ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি

ওমানের বিভিন্ন শহরে যারা বাঙালি প্রবাসী অবস্থান করছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই আর্টিকেলে। আপনারা জীবিকা নির্বাহের জন্য সেখানে অক্লান্ত পরিশ্রম করেন সে সম্পর্কে আমাদের কোন সন্দেহ নেই তবে একটি বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে টাকা অর্জনের পাশাপাশি সঠিক সময়ে আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য আপনাকে ইবাদত করতে হবে। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ইবাদতের জন্য এবং আপনার ভাগে যদি রমজান মাস থেকে থাকে তাহলে কোনোভাবেই রমজান মাসকে মিস করবেন না এবং প্রতিনিয়ত ইবাদতে মশগুল থাকবেন ।

রমজান মাসের ইবাদত করার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঠিক সময় সঠিক ইবাদত করা এর জন্য আপনাকে সময়সূচি সম্পর্কে ধারণা রাখতে হবে। এমনিতে আপনারা দেশের বাইরে অবস্থান করছেন এর পাশাপাশি আপনারা বিভিন্ন শহরে অবস্থান করছেন আর বিভিন্ন শহরের সময়সূচির পার্থক্য রয়েছে। শাব্দিক বিবেচনা করে আমরা ওমানের বিভিন্ন শহরের সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে হাজির হলাম। আপনারা ওমানের বিভিন্ন শহরের সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি আমাদের এই আর্টিকেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমাদের এই আর্টিকেলের মাধ্যমে সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে জানা যাক।

ওমানের মাসকট শহরের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

আপনারা যারা জীবিকা নির্বাহের জন্য বর্তমানে ওমানের মাসকট শহরে অবস্থান করছেন তারা আমাদের এই অংশের মাধ্যমে সেখানকার রোজার সঠিক সময়সূচী সম্পর্কে ধারণা পাবেন। চলুন প্রথম রমজান থেকে একেবারে ৩০ রমজান পর্যন্ত কি সময়সূচী উল্লেখ করা আছে আন্তর্জাতিক সময় অনুযায়ী ওমানের মাসকট শহরে সে সম্পর্কে ধারণা নেই। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৩ মার্চ ২০২৩ তারিখ থেকে প্রথম রমজান শুরু হতে চলেছে তাই আপনাদের সেই দিন থেকেই রোজা করার প্রস্তুতি গ্রহণ করতে হবে।

প্রথম রমজান সেহরির শেষ সময় হবে ভোর ৪.৪৯। দ্বিতীয় রমজানে সেহরির শেষ সময় হবে ভোর ৪.৪৮ মিনিট। তৃতীয় রমজানে সেহরির সময়সূচী হবে ভোর‌ 4.47 মিনিট। চতুর্থ রমজানে সেহরির সময়সূচী হবে ভোর ৪.৪৬ মিনিট। পঞ্চম রমজানে সেহরির সময়সূচী হবে ভোর 4.45 মিনিট। একইভাবে এই সময়সূচী প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে এবং ১০ রমজানে সেহরির সময়সূচী হবে ভোর 4.39 মিনিট। আমরা কিন্তু এখানে সেহরির শেষ সময় বলছি তাই আপনাকে আগে থেকেই সেহেরির সকল কার্যকর্ম ছেড়ে বসে থাকতে হবে সময়ের আগে।

 ১১ রমজান ওমানের মাসকট শহরে সেহরি করার শেষ সময় ভোর ৪.৩৮মিনিট। এই সময়সূচী প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে এবং ২০ রমজানে এসে ভোর ৪.২৮ মিনিটে সেহরি করার শেষ সময়সূচী হবে । ২১ রমজানে সেহরি করার শেষ সময়সূচী হবে ভোর ৪.২৭ মিনিট। এইভাবে একইভাবে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে এবং ৩০ রমজানে সেহরি খাওয়ার শেষ সময় হবে ভোর 4.18 মিনিট।

এখন আসি ও মনের মাস্টার শহরের ইফতারি করার সময়সূচি নিয়ে। ওমানের মাসকাট শহরের প্রথম রমজানে ইফতারি করার সময় সূচি শুরু হবে 6.19 মিনিট থেকে। দ্বিতীয় রমজানেও ঠিক একই সময় অর্থাৎ ৬.১৯ মিনিট থেকে ইফতারি করার সময়সূচি শুরু হবে। তৃতীয় রমজানে ইফতারি করার সময়সূচি শুরু হবে 6.20 মিনিট থেকে এবং এই সময়সূচী ৫ রমজান পর্যন্ত একই থাকবে।

ছয় রমজান থেকে ইফতারি করার সময়সূচী সরু হবে সন্ধ্যা ৬.২১ মিনিট থেকে এবং এটা অপরিবর্তিত থাকবে আট রমজান পর্যন্ত । নয় রমজান থেকে ইফতারি করার সময়সূচি শুরু হবে সন্ধ্যা ৬.২২ মিনিট থেকে এবং 10 রমজান পর্যন্ত অপরিবর্তিত থাকবে। ১১ রমজান থেকে ইফতারি করার সময়সূচী শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে এবং ১৩ রমজান পর্যন্ত এই সময়সূচী অপরিবর্তিত থাকবে। আমরা আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই এটা ওমানের মাসকট শহরের ইফতারের সময়সূচি যেখানে ১৪ই রমজানে ইফতার করার সময়সূচি শুরু হবে 6.24 মিনিট এবং ১৫ রমজান একই থাকবে।

 

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*