আমরা যখন কিবোর্ড ব্যবহার করে অনেক কিছু টাইপ করি অথবা কোন কিছু লিখি তখন আমাদের সেখানে বিভিন্ন ধরনের সাইন দেখানো হয়। তবে বাস্তবিক জীবনে এই সকল সাইন অথবা চিহ্নের নাম জানিনা বলে আজকে আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের চিহ্নের নাম দিয়ে দেওয়া হয়েছে। বাস্তবিক জীবনে এগুলোর ব্যবহার এবং সেই সাথে এই সকল চিহ্নের নাম কি তা আজকের এই পোস্ট থেকে জেনে নিতে পারবেন।
এই চিহ্নের নাম জেনে নিতে পারলে আপনারা সঠিক খেতে সঠিক বাক্যে এগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার বাক্য সংগঠন খুবই ভালো হবে। তাই একটু কষ্ট করে হলেও আমাদের ওয়েবসাইটের পোস্ট শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে বিভিন্ন ধরনের চিহ্নের নাম জেনে নিন এবং এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত হয়ে নেন।
সাধারণত আমরা ইংরেজিতে অথবা বাংলাতে টাইপ করতে পছন্দ করি। রিদ্মিক কিবোর্ড থেকে শুরু করে গুগল কীবোর্ড অথবা অন্যান্য কিবোর্ডের মাধ্যমে যখন আপনি টাইপ করেন তখন সেখানে আগে থেকে কিছু চিহ্ন ইনপুট করা হয়ে থাকে। এ সকল চিহ্ন বাস্তবিক জীবনে ব্যবহার করা হয় এবং এই চিহ্ন গুলো ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন বাক্যকে অর্থবোধক করে তুলতে পারি।
তাই বাক্যকে অর্থবোধক করে তোলার জন্য এই চিহ্নের নাম জানতে পারলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং আপনি খুব সহজেই চিহ্ন গুলো ব্যবহার করে যে কোন বাক্যকে অন্যের কাছে সমাদৃত করতে পারবেন। তাই আপনাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে সাধারণত আপনারা যেগুলো গুগলে লিখে সার্চ করেন সেগুলোর নাম প্রদান করতে চলেছি।
বিভিন্ন ধরনের চিহ্নের নাম আপনাদের জন্য এখানে দিয়ে দেওয়া আছে এবং কিবোর্ড অনুসরণ করে যে সকল চিহ্ন গুলো সাধারণত ব্যবহার করা হয় সেগুলো দিয়ে দেওয়া হলো। এখানে আপনারা বিভিন্ন ধরনের গাণিতিক চিহ্ন যেমন পাবেন তেমনিভাবে ডলার চিহ্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যাকেট চিহ্ন পেয়ে যাবেন। যখন আমরা কোন কিছু ব্যবহার করি তখন ব্র্যাকেটের মাধ্যমে অনেক অনেক কিছু বুঝিয়ে দিয়ে থাকি অথবা সেগুলো কম গুরুত্বপূর্ণ এটাও বোঝানো হয়ে থাকে। আবার টাকা অথবা ডলার বিষয়টি আপনারা না লিখে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করার সুযোগ পাবেন। সেখানে যেমন বৃহত্তর চিহ্ন রয়েছে তেমনি আবার ক্ষুদ্রতর চিহ্ন রয়েছে।
বিভিন্ন ধরনের কিবোর্ড আপনাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে বলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেগুলোর নাম জেনে নিতে পারছেন। আপনি যদি কোন ভাবে অন্য কোন চিহ্নের নাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই চিহ্ন টাইপ করে দিন। আপনাদের জন্য এ সকল সুবিধা প্রদান করা হচ্ছে এবং আপনারা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সুন্দর ভাবে চিহ্নের নামগুলো জেনে নিতে পারছেন।
তাই কীবোর্ড থেকে সংগ্রহ করা বেশ কিছু চিহ্ন আপনাদের জন্য নিচের দিকে প্রদান করা হলো এবং সেখান থেকে আপনারা সেগুলো জেনে নিন। এ প্রসঙ্গে কারো যদি কোন প্রশ্ন থেকে থাকে অথবা কোন চিহ্ন সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে টাইপ করুন এবং আমরা আপনাদেরকে সেটির নাম জানিয়ে দেব।
‘ = লোপ চিহ্ন।
“= উদ্ধৃতি চিহ্ন।
@= at the rate of.
&= এবং চিহ্ন
£= পাউন্ড। সামোশন বা যোগ হিসেবেও ব্যবহৃত হয়।
$= ডলার এর চিহ্ন।
তার পরে যে চিহ্নটা আছে(কীবোর্ড এ খুঁজে পাচ্ছি না) সেটা ‘ইউরো’ এর চিহ্ন।
¥= চীনা মুদ্রা ইউয়ান বা জাপানি মুদ্রা ইয়েন এর চিহ্ন।
~ = টিল্ড চিহ্ন।
Leave a Reply