শীত চলে এসেছে। শীতের কাপড় পড়ে বের না হয়ে উপায় নেই। আমাদের আজকের আর্টিকেলে শীতের কিছু রোমান্টিক স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হবে। শীত নিয়ে যদি আপনারা সুন্দর সুন্দর রোমান্টিক উক্তি পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।
শীতের দিন গুলো অনেকেই মজা করে উপভোগ করে। শীতের সময় কাজে ঠিক মত মন না বসলেও বেশ কিছু উপভোগ্য বিষয় রয়েছে। শীতের সময় বেশিরভাগ মানুষই একটু বেলা করে ঘুম থেকে উঠে। সকালবেলা চারদিকে কুয়াশায় ঘেরা থাকে। সূর্য একটু দেরি করেই উঁকি দেয়। সূর্যের আলো আমাদের ঘরের জানালা দিয়ে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে যায়। অনেকেই সূর্যের আলো দেখার আগেই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। শীতের সকালগুলো তাই অনেক চ্যালেঞ্জিং হয় ব্যস্ত মানুষদের জন্য।
যত বেশি ঠান্ডা পড়ুক না কেন নিজের দায়িত্বকে অবহেলা করার মত উপায় নেই। নিজের কথা রাখার জন্য কুয়াশা কে হার মানিয়ে সকাল সকাল বের হয়ে পড়তে হয়। শীতের সময় সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়তে হয় হয়তো প্রেমিকদের। প্রেমিকাকে দেওয়া কথা রাখতে সকাল-সকাল আদরের ঘুম কে অবহেলা করে ছুটতে হয়। একটু দেরী হলেই যে মান অভিমানের পালা শুরু হবে। তবে শীতের সকাল গুলোতে প্রেমিকার মুখ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তাই সকাল সকাল প্রেমিকার মিষ্টি মুখ দেখার জন্য হলেও বিছানা থেকে ওঠাই যায়।
অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের প্রেমিকার কাছে সুন্দর সুন্দর কবিতা লিখে পাঠায়। যখন শীত চলে আসে তখন শীত নিয়ে রোমান্টিক মেসেজ পাঠাতে হয়। প্রেমিক-প্রেমিকা দুইজনেই লেপের নিচ থেকে বার্তা আদান প্রদান করে। প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। এই সময়গুলো সত্যিই অনেক উপভোগ্য হয়। যারা প্রেমে পড়েছেন অথবা এখন পর্যন্ত সম্পর্ক রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অনুভূতিগুলোর কথা।
যারা এখনো প্রেম করতে পারেননি তারাও এই সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে পারেন। অনেকে এই মুহূর্তগুলোর কথা ভেবে ভেবে সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলেন। কেউ কেউ শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস দিয়ে ফেলেন। অনেকে শীতের সময় নিজের ভাবনা গুলো প্রকাশ করতে চাইলেও করতে পারেন না। তাই আমরা শীত নিয়ে বেশ কিছু রোমান্টিক আলোচনা আপনাদের সাথে করবো। আমাদের ভাবনাগুলোর সাথে আপনার ভাবনা অনেকটা মিলে যাবে। তখন এই কথাগুলো লিখে স্ট্যাটাস দিতে আপনার অনেকটা সুবিধা হবে।
যেমন,
প্রচন্ড শীতের মধ্যে কম্বলের নিচে থেকে মুখটা বের করে যখন দেখি তুমি সব কাজ সেরে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছো তখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এইযে, আমার সংসারের সকল দায়িত্ব তুমি নিজ হাতে পালন করছো, আর আমি? গাধার মতো নাক ডেকে ঘুমাচ্ছি। এসব নিয়ে তোমার একটুও অভিযোগ নেই। অথচ আমি তোমাকে যথেষ্ট কোম্পানি দিতে পারছি না। আমি সারাদিন বাইরে কাজ করি, এরপরও আমার প্রতিদিনের কাজ তোমার কাজগুলোর অর্ধেকও হবে না। এই যে আমাদের সুন্দর পরিপাটি সংসার, শুধুমাত্র তোমার জন্যই।
বসন্ত আসার আগে শীত আসে, আমি তো ভাবি বসন্ত হচ্ছে প্রেমের ঋতু। তবে প্রেম শুরু হওয়ার অনুভূতি কি শীত থেকে তৈরি হয়? আমার কাছে এখন তেমনটাই মনে হচ্ছে। তুমি কিন্তু আমার জীবনে এসেছিলে শীতের মত হয়ে। কেন জানো? কারণ হলো এই যে বললাম বসন্ত হচ্ছে প্রেমের ঋতু আর শীতের পরেই তো বসন্ত আসে। এইযে তোমার সাথে এখন আমি প্রেম করছি এটা হল বসন্ত, আর তুমি যখন আমার জীবন এসেছিলে সেটা ছিল শীত। অর্থাৎ শীতের পরে বসন্ত এসেছে।
শীত গ্রীষ্ম বসন্ত যেটাই হোক না কেন, আমি সব সময় তোমায় অনেক অনেক বেশি ভালোবাসতে চাই। তুমিও আমার জীবনে বার বার আসো শীতের মত হয়ে।
Leave a Reply