সাধারণত যারা মাস্টার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন তাদের মাস্টার্স ফাইনাল ইয়ারে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণ করতে হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে অনেক বেশি মার্ক প্রদান করা হয় তাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে আপনাকে টার্ম পেপারেও ভালো ফলাফল অর্জন করতে হবে। তবে সম্পূর্ণ নতুন জিনিস হিসাবে টার্ম পেপারে ভালো করা খুব কঠিন একটি ব্যাপার।
যেহেতু অন্যান্য ইয়ারে আমরা টার্ম পেপার করি নাই তাই এইয়ারে হঠাৎ করে টার্ম পেপার এমন একটি সময়ে করতে হয় যেখানে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। এমনিতেই শেষের বছরে এসে আমাদের ইচ্ছা ছিল একেবারেই সাদামাটা ভাবে পরীক্ষা দিয়ে বেরিয়ে যেতে কিন্তু এখানে একটু কাজ বাড়িয়ে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই টার্ম পেপার লেখা অনেক সহজ একটি ব্যাপার যেটা আপনি বুঝতে পারলে নিজে নিজে লিখতে পারবেন।
আমরা আজকে এই মাস্টার্সের টার্ম পেপার নিয়ে কথা বলব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে এই টার্ম পেপার তৈরি করতে হয়। তাই যারা টার্ম পেপার নিয়ে দুশ্চিন্তায় আছেন এবং এর জন্য অন্যান্য পড়াগুলো ছেড়ে দিয়েছেন তাদের বলবো আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকল দুশ্চিন্তে আজকে দূর করে দিচ্ছি।
টার্ম পেপার লেখার নিয়ম ২০২৪
সাধারণত টার্ম পেপার লিখতে হলে আপনাকে একটি বিষয়ে ফলো রাখতে হবে আপনার ডিপার্টমেন্টের কোন টিচারের উপর এই দায়িত্ব রয়েছে এবং সে টিচার কি বলছে। অবশ্যই টার্ম পেপার ইন্ডিভিজুয়াল একটি কাজ তবে গ্রুপ ভাবে কাজগুলো প্রদান করা হয়ে থাকে এবং প্রত্যেকটি গ্রুপের বিষয় থাকে আলাদা আলাদা।
একটি ডিপার্টমেন্ট থেকে একটি গ্রুপের জন্য একটি শিক্ষক নির্বাচন করে দেওয়া হয় যিনি সবকিছু হ্যান্ডেল করেন। তাই আপনি যদি টার্ম পেপারের সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনাকে সবার প্রথমে সেই শিক্ষকের কাছে যেতে হবে যিনি এই টার্ম পেপার এর দায়িত্বে আছেন। তার সঙ্গে আপনি আলচনা করলেই টার্ম পেপারের বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং সেই বিষয়গুলোর উপর আপনাকে লিখতে হবে।
আপনাকে যে বিষয়গুলো প্রদান করা হবে সেই বিষয়গুলো থেকে বাস্তব যে পরিবেশ আপনি উপলব্ধি করতে পারবেন এবং বাস্তব যে অভিজ্ঞতা আপনার হবে সে বিষয়গুলো আপনাকে এখানে লিখতে হবে। তবে এই ক্ষেত্রে অনেকের রয়েছেন কপি করে লিখতে চান এটা একেবারে বাজে স্বভাব। খুবই সহজ একটি পদ্ধতি আপনাকে যে বিষয়গুলো দিয়েছে সে বিষয়গুলোর উপর সময় দেন এবং সেই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা এবং লোকসমাজে কথাবার্তা বলুন দেখুন আপনার লেখা একেবারে আপনার কাছে সহজ হয়ে গেছে।
আপনাকে যে কয়টি বিষয়ে প্রদান করা হবে প্রত্যেকটি বিষয়ে আপনাকে অল্প কিছু লিখতে হবে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং সেখান থেকে আপনি আশা করছি খুব ভালো একটি টার্ম পেপার লিখতে পারবেন।
টার্ম পেপার তৈরি করার নিয়ম
সাধারণত টার্ম পেপার তৈরি করতে হলে আপনাকে প্রথমে a4 সাইজের পৃষ্ঠাতে আপনার সকল লেখা লিখতে হবে এবং সে পৃষ্ঠাগুলো সিরিয়াল বাই সিরিয়াল এক জায়গাতে করতে হবে। এবং সেই সব লিখাগুলো এক জায়গাতে করে একটি ফ্রন্ট পেজ তৈরি করতে হবে যেখানে আপনার তথ্য এবং টার্ম পেপারে সকল তথ্য দিতে হবে।
টার্ম পেপার পিডিএফ ডাউনলোড
এখানকার উদ্দেশ্য হচ্ছে মূলত যারা টার্ম পেপার সম্পর্কে ধারণা পান না তাদের ধারণা দেওয়ার জন্য আমরা এমন কিছু টাইম বা সংগ্রহ করেছি যেগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। এগুলো দেখলে আপনি টার্ম পেপার কিভাবে লিখতে হয় সে সম্পর্কে ধারনা পাবেন। তবে যারা কপি করে ট্রাম্প পেপার লিখতে চাচ্ছেন তাদের কোন ধরনের সাহায্য করতে আমরা পারছি না।
Leave a Reply