভালবাসতে দিও মন উজাড় করে
ভুলবুঝে দুরে থেকোনা তুমি মোরে।
তোমায় আলোকিত করে নিজে যাবো নিভে
পার করে সাগর তোমায় নিজে যাবো ডুবে
তোমার কল্যান আমার এই শুভ কামনা
ভালোবাসি তোমায় আমি ভূলে যেওনা।
বলছে মন ভেতর থেকে আমায়
ঘন্টা বাজছে মনের ঘড়িতে হয়েছে সময়
আজ যদি না বলি তোমায় হবেনা হয়তো বলা
এই দিনে বলেই দিলাম ভালোবাসি তোমায় ।
ভালোবাসি তোমায় এই মন চায়
পাশে থাকো তুমি জুড়ে থাকে হিয়ায়
দেখতে চাই শুধু তোমার হাসি মাখা মুখ
তুমি আমার জীবনে হাসি, আনন্দ, সুখ ।
আই লাভ ইউ বলছি তোমায়
পাশে থেকো শুধু আমার
বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই
ভালো থেকো সাথী আমার।
কৃষ্ণচুড়ার পাপড়ি দিয়ে তোমার গল্প লিখবো,
সহস্র পক্ষির সুরে গাওয়াবো তোমার গান,
তুমি আমার প্রিয়তম আমার জানের জান,
আজকের দিনে ভালোবাসি তোমায় বলে দিলাম।
কাজল কালো চোখ তোমার মুচকি হাসি ঠোটে,
প্রেমে পড়েছি আমি তোমার প্রথমবার দেখে,
উড়ে তোমার চুলের বাহার আমার সামনে যখন,
পাগল হয়েছি আমি তোমার ভালোবাসায় তখন ।
আমরা আপনাদের জন্য রোমান্টিক মিষ্টি মধুর কবিতা যেমন প্রদান করেছি তেমনি ভাবে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যে ধরনের কবিতা আমাদের জীবনের কথা বলবে সেগুলো আমরা প্রদান করছি। কবিতার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের সাহিত্য রস অথবা বিভিন্ন ধরনের কথাগুলো পেয়ে থাকি বলে এগুলো পড়তে আমাদের ভালো লাগে। তাছাড়া সাহিত্য জীবনকে বিশ্লেষণ করে বলে আমরা এটা থেকে অনেক কিছু জানতে পারি এবং এগুলো পড়ার প্রতি আমাদের এক ধরনের আগ্রহ থেকে থাকে। তবে যাই হোক আপনি যখন রোমান্টিক বিরহের কবিতা গুলো পড়তে পছন্দ করবেন তখন আপনার মনের পরিচিতি অন্যকে জানানো দিতে অথবা সকলকে বুঝতে দিতে এগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করতে পারেন।
যারা হয়তো আপনাকে বুঝতে পারছে না অথবা আপনার মন খারাপের কারণ বুঝতে পারছেনা তাদেরকে আপনারা খুব সহজেই এই কবিতা আপলোড করার মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন। তাছাড়া আপনার মনের মানুষের সঙ্গে আপনার যদি যোগাযোগের কোন মাধ্যম থাকে অথবা কোন পোস্ট করার মাধ্যমে তিনি যদি তা দেখতে পান তাহলে অবশ্যই সেগুলো পোস্ট করলে আপনার মনের মানুষ দেখতে পারবে এবং হয়তো আপনার সাথে তিনি যে অন্যায় করেছেন তার ভুল বুঝতে পেরে আবার ফিরে আসবেন। তবে যাই হোক এ ধরনের কবিতাগুলো প্রত্যেকটি মানুষের দীর্ঘশ্বাসের ফল হিসেবে অন্য আরেকজনের কাছে তা শিক্ষার কারণ হতে পারে। কবিতা পড়ুন এবং কবিতার মর্ম বোঝার চেষ্টা করুন।
Leave a Reply