
আপনি যদি কাউকে ভালবাসতে চান অথবা কাউকে পটাতে চান তাহলে সেই ক্ষেত্রে রোমান্টিক কথাগুলো ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের বাহ্যিক বিষয়ের চাইতে কথাবার্তায় মেয়েরা খুব তাড়াতাড়ি পটাতে চাই বলে আপনার কথাবার্তা যদি খুব ভালো হয় তাহলে দেখা যাবে যে কোন মেয়েকে আপনার কথাই ভুলতে খুব বেশি সময় লাগবে না। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে মেয়ে পটানোর রোমান্টিক কথা কিছু শেয়ার করব যাতে করে আপনারা এই কথাগুলো ব্যবহার করে কিছু কিছু মেয়েকে পটাতে পারেন। যারা কোনভাবে কোন মেয়েকে পড়াতে পারছেন না তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে দেখা যাবে যে কোন কিছুতেই কোন কিছু হবে না। কারণ যারা পটে যাওয়ার মত মেয়ে তারা অল্পতেই পটে যায় এবং এই ক্ষেত্রে বাস্তববাদী মেয়েদের আপনারা এ ধরনের কথা শোনালে তাদের থেকে আপনারা নেতিবাচকতা ছাড়া অন্য কোন উত্তর পাবেন না।
সাধারণত যে সকল মেয়েরা উচ্চ শ্রেণীতে পড়াশোনা করে অথবা গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করে তাদের ভেতরে অতিরিক্ত পরিমাণে বাস্তবতা থাকে। তাছাড়া ছেলেদের চাইতে মেয়েদের মানসিক পরিপক্কতা খুব দ্রুত চলে আসে বলে তারা বাস্তবতার দিক থেকে বিভিন্ন কিছু ভাবতে শুরু করে এবং এভাবে তারা বিভিন্ন কিছু চিন্তাভাবনা করে। তাই আপনি যদি সমবয়সী হয়ে কোন মেয়েকে পটাতে চান তাহলে দেখা যাবে যে অনেক সময় সেটা হবে না এবং এক্ষেত্রে আপনার চাইতে জুনিয়র কাউকে যদি পটাতে চান তাহলে অনেক ক্ষেত্রে আপনার কাজ হয়ে যাবে। তাই কাউকে যখন পটাতে চাইবেন তখন অবশ্যই রোমান্টিক কথা ব্যবহার করতে হবে এবং তাকে যদি আপনি আসলেই ভালোবাসার জন্য পটাতে চান তাহলে আপনার কথাবার্তায় আপনাকে অবশ্যই ভদ্র সাজতে হবে।
মেয়ে পটানোর মেসেজ
১. একটু সময় করে আমার সামনে বসো। তোমায় দেখে আমার খালি হৃদয় আর খালি নজর পূর্ণ করে নিবো।
২. লাল গোলাপ নয় বরং রক্ত জবা দিয়ে তোমাকে স্নিগ্ধ শোভন রূপে সাজিয়ে নিতে চাই।
৩. তোমাকে পাওয়ার জন্যে না হয় একটু বেহায়া হলাম ই। তুমি না হয় তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমাকে জড়িয়ে নিও।
৪. আমি তোমায় ছিনিয়ে নিবো, ফিরিয়ে নিবো। যেভাবে তপ্ত সূর্য স্নিগ্ধ রাতকে ছিনিয়ে নেয়, আমি ও সেভাবেই তোমাকে হরন করবো।
৫. আমি তোমাকে হাজারো মুহূর্ত নিয়ে ভালোবাসি। বোঝো তুমি? তোমার শত ও আমাকে পরাজিত করতে পারবে না।
৬. আমি তোমার হৃদয়ের অন্ধকারকে হাজারো স্বপ্ন জোনাকি হয়ে টুকরো টুকরো করে জ্বালিয়ে নিবো। তুমি শুধু আমার হাত ধরে রেখো।
৭. আমি আমার সমস্ত হৃদয় তোমার পথ চলায় বিছিয়ে দিলাম। তোমার এক এক কদমে সে হৃদয়ে ফুল ফুটে উঠবে।
৮. তুমি কখনো আমার চোখের আড়াল হয়ো না। আমি তোমাকে এখন চাই, আজ চাই, আগামী প্রতিটি দিনে ও চাই।
৯. ভালোবাসার বিনিময়ে তোমার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। মে সময়ে আমার সমস্ত আয়োজন নিয়ে ভালোবাসবো তোমাকে।
১০. ভালবাসার যত কথা হৃদয় দিয়ে বলতে চাই, তুমি শুধু আমার হবে এ কথাটি শুনতে চাই।
১১. আমি জানিনা সে সময় কবে আসবে! যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে!
১২. মাঝে মাঝে তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করে দেখি। আসলে তুমি ছাড়া পুরো পৃথিবী আমার জন্য অর্থহীন।
১৩. আচ্ছা আমি তোমাকে যেভাবে ভালোবাসি, তুমিও কি একই ভাবে আমার দিকে আসো? সেই একই অনুভূতি কি তোমার ও হয়?
১৪. কি এক অসহ্য যন্ত্রণা পেয়ে বসেছে আমাকে। তোমার চোখে হারাই, কিন্তু হৃদয়ে খুঁজে পাই।
১৫. এই যে আমি তোমার কাছে আসি। নিজের চোখ জুড়াতে হৃদয়ের প্রশান্তি খুঁজতে তোমাকে একমাত্র প্রয়োজন আমার।
১৬. কেন তবে কাছে ডাকো কেন স্বপ্ন ভাঙ্গো? যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকে আমার হৃদয়ের সমস্ত সুখ কে খুন করেছি।
১৭. তোমাকে ভালোবাসার জন্য এক প্রহর ও যথেষ্ট নয়। তোমার আদি অন্ত উষ্ণতা সারাক্ষণ আমাকে জড়িয়ে রাখে।
প্রকৃতপক্ষে যারা ভালো মেয়ে অথবা যারা ভবিষ্যতের কথা চিন্তা করে তারা রোমান্টিকতাই না ভুলে বাস্তবতার দিক থেকে সকল কিছু চিন্তা করে। অর্থাৎ আপনার সঙ্গে যদি সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি অথবা আপনি সেই পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিনা এগুলো চিন্তা ভাবনা করে অনেক সময় অনেক মেয়ে রাজি হয় না। আবার যাদের ভেতরে আবেগ বেশি রয়েছে তারা অল্প কথাতেই পটে যায় এবং আপনার এই ধরনের কথাতে যদি তারা পটে যায় তাহলে দেখা যাবে যে নতুন একটা সম্পর্কের সূচনা করতে পারছেন।
মেয়ে পটানোর রোমান্টিক কথা
তাই রোমান্টিক কথা ব্যবহার করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যদি তাদের দৈনন্দিন জীবনের খোঁজ খবর রাখতে পারেন এবং বিভিন্ন ধরনের প্রশংসা করতে পারেন তাহলে খুব সহজেই তারা উঠে যাবে। তবে মেয়েরা কমবেশি সকলের থেকে প্রশংসা পাই বলে আপনি যদি তাদের প্রশংসা সহজভাবে করেন তাহলে দেখা যাবে যে তারা এই ধরনের সহজ কথাই খুব একটা পড়ছে না। তখন আপনার মনে হবে যে এর চাইতে অন্য কোন পদ্ধতি অবলম্বন করলে হয়তো কোন কিছু করা যেত। আসলে বাস্তবতার দিক থেকে চিন্তা করলে আপনার যদি একটি সুন্দর ক্যারিয়ার থেকে থাকে এবং আপনার ভবিষ্যৎ যদি ভালো হয়ে থাকে তাহলে একটি মেয়ে সব সময় আপনার কথা তার পরিবারকে জানাতে পারবে এবং আপনাকে জীবনসঙ্গী বানানোর ক্ষেত্রে তারা কোন ধরনের চিন্তা করবে না।
আপনার চরিত্রের দিক থেকে কোন ধরনের যদি খারাপ বিষয় না থাকে এবং একটা মেয়ে যদি সকল কিছু জানতে পারে তাহলে দেখা যাবে যে আপনার দৈনন্দিন জীবনের খোঁজ খবর অথবা আপনার সঙ্গে তার কথাবার্তা প্রত্যেকটাই দুজনের কাছে রোমান্টিক বলে মনে হচ্ছে। আলাদাভাবে রোমান্টিক কথা না বলে আপনারা বাস্তবতার দিক থেকে প্রত্যেকটি কথাকে এগিয়ে নিয়ে যাবেন এবং খুব সুন্দর ভাবে দৈনন্দিন জীবনের কথা বলতে বলতে দেখবেন যে একটা সময় আপনার কথায় তারা পটে গিয়েছে এবং আপনাকে জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিতে পারছেন। তাছাড়া প্রশংসা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সুন্দরভাবে প্রশংসা করবেন এবং প্রশংসার মধ্য দিয়েও অনেক সময় অনেক মেয়ে পটে যাই।
Leave a Reply