আমাদের ওয়েবসাইটে আজকের এই পোষ্টের মাধ্যমে রম্বস কাকে বলে এবং রম বয়সে এর সংজ্ঞা প্রদান করার পাশাপাশি এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রদান করা হবে। তাই আপনারা যদি রম্বস সম্পর্কিত তথ্য জানতে চান অথবা এ বিষয়ে স্বচ্ছ ধারণা অর্জন করতে চান তাহলে শেষ পর্যন্ত এই পোস্ট পড়বেন এবং এই পোস্ট পড়ার মাধ্যমে রম্বসের যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
শিক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে আজকে রম্বস কাকে বলে তা খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হবে এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যেকোনো সময় রম্বসের সংজ্ঞা প্রদান করতে পারবেন এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে আপনারা সেই সূত্র কাজে লাগিয়ে যে কোন গণিতের সমস্যার সমাধান করতে পারবেন। সাধারণত আমরা জানি যে চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সম্পন্ন হয়ে থাকে এবং চতুর্ভুজের ভেতরে বেশ কয়েকটি ভাগ রয়েছে।
আমরা চতুর্ভুজের ভেতরে বর্গ চিনে থাকি এবং বর্গের চারটি বাহু এবং চার কোণ সমকোণ বলে আমরা যদি রম্বসের সঠিক তথ্য বের করতে যাই অথবা নির্দিষ্টভাবে সংগ্রহীত করতে চাই তাহলে রম্বস কাকে বলে সেটা আমাদেরকে আগে জানতে হবে এবং এর মাধ্যমে সূত্র নির্ণয় করে ক্ষেত্রফল বের করতে হবে। সাধারণত রম্বসের চারটি বাহু সমান হয়ে থাকে এবং প্রত্যেকটি কোণ নির্দিষ্ট মাপের হয়ে থাকে।
তবে রম্বসের প্রত্যেকটি বাহু অন্য বাহু থেকে সমান্তরাল হয়ে থাকলেও রম্বস বর্গের মত সমানভাবে স্থাপিত হয় না। রম্বস কিছুটা আড়াআড়ি ভাবে স্থাপিত হয়ে থাকে এবং এক্ষেত্রে আপনারা চিত্র দেখলে বুঝতে পারবেন যে রম্বস কেমন হয়ে থাকে। তাই রম্বস কে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলব যে রম্বস এমন একটি সামান্তরিক যার বাহুগুলো পরস্পর সমান তবে কোন কোন অন্যকোন থেকে সমকোণ নয়।
রম্বস দেখতে অনেকটা হীরা আকৃতির মতো বলে এটাকে হীরা বলা হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রম্বসের কোন কোনই সমকোণ নয় এবং দুইটি কোণ সূক্ষ্ম কোণ এবং অপর দুইটি কোণ স্থূলকোণ। তবে যাই হোক আপনারা যারা রম্বস নির্ণয়ের সূত্র অথবা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানতে এসেছেন তাদেরকে বলব যে রম্বসের যে দুটি কর্ণ রয়েছে সেই দুটি কর্ণের ভেতরে গুণ করতে হবে এবং সেই গুণফলকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। অতএব এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে, রম্বসের ক্ষেত্রফল হল =কর্ণদ্বয়ের গুণফল÷২ ।
Leave a Reply