জমির শতাংশ বের করার নিয়ম যারা জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তাদেরকে আজকের এই পোস্টের মাধ্যমে কিভাবে শতাংশ বের করতে হবে তা জানিয়ে দেবো। নির্দিষ্ট একটা জায়গা দেখার পর সেখানে কত শতক জমি আছে তা যদি আপনারা দলিলে দেখতে না পারেন অথবা দলিলের সঙ্গে যদি মিল করতে চান যে জমির পরিমাণ ঠিক রয়েছে কিনা তাহলে আমরা আপনাদেরকে এই নিয়ম শিখিয়ে দিলে আপনার খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তাই জমির হিসেবে এবং অংকের হিসেবে শতাংশ এর পরিমাণ বের করার যে নিয়ম রয়েছে তা নিচের দিকে আপনাদের উদ্দেশ্যে প্রদান করা হলো এবং আমরা মনে করি যে এই তথ্যের ভিত্তিতে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। খুব সহজভাবে আপনাদের সামনে এই তথ্য উপস্থাপন করা হলো বলে আপনারা এগুলো বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করে নিতে পারবেন।
যেকোনো জমির পরিমাপ আপনারা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী বের করবেন অথবা দৈর্ঘ্য এবং প্রশ্ন অনুযায়ী কত ফুট সেটা বের করবেন তখন অবশ্যই আপনাদেরকে আমরা পরবর্তী নাম গুলো অনুসরণ করার কথা বলব। তাই কোন একটি জমির উপর দাঁড়িয়ে আছেন এবং সেখানকার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আপনারা ফিতা দিয়ে মেপে কত ফুট বাই কত ফুট বের করতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং নিজের নিয়ম অনুসরণ করে সেটা কত শতাংশ তা বের করে নিবেন। আমরা প্রত্যেকেই জানি যে ২০ কাঠাতে এক বিঘা জমি হয়। তবে শতাংশের চাইতে কাঠার হিসাব বড় হয়ে থাকার কারণে এক কাঠা =১.৬৫ শতাংশ হয়।
তবে এই হিসেবে আপনি যদি কোন জমির হিসাব অনুযায়ী শতাংশ বের করতে চান তাহলে আমরা আপনাদেরকে নিচের নিয়ম অনুসরণ করার কথা বলব। জমির অবস্থান যে মুখী হয়ে থাকুক না কেন আপনারা জমির দৈর্ঘ্য এবং প্রস্থ আগে নির্ণয় করবেন এবং এক্ষেত্রে ফিতা দিয়ে ভেবে নিতে হবে। তবে এক্ষেত্রে জমির দৈর্ঘ্য দুই পাশে দুইরকম হলো এবং প্রশ্ন দুই পাশে দুই মাপের হওয়ার কারণে কোন চিন্তা না করে খুব সহজ নিয়ম অনুসরণ করে আপনাদেরকে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ কোন একপাশে জমির দৈর্ঘ্য হলো ৪০ ফিট এবং কোন এক পাশে জমির দৈর্ঘ্য হল ৫০ ফিট। একইভাবে কোন এক পাশে জমির প্রশ্ন হল ২০ ফিট এবং কোন এক পাশে জমির প্রস্থ হলো ১৮ ফিট।
সেই ক্ষেত্রে আপনারা জমির দৈর্ঘ্য আগে যোগ করবেন এবং দুই দিয়ে ভাগ করে গড় নির্ণয় করবেন। প্রস্থের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে আপনাদেরকে গড় নির্ণয় করতে হবে এবং গড়ের হিসেব অনুযায়ী আপনাদেরকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। নিয়ম অনুযায়ী আপনাকে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ দিতে হবে। এই গুণফল এর সঙ্গে আপনাদেরকে ৪৩৫.৬ দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে আপনারা ক্যালকুলেটরের সহায়তা গ্রহণ করে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ দেওয়ার পরে 435.6 কে দিয়ে ভাগ করার পরে যেটা বের হবে সেটাই হলো জমির শতাংশ হিসাব।
আশা করছি যে জমির শতাংশ হিসাব কিভাবে বের করতে হবে তা বুঝতে পেরেছেন এবং কোন কিছুর ক্ষেত্রে কোন সংখ্যা যদি আপনারা শতাংশ অথবা শতকরা হিসেবে বের করতে চান তাহলে আপনাদেরকে সে নিয়ম এখানে জানিয়ে দেবো। বিশেষ করে ছোট সংখ্যাটি উপরে এবং বড় সংখ্যাটি নিচে দিয়ে ১০০ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ভাগ করার পর সেই ভাগফলের সঙ্গে ১০০ দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলেই খুব সহজে শতকরা হিসাব বের হয়ে যাবে। আমরা মনে করি যে আজকের এই পোষ্টের মাধ্যমে জমির শতাংশ হিসেবে এবং গণিতের শতকরা হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। শতাংশ হিসাব বের করার ক্ষেত্রে কোথাও যদি কোন তথ্য বুঝতে না পারেন অথবা কোন ঝামেলা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা তথ্য প্রদান করলে আমরা আপনাদেরকে শতাংশ হিসাব বুঝিয়ে দেব।
Leave a Reply